কলকাতা, 12 ডিসেম্বর : কলকাতা পৌরনিগম নির্বাচন 2021’র (KMC Election 2021) প্রচার চলছে জোরকদমে । আর ভোটের আগে আজ শেষ রবিবার ৷ এই রবিবাসরীয় সকালে শহরবাসীর কাছে একটু অন্যরকম প্রতিফলন নিয়ে এল একটি লেখা ৷ লেখক শুধু কলকাতা বললে ভুল হবে, বাংলার মানুষের মণিকোঠায় উজ্জ্বল জ্যোতিষ্ক হয়ে থাকেন ৷ তিনি বিশিষ্ট কবি ও সাহিত্যকার জয় গোস্বামী ৷ আজ গত 30 বছরের বদলে যাওয়া কলকাতা নিয়ে কলম ধরেছেন এই বিশিষ্ট কবি (Joy Goswami Write a Column in Jagobangla) ৷ তাও আবার রাজ্যের শাসকদলের মুখপত্র জাগোবাংলায় ৷
এই কলামে জরাজীর্ণ শহরকে কীভাবে গত 10 বছরে তৃণমূল সরকার এবং তৃণমূল পরিচালিত পৌরবোর্ড সাজিয়ে তুলেছে, তা তুলে ধরেছেন জয় গোস্বামী ৷ তিনি লিখেছেন, ‘‘শেষ দশ বছরে এই রোগক্লিষ্ট শহরটার সেবা শুশ্ৰূষা অনেকটা হয়েছে বলেই এখন শহরটাকে সুন্দর লাগে ৷ দক্ষ চিকিৎসকের মতো এই শহরের রোগ নির্ণয় করে তার আরোগ্যের আয়োজন করেছে পুর প্রশাসন ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের পরিচালনায় ফিরহাদ হাকিমের মহানাগরিকত্বে এই কাজ হয়েছে , হচ্ছে ৷ এই শহরে এখন গগনচুম্বী ইমারতের সঙ্গে নানা জায়গায় সবুজের সমাহার। শুধু চোখের আরাম, শহরের সৌন্দর্যায়নেই সীমায়িত নয় এই কর্মধারা ৷ রাস্তাঘাটে চলাচলও অনেক সহজ হয়েছে, গতিময়তার সঙ্গে স্বাচ্ছন্দ্য এসেছে ৷ এটাও কিন্তু এই পুর প্রশাসনের কৃতিত্ব ৷’’
আরও পড়ুন : KMC Election 2021: পৌরভোটে ইস্তাহার নয় শ্বেতপত্র প্রকাশ করুক তৃণমূল, কটাক্ষ শুভেন্দুর
শহর কলকাতাকে সাজিয়ে তোলার প্রশংসা যেমন করেছেন ৷ তেমনি বর্ষার জলে শহরের সমস্যা উঠে এসেছে জয় গোস্বামীর লেখায় ৷ তিনি লিখেছেন, ‘‘তবে হ্যাঁ ৷ একটা ব্যাধির এখনও নিরাময় হয়নি ৷ এখনও বর্ষায় জল জমে কলকাতার রাস্তায় ৷ সর্বত্র নয় । কোনও কোনও জায়গায় ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় ফিরহাদ হাকিমের মহানাগরিকত্বে এই অসুখেরও শুশ্রুষা চলেছে এবং আমি নিশ্চিত তা সেরেও যাবে ৷ কলকাতা অচিরেই ব্যাধিমুক্ত হবে ৷’’
আরও পড়ুন : TMC Manifesto for KMC Election 2021 : পৌরভোটে তৃণমূলের ইস্তেহারে ‘কলকাতার 10 দিগন্ত’
এদিন জয় গোস্বামীর লেখায় উঠে এসেছে শহরের প্রাক্তন মেয়র প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের প্রসঙ্গও ৷ তিনি লিখেছেন, ‘‘কলকাতার মহানাগরিক তখন সুব্রত মুখোপাধ্যায় ৷ রবীন্দ্রসদনে আয়োজিত এক আলোচনাসভায় সুব্রতবাবুকে দেখেছিলাম ৷ বিভিন্ন কড়া কড়া প্রশ্নের মুখোমুখি মহানাগরিক ৷ কিন্তু উপস্থিত দর্শকবৃন্দকে উত্তর দিয়েছিলেন নরম গলায় ৷ অবাক হয়েছিলাম তাঁর তথ্যনির্ভর বাস্তব দৃষ্টিভঙ্গির প্রেক্ষিতে সুন্দরভাবে বিচার বিশ্লেষণ দেখে ৷ তাতে না ছিল কোনও উন্নাসিকতা, না ছিল কোনও দাম্ভিকতা ৷ বিস্মিত হয়েছিলাম এটা দেখে যে সুব্রত মুখোপাধ্যায় এই মহানগরীর ভূপৃষ্ঠের উপরিভাগের যত খোঁজখবর রাখেন, ভুগর্ভস্থ কলকাতার হালহকিকত সম্পর্কে ততটাই ওয়াকিবহাল ৷ কলকাতার উপরিভাগের অর্থাৎ পথঘাট, ট্রামলাইন, উদ্যান, গাড়ি চলাচলের ব্যবস্থা, আবর্জনার স্তূপ, এ সব সম্পর্কে যেমন তিনি সম্যকভাবে অবহিত, তেমনই তিনি খবর রাখেন মাটির নিচে কোথা দিয়ে জলনিকাশি ব্যবস্থা গিয়েছে, কোথায় কীভাবে গিয়েছে বিদ্যুতের তার, বর্জ্যের নিকাশি লাইন কোথা দিয়ে গিয়েছে সেসবও তাঁর নখদর্পণে ৷ কাজের প্রতি দায়বদ্ধতা আর মানুষের প্রতি দরদ না থাকলে এভাবে এ সব বিষয়ে জানা যায় না ৷ আসলে সেদিন সুব্রতবাবুর যে দক্ষতা দেখে অবাক হয়েছিলাম সেটা আসলে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব কর্মপ্রণালীর অংশ ৷’’
আরও পড়ুন : Congress-TMC : কেন বিজেপিকে এতদিন নিশ্চিন্তে থাকতে দিয়েছ, কংগ্রেসকে প্রশ্ন তৃণমূলের
এই লেখায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা (Writer Joy Goswami Praised Mamata Banerjee) করেছেন জয় গোস্বামী ৷ তিনি লিখেছেন, ‘‘জননেত্রী এভাবেই সবকিছুর খুঁটিনাটি মনে রাখেন, আর পাখির চোখ করেন মানুষের উন্নয়নকে ৷ রাজ্যে যখন মা-মাটি-মানুষের সরকার এল, আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক হাসপাতাল পরিদর্শন শুরু করলেন ৷ খাদ্য দফতরে গিয়ে দেখলেন পাহাড়প্রমাণ ফাইলের স্তূপ ৷ সেখানকার সুবিধা-অসুবিধা দেখলেন ৷ কাজ শুরু হল ৷ আর আজ সেই নিরীক্ষণের ফসল হিসেবে আমরা পাচ্ছি দুয়ারে সরকার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী ইত্যাদি নানা জনকল্যাণকর প্রকল্প ৷ আজ তিনি জনমুখী কর্মকাণ্ডের রূপায়ণের বিষয়ে দেশকে নেতৃত্ব দিচ্ছেন । থেমে থাকা তাঁর স্বভাব নয় । সুতরাং, তাঁর দলের পুরপ্রতিনিধি থেকে মহানাগরিক, সবাই এভাবেই শহরের নাগরিকদের যাবতীয় সমস্যা দূর করতে প্রাণপণ চেষ্টা করবেন, সে কথা বলাই বাহুল্য ৷’’ এ দিন কবি, সাহিত্যিক জয় গোস্বামীর কলমের প্রতিটি ছত্রে কলকাতা পৌরনিগমের ভাল কাজের প্রশংসা ফুটে উঠেছে ৷ মোটের উপর এই লেখা পৌর পরিষেবায় তৃণমূলের প্রশস্তি ছাড়া আর কিছু নয় ৷