ETV Bharat / state

KMC Bond: হাজার কোটি তোলার লক্ষ্য নিয়ে বাজারে আসছে কলকাতা কর্পোরেশনের বন্ড - কলকাতা কর্পোরেশনের কোষাগার

বাজারে আসছে কলকাতা কর্পোরেশনের বন্ড ৷ বাজার থেকে হাজার কোটি টাকা তোলার লক্ষ্য নিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে কর্পোরেশনের তরফে ৷

KMC Bond
কলকাতা কর্পোরেশন
author img

By

Published : Jun 15, 2023, 7:52 AM IST

Updated : Jun 15, 2023, 11:56 AM IST

কলকাতা, 15 জুন: আয় বাড়লেও ব্যয়ের ঠেলায় টলমল কলকাতা কর্পোরেশনের কোষাগার। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবার নজিরবিহীন পদক্ষেপ নিতে চলেছে কর্পোরেশন কর্তৃপক্ষ। কর্পোরেশন সূত্রে খবর, পুঁজির জোগাড় করতে এবার বাজারে বন্ড ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ব ভারতে এই প্রথম কোনও মিউনিসিপাল কর্পোরেশন বাজার থেকে বন্ড বিক্রি করে টাকা তুলতে চলেছে।

কর্পোরেশন সূত্রে খবর, এই বন্ড বাজারে ছাড়ার জন্য দ্রুততার সঙ্গে কাজ চালাচ্ছে কর্তৃপক্ষ। চলতি বছরের শেষের দিকে অর্থাৎ অক্টোবর, নভেম্বর মাস নাগাদ বাজারে আসতে পারে 'কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন বন্ড।' তিন ধাপে এই বন্ড বাজারে ছাড়া হবে। প্রতি ধাপে বন্ড বিক্রি করে বাজার থেকে মোট 1 হাজার 50 কোটি টাকা তুলবে কর্পোরেশন। তবে পৌর পরিষেবা প্রদানকারী সংস্থার ক্ষেত্রে বাণিজ্যিক এই বিষয় কীভাবে করা সম্ভব তা ঠিক করতে একটি পরামর্শদাতা বা উপদেষ্টা সংস্থা নিয়োগ করছে কলকাতা কর্পোরেশন।

আর সেই জন্য দেশের সব থেকে বড় রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের 'ক্যাপিটাল ম্যানেজমেন্ট' শাখার সঙ্গে আলোচনা চালাচ্ছে পৌর কর্তৃপক্ষ। বন্ড বাজারে আনার জন্য কলকাতা কর্পোরেশন বেশ কিছু আর্থিক নিয়ম ও পদ্ধতির মধ্যে দিয়ে গিয়েছে। সেগুলো হল, কলকাতা কর্পোরেশন-সহ রাজ্যের 6টি কর্পোরেশনের ক্রেডিট রেটিং করানো হয়েছে একটি সংস্থাকে দিয়ে। এই রেটিং না-করলে বাজারে বন্ড আনা সম্ভব নয়। চলতি অর্থবর্ষের শুরুতেই সেই রেটিং কাজ হয়ে গিয়েছে।

আরও পড়ুন: প্রতি বছর নাগরিকদের বাড়বে 5 শতাংশ করে কর, নিয়ম লাগু কেএমসি'র

এই বন্ড বাজারে এলে কর্পোরেশনের সিভিল স্কোর বৃদ্ধি পাবে। বিভিন্ন সরকারি বেসরকারি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের থেকে ঋণ পাওয়ার ক্ষেত্রে সুগম হবে। এই বিষয়ে কলকাতা কর্পোরেশনের এক উচ্চপদস্থ কর্তা বলেন, "বিষয়টি বাস্তবায়িত করতে হলে দরকার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং সেবির অনুমোদন। বন্ড ছাড়া হবে 5, 7 ও 10 বছর মেয়াদের। রাজ্যের অর্থ দফতর এই সম্পর্কে রিপোর্ট চেয়েছে সেটা বিস্তারিত পাঠানো হয়েছে।"

KMC Bond
পূর্ব ভারতে কলকাতা এই প্রথম মিউনিসিপাল কর্পোরেশন যে এই পথে হাঁটতে চলেছে

তিনি আরও বলেন, "রাজ্যের পৌর ও নগরোন্নয়ন দফতরের কাছে দু'টো প্রস্তাব দেওয়া হয়েছে। এই বন্ড সংক্রান্ত বিষয় পরামর্শদাতা সংস্থা নিয়োগ সংক্রান্ত এবং বন্ড বাজারে আনার বিষয় সংক্রান্ত। এই সমস্ত বিষয় সবুজ সংকেত অপেক্ষায়।" উল্লেখ্য, দেশে কর্পোরেশন বন্ড ছেড়ে বাজার থেকে টাকা তুলেছে 9টি মিউনিসিপাল কর্পোরেশন। এর মধ্যে আছে ইন্দোর মিউনিসিপাল কর্পোরেশনের গ্রিন বন্ডও। তবে পূর্ব ভারতে কলকাতাই প্রথম মিউনিসিপাল কর্পোরেশন যে এই পথে হাঁটতে চলেছে।

আরও পড়ুন: কর্মীদের কাজের উপর এবার কর্পোরেট ধাঁচে নজরদারি করবে পৌরনিগম

কলকাতা, 15 জুন: আয় বাড়লেও ব্যয়ের ঠেলায় টলমল কলকাতা কর্পোরেশনের কোষাগার। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবার নজিরবিহীন পদক্ষেপ নিতে চলেছে কর্পোরেশন কর্তৃপক্ষ। কর্পোরেশন সূত্রে খবর, পুঁজির জোগাড় করতে এবার বাজারে বন্ড ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ব ভারতে এই প্রথম কোনও মিউনিসিপাল কর্পোরেশন বাজার থেকে বন্ড বিক্রি করে টাকা তুলতে চলেছে।

কর্পোরেশন সূত্রে খবর, এই বন্ড বাজারে ছাড়ার জন্য দ্রুততার সঙ্গে কাজ চালাচ্ছে কর্তৃপক্ষ। চলতি বছরের শেষের দিকে অর্থাৎ অক্টোবর, নভেম্বর মাস নাগাদ বাজারে আসতে পারে 'কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন বন্ড।' তিন ধাপে এই বন্ড বাজারে ছাড়া হবে। প্রতি ধাপে বন্ড বিক্রি করে বাজার থেকে মোট 1 হাজার 50 কোটি টাকা তুলবে কর্পোরেশন। তবে পৌর পরিষেবা প্রদানকারী সংস্থার ক্ষেত্রে বাণিজ্যিক এই বিষয় কীভাবে করা সম্ভব তা ঠিক করতে একটি পরামর্শদাতা বা উপদেষ্টা সংস্থা নিয়োগ করছে কলকাতা কর্পোরেশন।

আর সেই জন্য দেশের সব থেকে বড় রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের 'ক্যাপিটাল ম্যানেজমেন্ট' শাখার সঙ্গে আলোচনা চালাচ্ছে পৌর কর্তৃপক্ষ। বন্ড বাজারে আনার জন্য কলকাতা কর্পোরেশন বেশ কিছু আর্থিক নিয়ম ও পদ্ধতির মধ্যে দিয়ে গিয়েছে। সেগুলো হল, কলকাতা কর্পোরেশন-সহ রাজ্যের 6টি কর্পোরেশনের ক্রেডিট রেটিং করানো হয়েছে একটি সংস্থাকে দিয়ে। এই রেটিং না-করলে বাজারে বন্ড আনা সম্ভব নয়। চলতি অর্থবর্ষের শুরুতেই সেই রেটিং কাজ হয়ে গিয়েছে।

আরও পড়ুন: প্রতি বছর নাগরিকদের বাড়বে 5 শতাংশ করে কর, নিয়ম লাগু কেএমসি'র

এই বন্ড বাজারে এলে কর্পোরেশনের সিভিল স্কোর বৃদ্ধি পাবে। বিভিন্ন সরকারি বেসরকারি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের থেকে ঋণ পাওয়ার ক্ষেত্রে সুগম হবে। এই বিষয়ে কলকাতা কর্পোরেশনের এক উচ্চপদস্থ কর্তা বলেন, "বিষয়টি বাস্তবায়িত করতে হলে দরকার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং সেবির অনুমোদন। বন্ড ছাড়া হবে 5, 7 ও 10 বছর মেয়াদের। রাজ্যের অর্থ দফতর এই সম্পর্কে রিপোর্ট চেয়েছে সেটা বিস্তারিত পাঠানো হয়েছে।"

KMC Bond
পূর্ব ভারতে কলকাতা এই প্রথম মিউনিসিপাল কর্পোরেশন যে এই পথে হাঁটতে চলেছে

তিনি আরও বলেন, "রাজ্যের পৌর ও নগরোন্নয়ন দফতরের কাছে দু'টো প্রস্তাব দেওয়া হয়েছে। এই বন্ড সংক্রান্ত বিষয় পরামর্শদাতা সংস্থা নিয়োগ সংক্রান্ত এবং বন্ড বাজারে আনার বিষয় সংক্রান্ত। এই সমস্ত বিষয় সবুজ সংকেত অপেক্ষায়।" উল্লেখ্য, দেশে কর্পোরেশন বন্ড ছেড়ে বাজার থেকে টাকা তুলেছে 9টি মিউনিসিপাল কর্পোরেশন। এর মধ্যে আছে ইন্দোর মিউনিসিপাল কর্পোরেশনের গ্রিন বন্ডও। তবে পূর্ব ভারতে কলকাতাই প্রথম মিউনিসিপাল কর্পোরেশন যে এই পথে হাঁটতে চলেছে।

আরও পড়ুন: কর্মীদের কাজের উপর এবার কর্পোরেট ধাঁচে নজরদারি করবে পৌরনিগম

Last Updated : Jun 15, 2023, 11:56 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.