ETV Bharat / state

Plastic Carry Bag Banned: শুরু হল 75 মাইক্রনের নীচে প্লাস্টিক ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান - কলকাতা পৌরনিগমের মেয়র্স গেট থেকে শুরু হয় এই অভিযান

বুধবার থেকে কলকাতায় শুরু হয়েছে 75 মাইক্রনের নীচে প্লাস্টিক ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান (KMC Campaign Against Plastic Users Below 75 Microns)। পৌরনিগমের সামনে নিউ মার্কেট চত্বরে শুরু হয় এই অভিযান। নেতৃত্বে ছিলেন কলকাতা পৌরনিগমের পরিবেশ বিভাগের মেয়র পারিষদ স্বপন সমাদ্দার ৷ সঙ্গে ছিলেন 6 নম্বর বরোর চেয়ারম্যান সানা আহমেদ।

Carry Bag Banned
প্লাস্টিক ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান
author img

By

Published : Jul 6, 2022, 10:51 PM IST

কলকাতা, 6 জুলাই: প্লাস্টিক নিয়ে কেন্দ্রর কঠোর আইনের দাবি জানালেন কলকাতা পৌরনিগমের মেয়র পারিষদ স্বপন সমাদ্দার (KMC Campaign Against Plastic Users Below 75 Microns) ৷

কলকাতা পৌরনিগমের মেয়র্স গেট থেকে শুরু হয় এই অভিযান। সেখানেই কেন্দ্রের তরফে এ বিষয়ে কঠোর আইন তৈরির কথা জানান তিনি। এদিন অভিযানে গিয়ে ব্যবসায়ীদের কড়া বার্তা দেন স্বপন সমাদ্দার। 75 মাইক্রনের নীচে প্লাস্টিক নিয়ে ব্যবসায়ীদের হাতে দেওয়া হয় কাপড়ের ব্যাগ। এদিনও নিউ মার্কেট এলাকার বেশ কিছু দোকানে 75 মাইক্রনের নীচে প্লাস্টিক ব্যবহার করতে দেখেন কলকাতা পৌরনিগমের টিমের আধিকারিক ও মেয়র পারিষদ। সঙ্গে সঙ্গে স্বপন সমাদ্দার অনুরোধ করেন ব্যবসায়ীদের প্লাস্টিক ফিরিয়ে দিতে। পৌরসভার আধিকারিকদের হাতে প্লাস্টিক তুলে দিয়ে কাপড়ের ব্যাগ নেন ব্যবসায়ীরা।

প্লাস্টিক নিয়ে কেন্দ্রর কঠোর আইনের দাবি জানালেন কলকাতা পৌরনিগমের মেয়র পারিষদ স্বপন সমাদ্দার

আরও পড়ুন : 100 নয়, কলকাতায় 75 মাইক্রনের নীচে প্লাস্টিক নিষিদ্ধ, অভিযান শুরু বুধবার থেকে

এই নিয়ে স্বপন সমাদ্দার বলেন, "সচেতনতার অভিযান শুধু করলেই হবে না। এর জন্য কেন্দ্রীয় সরকারকেও উদ্যোগ নিতে হবে। কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে একটা কড়া সিদ্ধান্ত নিলে তবেই এই প্লাস্টিক ব্যবহার বন্ধ করা যাবে।" তিনি আরও বলেন, "দীর্ঘদিনের অভ্যাস হয়ে গিয়েছে এই ধরনের প্লাস্টিক ব্যবহারের। তাই এই অভ্যাস বদলাতে কিছুটা সময় লাগবে। তবে এই ধরনের প্লাস্টিক থার্মোকল-সহ ক্ষতিকারক প্লাস্টিক নিষিদ্ধ করতে হলে রাজ্য সরকারের সহযোগিতায় কেন্দ্রীয় সরকারকেই কড়া পদক্ষেপ নিতে হবে।"

কলকাতা, 6 জুলাই: প্লাস্টিক নিয়ে কেন্দ্রর কঠোর আইনের দাবি জানালেন কলকাতা পৌরনিগমের মেয়র পারিষদ স্বপন সমাদ্দার (KMC Campaign Against Plastic Users Below 75 Microns) ৷

কলকাতা পৌরনিগমের মেয়র্স গেট থেকে শুরু হয় এই অভিযান। সেখানেই কেন্দ্রের তরফে এ বিষয়ে কঠোর আইন তৈরির কথা জানান তিনি। এদিন অভিযানে গিয়ে ব্যবসায়ীদের কড়া বার্তা দেন স্বপন সমাদ্দার। 75 মাইক্রনের নীচে প্লাস্টিক নিয়ে ব্যবসায়ীদের হাতে দেওয়া হয় কাপড়ের ব্যাগ। এদিনও নিউ মার্কেট এলাকার বেশ কিছু দোকানে 75 মাইক্রনের নীচে প্লাস্টিক ব্যবহার করতে দেখেন কলকাতা পৌরনিগমের টিমের আধিকারিক ও মেয়র পারিষদ। সঙ্গে সঙ্গে স্বপন সমাদ্দার অনুরোধ করেন ব্যবসায়ীদের প্লাস্টিক ফিরিয়ে দিতে। পৌরসভার আধিকারিকদের হাতে প্লাস্টিক তুলে দিয়ে কাপড়ের ব্যাগ নেন ব্যবসায়ীরা।

প্লাস্টিক নিয়ে কেন্দ্রর কঠোর আইনের দাবি জানালেন কলকাতা পৌরনিগমের মেয়র পারিষদ স্বপন সমাদ্দার

আরও পড়ুন : 100 নয়, কলকাতায় 75 মাইক্রনের নীচে প্লাস্টিক নিষিদ্ধ, অভিযান শুরু বুধবার থেকে

এই নিয়ে স্বপন সমাদ্দার বলেন, "সচেতনতার অভিযান শুধু করলেই হবে না। এর জন্য কেন্দ্রীয় সরকারকেও উদ্যোগ নিতে হবে। কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে একটা কড়া সিদ্ধান্ত নিলে তবেই এই প্লাস্টিক ব্যবহার বন্ধ করা যাবে।" তিনি আরও বলেন, "দীর্ঘদিনের অভ্যাস হয়ে গিয়েছে এই ধরনের প্লাস্টিক ব্যবহারের। তাই এই অভ্যাস বদলাতে কিছুটা সময় লাগবে। তবে এই ধরনের প্লাস্টিক থার্মোকল-সহ ক্ষতিকারক প্লাস্টিক নিষিদ্ধ করতে হলে রাজ্য সরকারের সহযোগিতায় কেন্দ্রীয় সরকারকেই কড়া পদক্ষেপ নিতে হবে।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.