কলকাতা, 15 ডিসেম্বর : বাড়তে চলেছে কলকাতা পৌরনিগমের পরিষেবা এলাকা । মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, আগামী পৌর অধিবেশনে প্রস্তাবটি পাশ করানো হবে । এর ফলে উপকৃত হবে ওই ওয়ার্ডগুলির বাসিন্দারা । মেয়র জানিয়েছেন, কলকাতার ভোটার হওয়া সত্ত্বেও অনেকেই কলকাতা পৌরনিগমের পরিষেবা থেকে বঞ্চিত রয়েছেন । সেই সব এলাকাকে কলকাতা পৌরনিগমের পরিষেবা পৌঁছাতে উদ্যোগী হয়েছে কলকাতা পৌরনিগম । তবে কলকাতার ওয়ার্ডের সংখ্যা বৃদ্ধি পাবে না । বর্তমানে কলকাতা পৌরনিগমের অন্তর্গত 144 টি ওয়ার্ড রয়েছে ।
141,142, 143 ,144 ওয়ার্ডগুলিকে কলকাতা পৌরনিগমের অন্তর্ভুক্ত করা হলেও ওই ওয়ার্ডের এলাকাবাসীদের অভিযোগ, ঠিকমতো পরিষেবা পৌঁছায় না এই এলাকাগুলিতে ৷ আগে ওই এলাকাগুলি কলকাতা সংলগ্ন অঞ্চলের মধ্যে ছিল ৷ পরে সেগুলিকে কলকাতা পৌরনিগমের অন্তর্ভুক্ত করা হয় ৷
ভৌগলিক কারণে এই চারটি ওয়ার্ডের বাসিন্দারা পৌর পরিষেবা থেকে বঞ্চিত ছিল । খাতায়-কলমে এই ওয়ার্ডগুলি কলকাতা পৌরনিগমের অন্তর্ভুক্ত হলেও, কয়েকটি এলাকায় পৌর পরিষেবা ঠিকমতো পৌঁছাত না । ফলে কলকাতা পৌরনিগমের পরিশুদ্ধ পানীয় জল না পাওয়া , বেহাল রাস্তা থেকে রাস্তায় জল জমার সহ একাধিক সমস্যায় ভুগছেন এই সব এলাকার বাসিন্দারা । কলকাতার সীমানাবর্তী এলাকায় তাঁদের বাড়ি থাকায় এই সমস্যা ও জটিলতা তৈরি হয়েছে । মেয়র জানিয়েছেন, দ্রুতই এ সমস্যার সমাধান করা হবে । কলকাতা সংলগ্নবর্তী এই জায়গার মানুষজন যাতে সঠিকভাবে পরিষেবা পায় সে বিষয়ে গুরুত্ব দেওয়া হবে । এর ফলে ওই এলাকার সাধারণ মানুষের দুর্ভোগ কিছুটা কমবে বলেও আশাবাদী কলকাতা পৌরনিগম ৷
মেয়র আরও জানান, আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে । ম্যানপাওয়ার রিঅ্যাসেসমেন্ট করা হবে । 30 বছর ধরে কলকাতা পৌরনিগমের ম্যানপাওয়ার রিঅ্যাসেসমেন্ট করা হয়নি । কোন দপ্তরে কত লোক রয়েছে এবং কোন দপ্তরে কত লোক লাগবে তার একটা অ্যাসেসমেন্ট করার প্রয়োজনীয়তা রয়েছে । গত কয়েক বছরে কলকাতা পৌরনিগমের নতুন দপ্তর খুলেছে । বেশ কিছু দপ্তরের মর্ডানাইজ়েশন হয়েছে । তাই ম্যানপাওয়ার রিঅ্যাসেসমেন্ট প্রয়োজন রয়েছে । কোন দপ্তরের লোকের চাহিদা বেশি রয়েছে এবং কোন কোন ব্যাপারে চাহিদা কম রয়েছে । এই কাজের একটি সংস্থাকে নিয়োগ করা হবে ৷ আগামী কয়েকদিনের মধ্যেই কলকাতা পৌরনিগম ম্যানপাওয়ার অ্যাসেসমেন্টের জন্য টেন্ডার ডাকবে । এর ফলে আরও ভালোভাবে পৌর পরিষেবা দেওয়া সম্ভব হবে ৷