কলকাতা, 22 মার্চ: শহরজুড়ে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বেআইনি নির্মাণ (KMC Revenue Swells Up)। এ বার সেই বেআইনি নির্মাণ ভেঙে ফেলার বদলে জরিমানার বিনিময়ে রেগুলারাইজ করে চলতি অর্থবর্ষে 186 কোটি টাকা আয় করল কলকাতা পৌরনিগম । তবে টাকার বিনিময়ে রেগুলারাইজ করার কারণে মহানগরে আরও বেআইনি নির্মাণের প্রবণতা বৃদ্ধির আশঙ্কা করছে পৌরমহলের একাংশ (KMC News)। পাশাপশি বাড়ি বাড়ি নিকাশি সংযোগ দিয়ে গত বছরের তুলনায় তিন গুণ বেশি আয় করল কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation)।
খিদিরপুর, মেটিয়াবুরুজ, রাজাবাজার, কাশীপুর, বেহালা, যাদবপুর, কসবা - যে দিকেই চোখ যাবে মিলবে একাধিক বেআইনি বহুতল, বেআইনি নির্মাণ । এর জেরে যেমন বিপদ ঘটে মাঝেমধ্যেই, তেমনই আইনের মারপ্যাঁচে প্রচুর টাকা কর আয় থেকে বঞ্চিত থাকে কলকাতা পৌরনিগম । এ বার সেই সমস্যার সমাধানে বেআইনি অংশর উপর জরিমানা ধার্য করে কোষাগারে টাকা ঢোকাচ্ছে পৌরনিগম ।
ছোটখাটো বেআইনি নির্মাণকে শর্তসাপেক্ষে 'রেগুলারাইজ' করার আইন আছে । এ বার তাকে ব্যাপক অর্থে বাস্তবায়ন করেছে বিল্ডিং বিভাগ । আগামী অর্থবর্ষের (2023-24) বাজেট আলোচনায় সেই বিষয় আলোচিত হয়েছে । চলতি বছর (2022-23) বিল্ডিং বিভাগ 186 কোটি টাকা আদায় করেছে । গত অর্থবর্ষে (2021-22) এই টাকার পরিমাণ ছিল 106 কোটি টাকা । 80 কোটি টাকা অতিরিক্ত আয় হয়েছে এ বার ।
আরও পড়ুন: কর্পোরেশনের এক আধিকারিকের মাসিক চা-খরচ 35 হাজার !
এ বিষয়ে এক আধিকারিকের জানান, বছর 10 সময়কালে শহরজুড়ে বেড়েছে বেআইনি বাড়ি । ইতিমধ্যে জরিমানার আইন তৈরি হয়েছে । সেটা বাস্তবায়ন করতেই এই আয় । এখনও অবশ্য বেশ কয়েক কোটি বকেয়া আছে । আগামী বছর এই খাতে 2017 কোটি টাকা আদায়ের টার্গেট নিয়েছে কলকাতা পৌরনিগম কর্তৃপক্ষ ।
এ দিকে, শুধু বেআইনি নির্মাণ নয়, বাড়ি বাড়ি নিকাশি সংযোগ দিয়েও বেড়েছে আয় । প্রতি বছর 20 থেকে 30 শতাংশ বা সর্বোচ্চ 50 শতাংশ আয় বৃদ্ধি হয়, সেখানে চলতি অর্থবর্ষে (2022-23) তিন গুণ বেড়েছে আয় । কলকাতা পৌরনিগম সূত্রে খবর, বিগত অর্থবছরে (2021-22) এই খাতে 2 কোটি 20 লক্ষ টাকার কিছু বেশি আয় হয়েছিল । চলতি বছরে (2022-23) ধরা হয়েছিল আয় হবে, 4 কোটি 60 লক্ষ টাকা । কিন্তু দেখা যাচ্ছে জানুয়ারিতেই এই খাতে প্রায় 7 কোটি টাকা আয় হয়েছে । বিভিন্ন বাড়ি, বহুতল, আবাসন মিলিয়ে প্রায় 12 হাজার নতুন নিকাশি নালার সংযোগ দিয়েছে নিকাশি বিভাগ ।