ETV Bharat / state

Power Theft: বিদ্যুৎচুরির জন্য মৃত্যুতে অভিযুক্তের বিরুদ্ধে 307 ধারা দেওয়ার সিদ্ধান্ত কলকাতা পৌরনিগমের - বিদ্যুৎচুরিতে মৃত্যু হলে খুনের চেষ্টার মামলা

কলকাতাজুড়ে বেড়ে চলেছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর সংখ্যা ৷ সেই বিষয়টি নিয়ে বৈঠকে নয়া সিদ্ধান্ত নিল কলকাতা পৌরনিগম ৷ বিদ্যুৎচুরির কারণে মৃত্যু হলে অভিযুক্তের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারা দেওয়ার সিদ্ধান্ত কলকাতা পৌরনিগমের ৷

ETV Bharat
প্রতীকী ছবি
author img

By

Published : May 17, 2023, 11:01 PM IST

কলকাতা, 17 মে: একবালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দু'জনের মৃত্যু ও একজন আশঙ্কাজনক অবস্থায় ভর্তি । খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এর পরেই নড়েচড়ে বসল পুলিশ প্রশাসন । বিদ্যুৎ চুরি অর্গানাইজ সিন্ডিকেট ঠেকাতে কঠোর পদক্ষেপের পরিকল্পনা নেওয়া হল কলকাতা কর্পোরেশনের বৈঠকে । বুধবার এই বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, পৌর কমিশনার বিনোদ কুমার, কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, কর্পোরেশনের আধিকারিক ও সিইএসসি । সেখানেই এই পরিকল্পনা হয় ।

এদিন কর্পোরেশন সূত্রে জানা গিয়েছে, একটা জয়েন্ট টিম তৈরি হচ্ছে । যে টিমে থাকবে সিইএসসি, কর্পোরেশনের আলোক বিভাগ ও পুলিশ । শহরের প্রতিটা বাতিস্তম্ভ পরীক্ষা করে দেখবে তারা । কোনও জায়গায় আর্থিং সমস্যা বা লাইন শট আছে কি না, তাও খতিয়ে দেখবে ।

এদিন মেয়র ফিরহাদ হাকিম বলেন, "বিদ্যুৎ চুরি রুখতে পুলিশকে নিয়ে একটা টিম হচ্ছে । যারা অর্গানাইজ সিন্ডিকেট চালায় বিদ্যুৎ চুরি করার পর তা বিক্রি করে তাদের প্রতি কঠোর মনোভাব নেবে । যে অভিযোগগুলো সিইএসসির তরফে করা হবে বিদ্যুৎ আইন অনুসারে যাতে তাদের শাস্তি হয় সেই ব্যবস্থা করবে । এমন শাস্তি নয় যে, আজ গ্রেফতার হলে কাল জামিন পেয়ে যাবে । যারা বিদ্যুৎ চুরি করেছে বা যাদের জন্য মৃত্যুগুলো হয়েছে তাদের ক্ষেত্রে খুনের চেষ্টার ধারা 307 দেওয়া যায় কি না তাও পুলিশ দেখবে । বিভিন্ন এলাকায় একটা জয়েন্ট ভিজিট করবে থানা থেকে । পুলিশ কমিশনার নিজে একটা টিম করবেন । তাতে যুগ্ম কমিশনার সদর নেতৃত্বে দেবেন । যেখানে কিছু পকেটে সিইএসসিকে সাপোর্ট করবে থানা । যে সমস্ত জায়গায় ট্র্যাডিশনাল বিদ্যুৎ চুরি হয় সেই জায়গাগুলিতে বিশেষভাবে নজর দেওয়া হবে ৷

উল্লেখ্য, বিগত বেশ কয়েকবছর বর্ষার সময় কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর একাধিক ঘটনা ঘটেছে । তারপরে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানানো হলেও পরে তার কোনও দেখা মেলেনি । এক সংস্থা অন্যের উপর দায় ঠেলেই হাত গুটিয়েছে । এবার দেখা যাক ব্যবস্থা সত্যিই নেওয়া হয় কি না ৷

আরও পড়ুন : বিদ্যুৎ চুরি ঠেকাতে বিধায়কদের সহযোগিতা চাইলেন মন্ত্রী

কলকাতা, 17 মে: একবালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দু'জনের মৃত্যু ও একজন আশঙ্কাজনক অবস্থায় ভর্তি । খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এর পরেই নড়েচড়ে বসল পুলিশ প্রশাসন । বিদ্যুৎ চুরি অর্গানাইজ সিন্ডিকেট ঠেকাতে কঠোর পদক্ষেপের পরিকল্পনা নেওয়া হল কলকাতা কর্পোরেশনের বৈঠকে । বুধবার এই বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, পৌর কমিশনার বিনোদ কুমার, কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, কর্পোরেশনের আধিকারিক ও সিইএসসি । সেখানেই এই পরিকল্পনা হয় ।

এদিন কর্পোরেশন সূত্রে জানা গিয়েছে, একটা জয়েন্ট টিম তৈরি হচ্ছে । যে টিমে থাকবে সিইএসসি, কর্পোরেশনের আলোক বিভাগ ও পুলিশ । শহরের প্রতিটা বাতিস্তম্ভ পরীক্ষা করে দেখবে তারা । কোনও জায়গায় আর্থিং সমস্যা বা লাইন শট আছে কি না, তাও খতিয়ে দেখবে ।

এদিন মেয়র ফিরহাদ হাকিম বলেন, "বিদ্যুৎ চুরি রুখতে পুলিশকে নিয়ে একটা টিম হচ্ছে । যারা অর্গানাইজ সিন্ডিকেট চালায় বিদ্যুৎ চুরি করার পর তা বিক্রি করে তাদের প্রতি কঠোর মনোভাব নেবে । যে অভিযোগগুলো সিইএসসির তরফে করা হবে বিদ্যুৎ আইন অনুসারে যাতে তাদের শাস্তি হয় সেই ব্যবস্থা করবে । এমন শাস্তি নয় যে, আজ গ্রেফতার হলে কাল জামিন পেয়ে যাবে । যারা বিদ্যুৎ চুরি করেছে বা যাদের জন্য মৃত্যুগুলো হয়েছে তাদের ক্ষেত্রে খুনের চেষ্টার ধারা 307 দেওয়া যায় কি না তাও পুলিশ দেখবে । বিভিন্ন এলাকায় একটা জয়েন্ট ভিজিট করবে থানা থেকে । পুলিশ কমিশনার নিজে একটা টিম করবেন । তাতে যুগ্ম কমিশনার সদর নেতৃত্বে দেবেন । যেখানে কিছু পকেটে সিইএসসিকে সাপোর্ট করবে থানা । যে সমস্ত জায়গায় ট্র্যাডিশনাল বিদ্যুৎ চুরি হয় সেই জায়গাগুলিতে বিশেষভাবে নজর দেওয়া হবে ৷

উল্লেখ্য, বিগত বেশ কয়েকবছর বর্ষার সময় কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর একাধিক ঘটনা ঘটেছে । তারপরে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানানো হলেও পরে তার কোনও দেখা মেলেনি । এক সংস্থা অন্যের উপর দায় ঠেলেই হাত গুটিয়েছে । এবার দেখা যাক ব্যবস্থা সত্যিই নেওয়া হয় কি না ৷

আরও পড়ুন : বিদ্যুৎ চুরি ঠেকাতে বিধায়কদের সহযোগিতা চাইলেন মন্ত্রী

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.