ETV Bharat / state

KMC Drinking Water: কলেরা রুখতে আগাম ব্যবস্থা কলকাতা পৌরনিগমের - cholera news

কলেরা রুখতে আগাম ব্যবস্থা নিচ্ছে কলকাতা পৌরনিগম (KMC) । পানীয় জল যাতে দূষিত না-হয়ে পড়ে, সে জন্য তার জন্য ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)৷

kmc is alert over drinking water pipeline to prevent cholera
কলেরা রুখতে আগাম ব্যবস্থা কলকাতা পৌরনিগমের
author img

By

Published : Sep 15, 2021, 8:46 PM IST

কলকাতা, 15 সেপ্টেম্বর : কামারহাটির ঘটনার পুনরাবৃত্তি যাতে কলকাতা শহরে না-ঘটে, তার আগাম ব্যবস্থা নিচ্ছে কলকাতা পৌরনিগম । দূষিত পানীয় জল (Drinking Water) খেয়ে কলেরায় আক্রান্ত হয়ে বহু মানুষ হাসপাতলে ভর্তি । এমনকী কলেরা কেড়ে নিয়েছে তিন জনের প্রাণ । এই পরিস্থিতিতে কলকাতা শহরে পানীয় জল যাতে কোনও মতেই দূষিত না-হয়, তার জন্য বাড়তি নজরদারি শুরু করল কলকাতা পৌরনিগম (KMC) ।

কলকাতা শহরে পানীয় জলের লাইন ও নিকাশি লাইন পাশাপাশি একসঙ্গে মাটির তলা দিয়ে গিয়েছে । নিকাশি নালার পাইপ ও পানীয় জলের পাইপে কোথাও সামান্য ফাটল ধরলে ডায়রিয়া বা কলেরার মতো সংক্রমণের সম্ভাবনা থাকে । তাই শহরের সমস্ত নিকাশি নালার ও পানীয় জলের পাইপ লাইনগুলিকে পরীক্ষা করে দেখে নেওয়া হচ্ছে কোথাও যাতে ফাটল না-থাকে ।

এ দিন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানিয়েছেন, বর্ষার সময় নিকাশি নালাগুলিতে জলের চাপ বেশি থাকে । নিকাশি নালার পাইপগুলিতে অতিরিক্ত মাত্রায় জলের প্রেশার থাকায় সূক্ষ্ম ফাটলের সম্ভাবনা তৈরি হয় । সেখানেই যদি পানীয় জলের পাইপেও সামান্য ফাটল থাকে, তাহলে নিকাশি নালার জলের সঙ্গে পানীয় জলে মিশে গেলে পানীয় জল দূষিত হওয়ার সম্ভাবনা তৈরি হয় ।

আরও পড়ুন: Visva-Bharati University : বিশ্বভারতীর বর্তমান পরিস্থিতি নিয়ে কর্তৃপক্ষ ও বিক্ষোভকারী পড়ুয়াদের ভর্ৎসনা হাইকোর্টের

এ দিন পৌর প্রশাসক জানিয়েছেন, কলকাতা শহরে কোথাও যদি পানীয় জল নিয়ে সমস্যা তৈরি হয়, সঙ্গে সঙ্গে পানীয় জলের নমুনা সংগ্রহ করে তা নাইসেডে পরীক্ষায় পাঠানোর জন্য নির্দেশ দিয়েছেন তিনি । সেই সঙ্গে পানীয় জল দূষিত হচ্ছে এমন অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই, নিকাশি নালাগুলি খুলে পরীক্ষা করে তার দ্রুত ব্যবস্থা নিতেও নির্দেশ দিয়েছেন তিনি ।

আরও পড়ুন: Fever : উত্তরবঙ্গের অজানা জ্বরের রহস্য সমাধান, শিশুদের নমুনায় মিলল ডেঙ্গু-স্ক্রাব টাইফাস

ইতিমধ্যেই কলকাতা পৌরনিগম শহরের নিকাশির ও পানীয় জলের পাইপ লাইনগুলির উপর নজর রাখছে । শহরকে সুরক্ষিত রাখতে নিকাশি নালার সঙ্গে পানীয় জলের লাইন সংস্পর্শ না-হয়, সে বিষয়ে লক্ষ্য রাখছে কলকাতা পৌরনিগম ।

আরও পড়ুন: Election : আসন্ন নির্বাচনে আইন-শৃঙ্খলার অবনতি বরদাস্ত নয়, কড়া বার্তা নবান্নের

কলকাতা, 15 সেপ্টেম্বর : কামারহাটির ঘটনার পুনরাবৃত্তি যাতে কলকাতা শহরে না-ঘটে, তার আগাম ব্যবস্থা নিচ্ছে কলকাতা পৌরনিগম । দূষিত পানীয় জল (Drinking Water) খেয়ে কলেরায় আক্রান্ত হয়ে বহু মানুষ হাসপাতলে ভর্তি । এমনকী কলেরা কেড়ে নিয়েছে তিন জনের প্রাণ । এই পরিস্থিতিতে কলকাতা শহরে পানীয় জল যাতে কোনও মতেই দূষিত না-হয়, তার জন্য বাড়তি নজরদারি শুরু করল কলকাতা পৌরনিগম (KMC) ।

কলকাতা শহরে পানীয় জলের লাইন ও নিকাশি লাইন পাশাপাশি একসঙ্গে মাটির তলা দিয়ে গিয়েছে । নিকাশি নালার পাইপ ও পানীয় জলের পাইপে কোথাও সামান্য ফাটল ধরলে ডায়রিয়া বা কলেরার মতো সংক্রমণের সম্ভাবনা থাকে । তাই শহরের সমস্ত নিকাশি নালার ও পানীয় জলের পাইপ লাইনগুলিকে পরীক্ষা করে দেখে নেওয়া হচ্ছে কোথাও যাতে ফাটল না-থাকে ।

এ দিন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানিয়েছেন, বর্ষার সময় নিকাশি নালাগুলিতে জলের চাপ বেশি থাকে । নিকাশি নালার পাইপগুলিতে অতিরিক্ত মাত্রায় জলের প্রেশার থাকায় সূক্ষ্ম ফাটলের সম্ভাবনা তৈরি হয় । সেখানেই যদি পানীয় জলের পাইপেও সামান্য ফাটল থাকে, তাহলে নিকাশি নালার জলের সঙ্গে পানীয় জলে মিশে গেলে পানীয় জল দূষিত হওয়ার সম্ভাবনা তৈরি হয় ।

আরও পড়ুন: Visva-Bharati University : বিশ্বভারতীর বর্তমান পরিস্থিতি নিয়ে কর্তৃপক্ষ ও বিক্ষোভকারী পড়ুয়াদের ভর্ৎসনা হাইকোর্টের

এ দিন পৌর প্রশাসক জানিয়েছেন, কলকাতা শহরে কোথাও যদি পানীয় জল নিয়ে সমস্যা তৈরি হয়, সঙ্গে সঙ্গে পানীয় জলের নমুনা সংগ্রহ করে তা নাইসেডে পরীক্ষায় পাঠানোর জন্য নির্দেশ দিয়েছেন তিনি । সেই সঙ্গে পানীয় জল দূষিত হচ্ছে এমন অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই, নিকাশি নালাগুলি খুলে পরীক্ষা করে তার দ্রুত ব্যবস্থা নিতেও নির্দেশ দিয়েছেন তিনি ।

আরও পড়ুন: Fever : উত্তরবঙ্গের অজানা জ্বরের রহস্য সমাধান, শিশুদের নমুনায় মিলল ডেঙ্গু-স্ক্রাব টাইফাস

ইতিমধ্যেই কলকাতা পৌরনিগম শহরের নিকাশির ও পানীয় জলের পাইপ লাইনগুলির উপর নজর রাখছে । শহরকে সুরক্ষিত রাখতে নিকাশি নালার সঙ্গে পানীয় জলের লাইন সংস্পর্শ না-হয়, সে বিষয়ে লক্ষ্য রাখছে কলকাতা পৌরনিগম ।

আরও পড়ুন: Election : আসন্ন নির্বাচনে আইন-শৃঙ্খলার অবনতি বরদাস্ত নয়, কড়া বার্তা নবান্নের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.