কলকাতা, 27 মে : শহরের পৌরবাজারগুলির এবার দোকানদারদেরই রক্ষণাবেক্ষণের খরচ বহন করতে হবে । এই বিষয় আগেই সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা পৌরনিগমের বাজার বিভাগ (Kolkata Municipal Corporation) । এবার কত টাকা দিতে হবে তা জানালেন মেয়র পারিষদের সদস্য আমিরুদ্দিন ববি । সব বাজার সংগঠনের সঙ্গে বৈঠক করে ঠিক হয় প্রতি বর্গফুটে 14 থেকে 15 টাকা দিতে হবে । যদিও এই বিষয় আরও কয়েক ধাপ বৈঠক করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ।
বেশ কয়েকটি পৌরবাজারে সংস্কার প্রয়োজন হলেও সেই কাজে অনেক সময় এগোচ্ছে না আর্থিক সঙ্কটের করণে । নিয়মিত রক্ষণাবেক্ষণ না হওয়ার ফলে বহু জায়গায় বড় কাজ করার প্রয়োজন হয় । প্রতি বছর শহরের 47টি বাজারের নিয়মিত দেখভালের পিছনে প্রায় দেড় কোটি টাকা খরচ হয় । নিয়মিত বাজার ধোয়ানো, ঝাঁট দেওয়া থেকে শুরু করে নিরাপত্তারক্ষীর খরচ-সহ টুকটাক বাল্ব, টিউব লাগানোর খরচ ধরা রয়েছে সেখানে ।
আরও পড়ুন : কলকাতার পৌর কর্মচারীদের বকেয়া ডিএ দিতে প্রয়োজন 500 কোটি টাকা !
এবার সেই পথে আর হাঁটবে না পৌরনিগম । দোকানদারদের দিতে হবে রক্ষণাবেক্ষণ করার টাকা । বাজার বিভাগের মেয়র পারিষদ আমিরুদ্দিন ববি, ছাড়াও এই বৈঠকে ছিলেন পৌর কমিশনার বিনোদ কুমার, বাজার বিভাগের আধিকারিক মুকুলরঞ্জন বারুই । আমিরুদ্দিন ববি বলেন, "ওদের রক্ষণাবেক্ষণ খরচ এই হারে দিতে বলা হয়েছে । এটাই চূড়ান্ত নয় । ওরা এর থেকে কমে চাইলে নিজেরা করতে পারেন । যদি সমস্যা হয় আধিকারিকদের সঙ্গে আলোচনা করতে পারেন । ওদের সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে ।"