ETV Bharat / state

এবার থেকে করোনার টিকাকরণ সেন্টার যাচাই করা যাবে হোয়াটস অ্যাপেই - CORONA VACCINATION

টিকা নিয়ে বিভিন্ন প্রশ্ন দূর করতেই নতুন উদ্যোগ নিল কলকাতা পৌরনিগম এবং রাজ্য স্বাস্থ্য দফতর । এজন্য 8335999000 নম্বরে হোয়াটসঅ্যাপ করতে হবে । নিকটতম টিকাকরণ সেন্টারটি আদৌ বৈধ কিনা তা বাড়িতে বসেই জানতে পারবেন টিকা প্রাপকরা ।

CORONA VACCINATION
এবার থেকে করোনার টিকাকরণ সেন্টার যাচাই করা যাবে হোয়াটস অ্যাপেই
author img

By

Published : Jun 30, 2021, 11:10 PM IST

কলকাতা, 30 জুন: ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের পর থেকে নানা সন্দেহ দানা বেঁধেছে মানুষের মনে । ভুয়ো টিকাকরণের ঘটনার পর বিভিন্ন প্রশ্ন উঠছে টিকা প্রাপকদের মনে । টিকা নিয়ে বিভিন্ন প্রশ্ন দূর করতেই নতুন উদ্যোগ নিল কলকাতা পৌরনিগম এবং রাজ্য স্বাস্থ্য দফতর । এবার করোনার টিকা প্রাপকদের আশ্বস্ত করতে সিভিসি কোড দেওয়া হচ্ছে । হোয়াটসঅ্যাপ নম্বরে এসএমএস করলে বাড়ি থেকে নিকটতম টিকাকরণ সেন্টারটি আদৌ বৈধ কিনা তা বাড়িতে বসেই জানতে পারবেন টিকা প্রাপকরা । এজন্য 8335999000 নম্বরে হোয়াটসঅ্যাপ করতে হবে । টিকাকেন্দ্রের বিষয়ে বিভ্রান্তি কাটাতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে ।

এই নম্বরে নিজের নাম ও নিজের ওয়ার্ড নম্বর মেসেজ করতে হবে প্রথমে । হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিকটতম টিকাকরণকেন্দ্রের নাম জানিয়ে দেওয়া হবে । কলকাতা পৌরনিগম ও রাজ্য স্বাস্থ্য দফতরের প্রত্যেকটি টিকাকরণ সেন্টারের বাইরে এখন থেকে সিভিসি কোড বাধ্যতামূলক করা হয়েছে । সেই সেন্টারের বাইরে লাগানো বোর্ড থেকে সিভিসি কোড নম্বর হোয়াটসঅ্যাপে লিখে পাঠালে সেই সেন্টারটি বৈধ কিনা তা জানিয়ে দেবে রাজ্য স্বাস্থ্য দফতর । ফলে নিশ্চিন্ত হয়ে সাধারণ মানুষ টিকা নিতে পারবে ।

আরও পড়ুন: দেবাঞ্জনের ল্যাপটপে কলকাতা পৌরনিগমের গুরুত্বপূর্ণ নথির স্ক্য়ান কপি

কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করার সঙ্গে সঙ্গেই রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে এই কেন্দ্রটি বৈধ কিনা । এর ফলে টিকা কেন্দ্র নিয়ে মানুষের মনে যে সন্দেহ তৈরি হয়েছে তা মিটে যাবে । মানুষ নিশ্চিন্ত হয়ে করোনার টিকা নিতে পারবে । সেই সঙ্গে তিনি আবেদন জানিয়েছেন, এরপর থেকে টিকা নিতে যাওয়ার আগে প্রত্যেকেই যেন সিভিসি কোড যাচাই করে নেন টিকা প্রাপকরা ।

কলকাতা, 30 জুন: ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের পর থেকে নানা সন্দেহ দানা বেঁধেছে মানুষের মনে । ভুয়ো টিকাকরণের ঘটনার পর বিভিন্ন প্রশ্ন উঠছে টিকা প্রাপকদের মনে । টিকা নিয়ে বিভিন্ন প্রশ্ন দূর করতেই নতুন উদ্যোগ নিল কলকাতা পৌরনিগম এবং রাজ্য স্বাস্থ্য দফতর । এবার করোনার টিকা প্রাপকদের আশ্বস্ত করতে সিভিসি কোড দেওয়া হচ্ছে । হোয়াটসঅ্যাপ নম্বরে এসএমএস করলে বাড়ি থেকে নিকটতম টিকাকরণ সেন্টারটি আদৌ বৈধ কিনা তা বাড়িতে বসেই জানতে পারবেন টিকা প্রাপকরা । এজন্য 8335999000 নম্বরে হোয়াটসঅ্যাপ করতে হবে । টিকাকেন্দ্রের বিষয়ে বিভ্রান্তি কাটাতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে ।

এই নম্বরে নিজের নাম ও নিজের ওয়ার্ড নম্বর মেসেজ করতে হবে প্রথমে । হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিকটতম টিকাকরণকেন্দ্রের নাম জানিয়ে দেওয়া হবে । কলকাতা পৌরনিগম ও রাজ্য স্বাস্থ্য দফতরের প্রত্যেকটি টিকাকরণ সেন্টারের বাইরে এখন থেকে সিভিসি কোড বাধ্যতামূলক করা হয়েছে । সেই সেন্টারের বাইরে লাগানো বোর্ড থেকে সিভিসি কোড নম্বর হোয়াটসঅ্যাপে লিখে পাঠালে সেই সেন্টারটি বৈধ কিনা তা জানিয়ে দেবে রাজ্য স্বাস্থ্য দফতর । ফলে নিশ্চিন্ত হয়ে সাধারণ মানুষ টিকা নিতে পারবে ।

আরও পড়ুন: দেবাঞ্জনের ল্যাপটপে কলকাতা পৌরনিগমের গুরুত্বপূর্ণ নথির স্ক্য়ান কপি

কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করার সঙ্গে সঙ্গেই রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে এই কেন্দ্রটি বৈধ কিনা । এর ফলে টিকা কেন্দ্র নিয়ে মানুষের মনে যে সন্দেহ তৈরি হয়েছে তা মিটে যাবে । মানুষ নিশ্চিন্ত হয়ে করোনার টিকা নিতে পারবে । সেই সঙ্গে তিনি আবেদন জানিয়েছেন, এরপর থেকে টিকা নিতে যাওয়ার আগে প্রত্যেকেই যেন সিভিসি কোড যাচাই করে নেন টিকা প্রাপকরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.