ETV Bharat / state

KMC election 2021 : দলীয় নির্দেশ অমান্য ; তনিমা, সচ্চিদানন্দকে বহিষ্কার করল শাসকদল - তনিমা, সচ্চিদানন্দকে বহিষ্কার করল তৃণমূল

নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় দুই নেতাকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস (TMC expels two party leaders) ৷

KMC election 2021
তৃণমূল
author img

By

Published : Dec 8, 2021, 1:05 PM IST

Updated : Dec 8, 2021, 2:11 PM IST

কলকাতা, 8 ডিসেম্বর : দলের নির্দেশ সত্ত্বেও অবস্থান বদল না করায় বহিষ্কৃত হলেন তৃণমূলের দুই নেতা-নেত্রী সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায় ও তনিমা চট্টোপাধ্যায় । বুধবার সকালে দলের তরফে দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস কুমার জানান, এই দুইজন নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় তাঁদের দল থেকে বহিষ্কার করা হচ্ছে (TMC expels Tanima Chatterjee and Sachidananda Banerjee from Party) ।

প্রসঙ্গত, এবারের পৌরভোটে (KMC election 2021) টিকিট না পেয়ে 68 ও 72 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের বোন তথা তৃণমূল নেত্রী তনিমা চট্টোপাধ্যায় ও তৃণমূল নেতা সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায় । দলের তরফে মনোনয়ন প্রত্যাহারের অনুরোধ করা হলেও তাঁরা নিজেদের সিদ্ধান্তে অনড় থাকেন ৷

এই বিষয়ে আগেই মহারাষ্ট্র নিবাস হলের বৈঠক শেষে ফিরহাদ হাকিম জানান, এই দুই নেতার বিরুদ্ধে দলের শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নেবে । দলের অনুরোধ সত্ত্বেও প্রার্থী পদ প্রত্যাহার না করে তাঁরা অন্যায় করেছেন ।

এদিকে নির্দল প্রার্থী হিসেবে দেওয়া মনোনয়ন প্রত্যাহার না করলে দল থেকে বহিষ্কার করা হবে বলে আগেই বার্তা দিয়েছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । অবশেষে সেই সিদ্ধান্তই কার্যকর হল ।

আরও পড়ুন : Widows of Migrant Workers demand jobs : চাকরির দাবিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা নিহত পরিযায়ীদের স্ত্রীদের, আটকাল পুলিশ

আজ সকালে দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস কুমার জানান, তৃণমূলের এই দুই নেতাকে সারাজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে । অর্থাৎ ভবিষ্যতে আর তাঁদের দলে ফেরানোর কোনও সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে ।

এবার কলকাতা পৌরসভার ভোটে পুরোনো কাউন্সিলরদের অনেককেই টিকিট দেয়নি শাসকদল । সেই তালিকায় অন্যতম ছিলেন 72 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ও কলকাতা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায় । অন্যদিকে, 68 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী হিসেবে প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করা হয়। তিনি প্রচারেও নেমে পড়েন ৷ কিন্তু পরে তাঁর কাছ থেকে দলীয় প্রতীক ফেরত নিয়ে বিদায়ী কো-অর্ডিনেটর সুদর্শনা মুখোপাধ্যায়কে প্রার্থী করে তৃণমূল । দ্বন্দ্বের সূত্রপাত সেখান থেকেই । টিকিট না পেয়ে ক্ষুব্ধ হয়ে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন তাঁরা ।

উল্লেখ্য, মনোনয়ন প্রত্যাহারের বিষয়ে আগে থেকেই অনড় ছিলেন সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়, তনিমা চট্টোপাধ্যায় । নীতিগতভাবে পৌরভোটে লড়াই করছেন বলে জানান তাঁরা । মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পেরিয়ে গিয়েছে । গত সপ্তাহে পৌরভোট বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দেন, যাঁরা টিকিট পাননি, তাঁরা যদি অশান্তি করেন বা দলকে হারানোর চেষ্টা করেন, তাহলে ব্যবস্থা নেওয়া হবে । আর দলের নির্দেশ অমান্য করায় সচ্চিদানন্দ, তনিমাকে অবশেষে বহিষ্কারই করল তৃণমূল ।

আরও পড়ুন : Mahua Moitra writes letter to SEBI against Adani : বেআইনি মালিকানা বৈধ করানোর অভিযোগ, আদানিদের বিরুদ্ধে সেবিকে চিঠি মহুয়ার

কলকাতা, 8 ডিসেম্বর : দলের নির্দেশ সত্ত্বেও অবস্থান বদল না করায় বহিষ্কৃত হলেন তৃণমূলের দুই নেতা-নেত্রী সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায় ও তনিমা চট্টোপাধ্যায় । বুধবার সকালে দলের তরফে দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস কুমার জানান, এই দুইজন নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় তাঁদের দল থেকে বহিষ্কার করা হচ্ছে (TMC expels Tanima Chatterjee and Sachidananda Banerjee from Party) ।

প্রসঙ্গত, এবারের পৌরভোটে (KMC election 2021) টিকিট না পেয়ে 68 ও 72 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের বোন তথা তৃণমূল নেত্রী তনিমা চট্টোপাধ্যায় ও তৃণমূল নেতা সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায় । দলের তরফে মনোনয়ন প্রত্যাহারের অনুরোধ করা হলেও তাঁরা নিজেদের সিদ্ধান্তে অনড় থাকেন ৷

এই বিষয়ে আগেই মহারাষ্ট্র নিবাস হলের বৈঠক শেষে ফিরহাদ হাকিম জানান, এই দুই নেতার বিরুদ্ধে দলের শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নেবে । দলের অনুরোধ সত্ত্বেও প্রার্থী পদ প্রত্যাহার না করে তাঁরা অন্যায় করেছেন ।

এদিকে নির্দল প্রার্থী হিসেবে দেওয়া মনোনয়ন প্রত্যাহার না করলে দল থেকে বহিষ্কার করা হবে বলে আগেই বার্তা দিয়েছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । অবশেষে সেই সিদ্ধান্তই কার্যকর হল ।

আরও পড়ুন : Widows of Migrant Workers demand jobs : চাকরির দাবিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা নিহত পরিযায়ীদের স্ত্রীদের, আটকাল পুলিশ

আজ সকালে দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস কুমার জানান, তৃণমূলের এই দুই নেতাকে সারাজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে । অর্থাৎ ভবিষ্যতে আর তাঁদের দলে ফেরানোর কোনও সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে ।

এবার কলকাতা পৌরসভার ভোটে পুরোনো কাউন্সিলরদের অনেককেই টিকিট দেয়নি শাসকদল । সেই তালিকায় অন্যতম ছিলেন 72 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ও কলকাতা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায় । অন্যদিকে, 68 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী হিসেবে প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করা হয়। তিনি প্রচারেও নেমে পড়েন ৷ কিন্তু পরে তাঁর কাছ থেকে দলীয় প্রতীক ফেরত নিয়ে বিদায়ী কো-অর্ডিনেটর সুদর্শনা মুখোপাধ্যায়কে প্রার্থী করে তৃণমূল । দ্বন্দ্বের সূত্রপাত সেখান থেকেই । টিকিট না পেয়ে ক্ষুব্ধ হয়ে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন তাঁরা ।

উল্লেখ্য, মনোনয়ন প্রত্যাহারের বিষয়ে আগে থেকেই অনড় ছিলেন সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়, তনিমা চট্টোপাধ্যায় । নীতিগতভাবে পৌরভোটে লড়াই করছেন বলে জানান তাঁরা । মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পেরিয়ে গিয়েছে । গত সপ্তাহে পৌরভোট বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দেন, যাঁরা টিকিট পাননি, তাঁরা যদি অশান্তি করেন বা দলকে হারানোর চেষ্টা করেন, তাহলে ব্যবস্থা নেওয়া হবে । আর দলের নির্দেশ অমান্য করায় সচ্চিদানন্দ, তনিমাকে অবশেষে বহিষ্কারই করল তৃণমূল ।

আরও পড়ুন : Mahua Moitra writes letter to SEBI against Adani : বেআইনি মালিকানা বৈধ করানোর অভিযোগ, আদানিদের বিরুদ্ধে সেবিকে চিঠি মহুয়ার

Last Updated : Dec 8, 2021, 2:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.