ETV Bharat / state

KMC Service for Specially Abled: দুয়ারে পৌরনিগম ! এক ফোনেই বাড়িতে আধার ও স্বাস্থ্য সাথী কার্ড বিশেষভাবে সক্ষমদের - Specially Abled

বিশেষভাবে সক্ষমদের এক ফোনেই বাড়িতে এসে আধার ও স্বাস্থ্য সাথী কার্ড করে দেবে কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) ৷

KMC
কলকাতা পৌরনিগম
author img

By

Published : Feb 28, 2023, 9:01 PM IST

কলকাতা, 28 ফেব্রুয়ারি: বাড়িতে বসেই এবার মিলবে পরিষেবা ৷ ফোন করলে বাড়িতে এসে আধার ও স্বাস্থ্য সাথী কার্ড করে দেবে কলকাতা পৌরনিগম ৷ এই পরিষেবা পাবে বিশেষভাবে সক্ষমরা (KMC Service for Specially Abled) ৷ নম্বরটি হল 1947 । তাতে ফোন করে জানাতে হবে পরিষেবার জন্য ৷ বেশ কয়েক বছর যাবত ইউনিক আইডেন্টিটি নম্বর প্রতি নাগরিকের জন্য বাধ্যতামূলক করা হয়েছে । যা আছে আধার কার্ডে । আবার সম্প্রতি রাজ্যবাসীর স্বাস্থ্য পরিষেবায় পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্পের কার্ড হচ্ছে ।

এই পরিচয় পত্র করতে প্রতি কেন্দ্রে বিপুল ভিড় হচ্ছে । আবার দুয়ারে সরকার কর্মসূচিতে উপচে পড়ছে ভিড় । আমজনতারই নাভিশ্বাস উঠছে লাইনে দাঁড়িয়ে । সেখানে বিশেষভাবে সক্ষম মানুষজনের কথা তো দূরঅস্ত । ফলে প্রয়োজন থাকলেও হকের পাওনা থেকে বঞ্চিত থাকতে হচ্ছে । কিন্তু সে দিন এবার শেষ । এই আধার বা স্বাস্থ্য সাথী প্রকল্পের কার্ড করতে আর সমস্যায় পরতে হবে না বিশেষভাবে সক্ষমদের । কারণ কলকাতা পৌরনিগমের সামাজিক ক্ষেত্র বিভাগের তরফে জানানো হয়েছে, একটি বিশেষ নম্বর রয়েছে যেখানে ফোন করলে বাড়ি গিয়ে সেই পরিষেবা দেওয়া হবে । এই বিশেষ নম্বরটি হল 1947 ৷

সম্প্রতি কলকাতা পৌরনিগমের কাউন্সিলর কাকলি বাগ মাসিক অধিবেশনে প্রশ্ন করেন, যাঁরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা যাঁরা মানসিক, শারীরিকভাবে অক্ষম তাঁরা কীভাবে নির্দিষ্ট গন্তব্যে গিয়ে তাদের আধার কার্ড করাবে? এক্ষেত্রে তাদের সাহায্য করতে কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে? উত্তর দেন কলকাতা পৌরনিগমের সামাজিক ক্ষেত্রের ভারপ্রাপ্ত মেয়র পরিষদ সদস্য মিতালী বন্দ্যোপাধ্যায় । তিনি জানান, আধার কার্ড করার জন্য বিভিন্ন ব্যাংক, ডাকঘর-সহ নানা সেন্টার আছে । সাধারণ মানুষ তাদের নিকটবর্তী কেন্দ্রে গিয়ে করে নিতে পারেন । এছাড়াও রক্সি বিল্ডিংয়ে কলকাতা পৌরনিগম বিশেষভাবে পরিষেবা দেওয়া জন্য আলাদা সেন্টার করেছে ।

পাশাপাশি বিশেষভাবে সক্ষমদের কেউ আধার বা স্বাস্থ্য সাথী করতে চাইলে 1947 ফোন করতে হবে ৷ বাড়ি গিয়ে পৌরনিগমের কর্মীরা পরিষেবা দেবেন । উল্লেখ্য, এই ফোন নম্বর আগে থাকলেও সেভাবে প্রকাশ করা হয়নি । ফলে এত দিন বিষয়টি জানতে পারেননি অনেকে ৷ এর জেরে এই পরিষেবা থেকে অধিকাংশ বিশেষভাবে সক্ষম মানুষজন বঞ্চিত ছিলেন ।

আরও পড়ুন: প্রতিটি ওয়ার্ডে স্যাটেলাইট হেলথ সেন্টার ! জমি চাইল কলকাতা পৌরনিগম

কলকাতা, 28 ফেব্রুয়ারি: বাড়িতে বসেই এবার মিলবে পরিষেবা ৷ ফোন করলে বাড়িতে এসে আধার ও স্বাস্থ্য সাথী কার্ড করে দেবে কলকাতা পৌরনিগম ৷ এই পরিষেবা পাবে বিশেষভাবে সক্ষমরা (KMC Service for Specially Abled) ৷ নম্বরটি হল 1947 । তাতে ফোন করে জানাতে হবে পরিষেবার জন্য ৷ বেশ কয়েক বছর যাবত ইউনিক আইডেন্টিটি নম্বর প্রতি নাগরিকের জন্য বাধ্যতামূলক করা হয়েছে । যা আছে আধার কার্ডে । আবার সম্প্রতি রাজ্যবাসীর স্বাস্থ্য পরিষেবায় পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্পের কার্ড হচ্ছে ।

এই পরিচয় পত্র করতে প্রতি কেন্দ্রে বিপুল ভিড় হচ্ছে । আবার দুয়ারে সরকার কর্মসূচিতে উপচে পড়ছে ভিড় । আমজনতারই নাভিশ্বাস উঠছে লাইনে দাঁড়িয়ে । সেখানে বিশেষভাবে সক্ষম মানুষজনের কথা তো দূরঅস্ত । ফলে প্রয়োজন থাকলেও হকের পাওনা থেকে বঞ্চিত থাকতে হচ্ছে । কিন্তু সে দিন এবার শেষ । এই আধার বা স্বাস্থ্য সাথী প্রকল্পের কার্ড করতে আর সমস্যায় পরতে হবে না বিশেষভাবে সক্ষমদের । কারণ কলকাতা পৌরনিগমের সামাজিক ক্ষেত্র বিভাগের তরফে জানানো হয়েছে, একটি বিশেষ নম্বর রয়েছে যেখানে ফোন করলে বাড়ি গিয়ে সেই পরিষেবা দেওয়া হবে । এই বিশেষ নম্বরটি হল 1947 ৷

সম্প্রতি কলকাতা পৌরনিগমের কাউন্সিলর কাকলি বাগ মাসিক অধিবেশনে প্রশ্ন করেন, যাঁরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা যাঁরা মানসিক, শারীরিকভাবে অক্ষম তাঁরা কীভাবে নির্দিষ্ট গন্তব্যে গিয়ে তাদের আধার কার্ড করাবে? এক্ষেত্রে তাদের সাহায্য করতে কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে? উত্তর দেন কলকাতা পৌরনিগমের সামাজিক ক্ষেত্রের ভারপ্রাপ্ত মেয়র পরিষদ সদস্য মিতালী বন্দ্যোপাধ্যায় । তিনি জানান, আধার কার্ড করার জন্য বিভিন্ন ব্যাংক, ডাকঘর-সহ নানা সেন্টার আছে । সাধারণ মানুষ তাদের নিকটবর্তী কেন্দ্রে গিয়ে করে নিতে পারেন । এছাড়াও রক্সি বিল্ডিংয়ে কলকাতা পৌরনিগম বিশেষভাবে পরিষেবা দেওয়া জন্য আলাদা সেন্টার করেছে ।

পাশাপাশি বিশেষভাবে সক্ষমদের কেউ আধার বা স্বাস্থ্য সাথী করতে চাইলে 1947 ফোন করতে হবে ৷ বাড়ি গিয়ে পৌরনিগমের কর্মীরা পরিষেবা দেবেন । উল্লেখ্য, এই ফোন নম্বর আগে থাকলেও সেভাবে প্রকাশ করা হয়নি । ফলে এত দিন বিষয়টি জানতে পারেননি অনেকে ৷ এর জেরে এই পরিষেবা থেকে অধিকাংশ বিশেষভাবে সক্ষম মানুষজন বঞ্চিত ছিলেন ।

আরও পড়ুন: প্রতিটি ওয়ার্ডে স্যাটেলাইট হেলথ সেন্টার ! জমি চাইল কলকাতা পৌরনিগম

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.