ETV Bharat / state

গৃহপরিচারিকা ও আয়াদের টিকা দেওয়ার প্রস্তুতি কলকাতা পৌরনিগমের - গৃহপরিচারিকা ও আয়াদের ভ্যাকসিন দেবে কলকাতা পৌরনিগম

আজ 'টক টু কেএমসি'-তে ভ্যাকসিনেশন নিয়ে বেশ কয়েকটি ফোন আসে পৌর প্রশাসকের কাছে । অনেকেই ফোন করে জানান, তাঁদের স্ত্রীরা পরিচারিকার ও আয়ার কাজ করেন ।

kmc
kmc
author img

By

Published : May 29, 2021, 7:32 PM IST

কলকাতা, 29 মে : বাড়ির পরিচারিকা, আয়া, দারোয়ান, বাড়ির গাড়ির চালকদের মত অসংগঠিত শ্রমিকদের করোনা টিকা দেওয়ার প্রস্তুতি শুরু করল কলকাতা পৌরনিগম । বর্তমানে স্বাস্থ্য দফতরের তালিকায় টিকাকরণের জন্য আয়া বা পরিচারিকার নাম নেই । অথচ এরাই নিত্যদিন পারিবারিক গৃহকর্মে জড়িত থাকেন । চিকিৎসকদের ভাষায়, হকার বা পরিবহণ কর্মীদের চেয়েও এরা করোনা সংক্রমণে অনেক বেশি সুপার স্প্রেডার । সেই কারণে এবার পরিচারিকা আয়া ও দারোয়ানদের টিকাকরণ শুরু করতে চেয়ে রাজ্য স্বাস্থ্য দফতরের কাছে প্রস্তাব পাঠালেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ।

আজ 'টক টু কেএমসি'-তে ভ্যাকসিনেশন নিয়ে বেশ কয়েকটি ফোন আসে পৌর প্রশাসকের কাছে । অনেকেই ফোন করে জানান, তাঁদের স্ত্রী বা বাড়ির মহিলা সদস্যরা পরিচারিকা ও আয়ার কাজ করেন । তাঁদের টিকা দেওয়ার আবেদন জানান । এর উত্তরে ফিরহাদ হাকিম বলেন, ‘‘রাজ্য স্বাস্থ্য দফতরের কাছে এই বিষয়ে জানানো হবে ৷ রাজ্য স্বাস্থ্য দফতর অনুমতি দিলে বাড়ির পরিচারিকাদের ভ্যাকসিন দেওয়া হবে ।’’ এদিন ছাত্র-ছাত্রীরাও ফোন করে পৌর প্রশাসকের কাছে টিকাকরণের আবেদন জানান । কিন্তু কেন্দ্রীয় সরকারের নীতি না থাকায় এখনই 18 বছরের নিচে টিকাকরণ শুরু হবে না বলে জানান তিনি ।

আরও পড়ুন : কোভিডে অনাথ শিশুদের তথ্যভান্ডার তৈরি নির্দেশ এনসিপিসিআর-এর

তিনি বলেন, "করোনা টিকাকরণে কলকাতা পৌরনিগম যথেষ্ট ভালো কাজ করছে ৷ আগামী দিনে কলকাতার 144টি ওয়ার্ডে কোভিশিল্ড টিকাকরণ করা হবে । রোজ 14 হাজার মানুষের করোনা পরীক্ষা করা হচ্ছে । এখন সংক্রমণ কিছুটা কমেছে ।"

কলকাতা, 29 মে : বাড়ির পরিচারিকা, আয়া, দারোয়ান, বাড়ির গাড়ির চালকদের মত অসংগঠিত শ্রমিকদের করোনা টিকা দেওয়ার প্রস্তুতি শুরু করল কলকাতা পৌরনিগম । বর্তমানে স্বাস্থ্য দফতরের তালিকায় টিকাকরণের জন্য আয়া বা পরিচারিকার নাম নেই । অথচ এরাই নিত্যদিন পারিবারিক গৃহকর্মে জড়িত থাকেন । চিকিৎসকদের ভাষায়, হকার বা পরিবহণ কর্মীদের চেয়েও এরা করোনা সংক্রমণে অনেক বেশি সুপার স্প্রেডার । সেই কারণে এবার পরিচারিকা আয়া ও দারোয়ানদের টিকাকরণ শুরু করতে চেয়ে রাজ্য স্বাস্থ্য দফতরের কাছে প্রস্তাব পাঠালেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ।

আজ 'টক টু কেএমসি'-তে ভ্যাকসিনেশন নিয়ে বেশ কয়েকটি ফোন আসে পৌর প্রশাসকের কাছে । অনেকেই ফোন করে জানান, তাঁদের স্ত্রী বা বাড়ির মহিলা সদস্যরা পরিচারিকা ও আয়ার কাজ করেন । তাঁদের টিকা দেওয়ার আবেদন জানান । এর উত্তরে ফিরহাদ হাকিম বলেন, ‘‘রাজ্য স্বাস্থ্য দফতরের কাছে এই বিষয়ে জানানো হবে ৷ রাজ্য স্বাস্থ্য দফতর অনুমতি দিলে বাড়ির পরিচারিকাদের ভ্যাকসিন দেওয়া হবে ।’’ এদিন ছাত্র-ছাত্রীরাও ফোন করে পৌর প্রশাসকের কাছে টিকাকরণের আবেদন জানান । কিন্তু কেন্দ্রীয় সরকারের নীতি না থাকায় এখনই 18 বছরের নিচে টিকাকরণ শুরু হবে না বলে জানান তিনি ।

আরও পড়ুন : কোভিডে অনাথ শিশুদের তথ্যভান্ডার তৈরি নির্দেশ এনসিপিসিআর-এর

তিনি বলেন, "করোনা টিকাকরণে কলকাতা পৌরনিগম যথেষ্ট ভালো কাজ করছে ৷ আগামী দিনে কলকাতার 144টি ওয়ার্ডে কোভিশিল্ড টিকাকরণ করা হবে । রোজ 14 হাজার মানুষের করোনা পরীক্ষা করা হচ্ছে । এখন সংক্রমণ কিছুটা কমেছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.