ETV Bharat / state

Tolly Nullah Canal Cleansing : টালিনালা খাল সংস্কারে উদ্যোগী সেচ দফতর ও কলকাতা পৌরনিগম

author img

By

Published : Mar 10, 2022, 8:11 AM IST

টালিনালা খালটি প্রায় বুজে গিয়েছে ৷ গঙ্গার জলও এখানে ঢোকে না আর এখান থেকে পচা জল বেরবার রাস্তাও নেই ৷ বর্ষায় এর প্রভাব পড়ে আশপাশের অঞ্চলগুলিতে (Tolly Nullah Canal Cleansing) ৷

Tolly Nullah Canal reform
টালিনালা খাল পরিদর্শনে সেচ দফতর ও কলকাতা পৌরনিগমের কর্তারা

কলকাতা, 10 মার্চ : চক গড়িয়া থেকে ওয়াটগঞ্জের দইঘাট পর্যন্ত প্রায় সাড়ে 15 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত টালিনালা, যা আদিগঙ্গা নামে পরিচিত । তবে সংস্কারের অভাবে এখন তা প্রায় বুজে গিয়েছে । পাঁক ভর্তি টালিনালায় জোয়ারের সময়েও গঙ্গার জল ঢোকে, তবে সামান্য । অন্যদিকে টালিনালার পচা দূষিত জল বেরিয়ে যাওয়ার রাস্তা নেই । ফলে সার্বিকভাবে তার প্রভাব পড়ে আশপাশের থাকা একের পর এক ওয়ার্ডে (KMC and Irrigation Department steps to clean Tolly Nullah Canal in Kolkata) ।

তাই রাজ্যের সেচ দফতর ও কলকাতা পৌরনিগম নিকাশি বিভাগ যৌথ ভাবে টালিনালা সংস্কারের পরিকল্পনা করেছে ৷ এই খালের জল সহজে বেরিয়ে যেতে পারে এবং গঙ্গার জলও বেশি পরিমাণে ঢুকতে পারে । তাই দইঘাটের মুখে মোটর চালিত বাঁধ তৈরি হবে । এই মেশিনের সাহায্যে গঙ্গার জল টালিনালায় ঢুকতে পারবে । আবার গঙ্গার জলের স্রোত টালিনালায় ঢুকে কালো জল নিয়ে বেরিয়ে আসতে পারবে । বুধবার বাঁধ তৈরির জায়গা পরিদর্শনে যান কলকাতা পৌরনিগমের নিকাশি বিভাগের মেয়র পারিষদ তারক সিং । তাঁর সঙ্গে ছিলেন সেচ দফতর এবং নিকাশি বিভাগের কর্তারাও ।

আরও পড়ুন : Firhad Hakim blames Left front : খাল সংস্কারে বাধা বাম আমলে বেআইনি নির্মাণ, অভিযোগ ফিরহাদের

নিকাশি বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেয়রপারিষদ সদস্য তারক সিং বলেন, "গঙ্গার জল সহজে টালিনালা দিয়ে কলকাতার দক্ষিণের ভিতরে আসতে পারে । একই সঙ্গে কী ভাবে টালিনালার জল বেরতে পারে, তাই গোটা জায়গাটি আমরা দেখে গেলাম ।" তিনি জানান, এই অংশটি কলকাতা বন্দর এবং ভারতীয় নৌসেনার অন্তর্গত । তাই এখানে কিছু করতে গেলে তাদের অনুমতি প্রয়োজন । সমগ্র বিষয়টি নিয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের কাছে রিপোর্ট জমা দেওয়া হবে । ইতিমধ্যে ডিপিআর তৈরির নির্দেশ দেওয়া হয়েছে । এতে টালিনালা লাগোয়া ওয়ার্ডগুলিতে বর্ষাকালের জমা জলের দুর্ভোগ অনেকটা কমবে ।

কলকাতা, 10 মার্চ : চক গড়িয়া থেকে ওয়াটগঞ্জের দইঘাট পর্যন্ত প্রায় সাড়ে 15 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত টালিনালা, যা আদিগঙ্গা নামে পরিচিত । তবে সংস্কারের অভাবে এখন তা প্রায় বুজে গিয়েছে । পাঁক ভর্তি টালিনালায় জোয়ারের সময়েও গঙ্গার জল ঢোকে, তবে সামান্য । অন্যদিকে টালিনালার পচা দূষিত জল বেরিয়ে যাওয়ার রাস্তা নেই । ফলে সার্বিকভাবে তার প্রভাব পড়ে আশপাশের থাকা একের পর এক ওয়ার্ডে (KMC and Irrigation Department steps to clean Tolly Nullah Canal in Kolkata) ।

তাই রাজ্যের সেচ দফতর ও কলকাতা পৌরনিগম নিকাশি বিভাগ যৌথ ভাবে টালিনালা সংস্কারের পরিকল্পনা করেছে ৷ এই খালের জল সহজে বেরিয়ে যেতে পারে এবং গঙ্গার জলও বেশি পরিমাণে ঢুকতে পারে । তাই দইঘাটের মুখে মোটর চালিত বাঁধ তৈরি হবে । এই মেশিনের সাহায্যে গঙ্গার জল টালিনালায় ঢুকতে পারবে । আবার গঙ্গার জলের স্রোত টালিনালায় ঢুকে কালো জল নিয়ে বেরিয়ে আসতে পারবে । বুধবার বাঁধ তৈরির জায়গা পরিদর্শনে যান কলকাতা পৌরনিগমের নিকাশি বিভাগের মেয়র পারিষদ তারক সিং । তাঁর সঙ্গে ছিলেন সেচ দফতর এবং নিকাশি বিভাগের কর্তারাও ।

আরও পড়ুন : Firhad Hakim blames Left front : খাল সংস্কারে বাধা বাম আমলে বেআইনি নির্মাণ, অভিযোগ ফিরহাদের

নিকাশি বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেয়রপারিষদ সদস্য তারক সিং বলেন, "গঙ্গার জল সহজে টালিনালা দিয়ে কলকাতার দক্ষিণের ভিতরে আসতে পারে । একই সঙ্গে কী ভাবে টালিনালার জল বেরতে পারে, তাই গোটা জায়গাটি আমরা দেখে গেলাম ।" তিনি জানান, এই অংশটি কলকাতা বন্দর এবং ভারতীয় নৌসেনার অন্তর্গত । তাই এখানে কিছু করতে গেলে তাদের অনুমতি প্রয়োজন । সমগ্র বিষয়টি নিয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের কাছে রিপোর্ট জমা দেওয়া হবে । ইতিমধ্যে ডিপিআর তৈরির নির্দেশ দেওয়া হয়েছে । এতে টালিনালা লাগোয়া ওয়ার্ডগুলিতে বর্ষাকালের জমা জলের দুর্ভোগ অনেকটা কমবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.