ETV Bharat / state

KMC Gardeners Agitation: বকেয়া বেতনের দাবিতে ডিজির ঘরের সামনে বিক্ষোভ কলকাতা পৌরনিগমের চুক্তিভিত্তিক মালিদের - বিক্ষোভ মালিদের

বকেয়া বেতনের দাবিতে আজ উদ্যান বিভাগের ডিজির ঘরের সামনে বিক্ষোভ দেখালেন কলকাতা পৌরনিগমের চুক্তিভিত্তিক মালিরা (KMC Gardeners Agitation)৷

KMC Gardeners Agitation ETV Bharat
বিক্ষোভ কলকাতা পৌরনিগমের চুক্তিভিত্তিক মালিদের
author img

By

Published : Mar 27, 2023, 3:33 PM IST

কলকাতা, 27 মার্চ: বেতন নিয়ে ফের টালমাটাল অবস্থা কলকাতা পৌরনিগমে (KMC Gardeners Agitation)। চুক্তিভিত্তিক মালিরা প্রায় তিন মাস ধরে বেতন পাচ্ছেন না । বকেয়া বেতন দেওয়ার দাবির সঙ্গেই ঠিকা সংস্থাকে বাতিলের দাবিতে এ বার সরব তাঁরা ৷ এই নিয়ে আজ উদ্যান বিভাগের ডিজির ঘরের সামনে বিক্ষোভ দেখালেন চুক্তিভিত্তিক মালিরা ৷

পিএফ ও ইএসআই কেটে মাসে মেলে 8-8500 টাকা বেতন । মূল্যবৃদ্ধির বাজারে এই টাকা দিয়ে সংসার চলে না । তার উপর বেতন বন্ধ তিন মাস । ক্রমশ জড়াতে হচ্ছে দেনার দায়ে । তাই এ বার বাধ্য হয়ে বেতনের দাবিতে বিক্ষোভ দেখালেন কলকাতা পৌরনিগমের চুক্তিভিত্তিক মালিরা ৷ সোমবার তাঁরা দেখা করলেন উদ্যান বিভাগের ডিজি কমল সরকারের সঙ্গে ।

এ দিন দুপুরে কলকাতা পৌরনিগমের (Kolkata Corporation News) কেন্দ্রীয় ভবনে তালাশের সামনে থেকে মালিরা বিক্ষোভ মিছিল শুরু করেন । বকেয়া বেতন মেটানোর দাবিতে স্লোগান দেন । পিএফ এবং ইএসআই-এর টাকা নির্দিষ্ট সময়ে জমা দেওয়ার দাবি করেন তাঁরা । প্ল্যাকার্ড বুকে টাঙিয়ে করা হয় মিছিল । কেন্দ্রীয় পৌর ভবনের চারপাশ ঘুরে মিছিল গিয়ে পৌঁছয় ডিজির ঘরের সামনে । এক আধিকারিকের ঘরের সামনেও বিক্ষোভ দেখানো হয় ।

বিক্ষোভকারীদের দুই প্রতিনিধি যান ডিজির সঙ্গে দেখা করতে । বেরিয়ে এসে তাঁরা জানান, তাঁদের সমস্যা নিয়ে কথা হয়েছে । ডিজি বিষয়টি পৌর কমিশনার বিনোদ কুমার ও উদ্যান বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ দেবাশিস কুমারকে জানাবেন বলেছেন । দ্রুত সমাধানের চেষ্টা করা হবে বলে আশ্বাস মিলেছে ৷

আরও পড়ুন: পার্কিং টেন্ডারে কারচুপি ঠেকাতে অ্যাপের মাধ্যমে আবেদন, জানালেন ফিরহাদ

উল্লেখ্য, যে সংস্থার বিরুদ্ধে বেতন না দেওয়ার অভিযোগ, তাঁদের একটি আইনি জটিলতায় ব্যাংকের অ্যাকাউন্ট আদালতের নির্দেশে বন্ধ রয়েছে । তাই বেতনে বিলম্ব । তবে সম্প্রতি অল্প করে প্রত্যেককে টাকা দেওয়া হয়েছে । পৌর কর্তৃপক্ষের তরফে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে যে কীভাবে দ্রুত মলিদের বেতন মিটিয়ে দেওয়া যায় ।

মালি সুশীল হালদার বলেন, "ফুলের মেলায় মেতে ছিল পৌরনিগম । সেই ফুল আমদের হতেই তৈরি হয়েছে । অথচ বেতন পাচ্ছি না । আমরা গাছকে শিশুর মতো ভালোবাসি ৷ তাই টাকা না পেয়েও কোনও মতে কাজ করে চলেছি । কিন্তু এ ভাবে বেশি দিন হয় না । অবিলম্বে মিটিয়ে দিক বকেয়া । বেতন নিয়মিত করুক । পিএফ, ইএসআই-এর টাকা নিয়মিত জমা করুক ।"

কলকাতা, 27 মার্চ: বেতন নিয়ে ফের টালমাটাল অবস্থা কলকাতা পৌরনিগমে (KMC Gardeners Agitation)। চুক্তিভিত্তিক মালিরা প্রায় তিন মাস ধরে বেতন পাচ্ছেন না । বকেয়া বেতন দেওয়ার দাবির সঙ্গেই ঠিকা সংস্থাকে বাতিলের দাবিতে এ বার সরব তাঁরা ৷ এই নিয়ে আজ উদ্যান বিভাগের ডিজির ঘরের সামনে বিক্ষোভ দেখালেন চুক্তিভিত্তিক মালিরা ৷

পিএফ ও ইএসআই কেটে মাসে মেলে 8-8500 টাকা বেতন । মূল্যবৃদ্ধির বাজারে এই টাকা দিয়ে সংসার চলে না । তার উপর বেতন বন্ধ তিন মাস । ক্রমশ জড়াতে হচ্ছে দেনার দায়ে । তাই এ বার বাধ্য হয়ে বেতনের দাবিতে বিক্ষোভ দেখালেন কলকাতা পৌরনিগমের চুক্তিভিত্তিক মালিরা ৷ সোমবার তাঁরা দেখা করলেন উদ্যান বিভাগের ডিজি কমল সরকারের সঙ্গে ।

এ দিন দুপুরে কলকাতা পৌরনিগমের (Kolkata Corporation News) কেন্দ্রীয় ভবনে তালাশের সামনে থেকে মালিরা বিক্ষোভ মিছিল শুরু করেন । বকেয়া বেতন মেটানোর দাবিতে স্লোগান দেন । পিএফ এবং ইএসআই-এর টাকা নির্দিষ্ট সময়ে জমা দেওয়ার দাবি করেন তাঁরা । প্ল্যাকার্ড বুকে টাঙিয়ে করা হয় মিছিল । কেন্দ্রীয় পৌর ভবনের চারপাশ ঘুরে মিছিল গিয়ে পৌঁছয় ডিজির ঘরের সামনে । এক আধিকারিকের ঘরের সামনেও বিক্ষোভ দেখানো হয় ।

বিক্ষোভকারীদের দুই প্রতিনিধি যান ডিজির সঙ্গে দেখা করতে । বেরিয়ে এসে তাঁরা জানান, তাঁদের সমস্যা নিয়ে কথা হয়েছে । ডিজি বিষয়টি পৌর কমিশনার বিনোদ কুমার ও উদ্যান বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ দেবাশিস কুমারকে জানাবেন বলেছেন । দ্রুত সমাধানের চেষ্টা করা হবে বলে আশ্বাস মিলেছে ৷

আরও পড়ুন: পার্কিং টেন্ডারে কারচুপি ঠেকাতে অ্যাপের মাধ্যমে আবেদন, জানালেন ফিরহাদ

উল্লেখ্য, যে সংস্থার বিরুদ্ধে বেতন না দেওয়ার অভিযোগ, তাঁদের একটি আইনি জটিলতায় ব্যাংকের অ্যাকাউন্ট আদালতের নির্দেশে বন্ধ রয়েছে । তাই বেতনে বিলম্ব । তবে সম্প্রতি অল্প করে প্রত্যেককে টাকা দেওয়া হয়েছে । পৌর কর্তৃপক্ষের তরফে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে যে কীভাবে দ্রুত মলিদের বেতন মিটিয়ে দেওয়া যায় ।

মালি সুশীল হালদার বলেন, "ফুলের মেলায় মেতে ছিল পৌরনিগম । সেই ফুল আমদের হতেই তৈরি হয়েছে । অথচ বেতন পাচ্ছি না । আমরা গাছকে শিশুর মতো ভালোবাসি ৷ তাই টাকা না পেয়েও কোনও মতে কাজ করে চলেছি । কিন্তু এ ভাবে বেশি দিন হয় না । অবিলম্বে মিটিয়ে দিক বকেয়া । বেতন নিয়মিত করুক । পিএফ, ইএসআই-এর টাকা নিয়মিত জমা করুক ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.