কলকাতা, 19 ডিসেম্বর : কলকাতা পৌরনির্বাচনে (KMC election 2021) পোলিং বুথে তাঁর দেহরক্ষীদের প্রবেশের অনুমতি না-থাকায় ঠারেঠোরে নিজের অসন্তোষ প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ আজ ভোট দিতে গিয়ে নিজেই তিনি সেই প্রসঙ্গে বলেন, কমিশনের নির্দেশ অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেহরক্ষীর বুথে প্রবেশের অনুমতি রয়েছে ৷ কিন্তু তাঁর দেহরক্ষীকে সেই অনুমতি দেয়নি কমিশন ৷ তবে ভোটে হিংসার প্রসঙ্গে প্রতিক্রিয়া দেওয়া থেকে বিরত থাকেন রাজ্যপাল ৷
আজ প্রিন্সিপাল অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের অফিসে স্ত্রী সুদেশ ধনকড়কে নিয়ে ভোটদান করেন রাজ্যপাল (Jagdeep Dhankhar on KMC election 2021)৷ সেই সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "গতকাল রাতে রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস নির্দেশ জারি করে জানান, পোলিং বুথে শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা রক্ষীদের প্রবেশের অনুমতি রয়েছে ৷ রাজ্যপালের নিরাপত্তা রক্ষীরও সেই অনুমতি নেই ৷ আপনারা দেখেছেন, আমি আইন মেনে আমার নিরাপত্তা রক্ষীদের বুথের বাইরে থাকার নির্দেশ দিয়েছি ৷ সবারই আইন মেনে চলা উচিত ৷"
কলকাতা পৌরনির্বাচনে হিংসার ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে আগের নির্বাচনের হিংসার ঘটনা টেনে আনেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar casts his vote)৷ তবে ভোট চলাকালীন এ বারের হিংসা নিয়ে মন্তব্য এড়িয়ে গিয়েছেন তিনি ৷ হিংসা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাজ্যপাল বলেন, "প্রজাতান্ত্রিক ব্যবস্থায় শান্তিপূর্ণ ভোটদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ প্রজাতন্ত্র ব্যবস্থায় যাতে ভোটারদের মনে কোনও ভয় না-থাকে, সেটা নিশ্চিত করা অত্যন্ত আবশ্যিক ৷ রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে আমি দু'বার ডেকেছিলাম ৷ তাঁকে বলেছিলাম, ভোট যাতে শান্তিপূর্ণ হয়, ভয়হীন হয় এবং প্রশাসন যাতে সেখানে নাক গলায়, সেটা নিশ্চিত করতে ৷ কিন্তু দীর্ঘ সময় ধরে আমরা দেখে এসেছি সে কথা মানা হয়নি বলে তা আমাদের কষ্টদায়ক হয়েছে ৷"
আরও পড়ুন: KMC Election 2021 : তৃণমূলের বিরুদ্ধে বহিরাগতদের দিয়ে বুথ দখলের অভিযোগ মীনাদেবী পুরোহিতের
এ কথা বলতে গিয়ে আগের নির্বাচনে হিংসা প্রসঙ্গ তুলে রাজ্যপাল বলেন, 2018 সালের পঞ্চায়েত ভোট, 2019 সালে লোকসভা ভোটে অনেক ঘটনা ঘটেছে ৷ সাম্প্রতিক বিধানসভা ভোট নিয়েও মানবাধিকার কমিশন অনেক কিছু বলেছে ৷ তবে এখন ভোট চলছে, তাই এ বিষয়ে তিনি আর কিছু বলতে চান না বলে জানান রাজ্যপাল ৷