ETV Bharat / state

KLO: কৈলাসের আত্মসমর্পণের পর থেকেই কেএলও প্রধান জীবন সিং রাজ্য সরকারের উপর ক্ষুব্ধ - কেএলও প্রধান জীবন সিংহ

কেএলও (KLO) ছেড়ে সমাজের মূলস্রোতে ফিরে এসেছেন কৈলাস কোচ ৷ তাঁর আত্মসমপর্ণের পর বাংলার সংগঠনে ধাক্কা খেয়েছে কেএলও ৷ তাই তার পর থেকে রাজ্য সরকারের সঙ্গে সংগঠনের প্রধান জীবন সিংয়ের (KLO Chief Jiban Singh) সম্পর্কে চিড় ধরেছে ৷

klo-chief-jiban-singh-not-happy-with-bengal-government-after-surrender-of-kailash-coach
KLO: কৈলাসের আত্মসমর্পণের পর থেকেই কেএলও প্রধান জীবন সিং রাজ্য সরকারের উপর ক্ষুব্ধ
author img

By

Published : Nov 8, 2022, 4:04 PM IST

Updated : Nov 8, 2022, 5:47 PM IST

কলকাতা, 8 নভেম্বর: সম্প্রতি কেএলও (KLO) অর্থাৎ কামতাপুর লিবারাইজেশন অর্গানাইজেশনের প্রাক্তন জঙ্গি কৈলাস কোচ সপরিবারে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের (CID) কাছে আত্মসমর্পণ করেছেন । আর সেই ঘটনার পর থেকে রাজ্য সরকারের সঙ্গে কেএলও প্রধান জীবন সিংহের (KLO Chief Jiban Singh) সম্পর্কে চিড় ধরেছে বলে গোয়েন্দা সূত্রের খবর । গোয়েন্দাদের অনুমান, কৈলাসের হাত ধরে এই বাংলার একাধিক কেএলও নেতা আত্মসমর্পণের পথে আসতে পারে ।

জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের কেএলও স্লিপার সেলকে মজবুত করা এবং নতুনভাবে গড়ে তোলার মূল দায়িত্বে ছিলেন কৈলাস কোচ । ফলে তিনি আচমকাই কলকাতায় রাজ্যে পুলিশের সদর দফতর ভবানীভবনে এসে সপরিবারে আত্মসমর্পণ করার পর থেকে পশ্চিমবাংলায় শক্তি হারাতে বসেছে কেএলও ।

আরও পড়ুন: গেরিলা প্রশিক্ষণ নিতে এক বছর অসমে কাটিয়েছিলেন কৈলাস

গোয়েন্দা সূত্রে খবর, কৈলাস কোচের সপরিবারে পশ্চিমবঙ্গ সরকারের কাছে আত্মসমর্পণ মোটেও ভালো চোখে নেয়নি কামতাপুর লিবারাইজেশন অর্গানাইজেশনের প্রধান জীবন সিং । গোয়েন্দাদের অনুমান, এই জন্যই পশ্চিমবঙ্গের সঙ্গে কোনও রকমের শান্তির আলোচনায় বসতে নারাজ তিনি ।

klo-chief-jiban-singh-not-happy-with-bengal-government-after-surrender-of-kailash-coach
কেএলও প্রধান জীবন সিংহ

গোয়েন্দাদের সূত্রে জানা গিয়েছে, এই সুযোগকেই কাজে লাগাচ্ছে পশ্চিমবঙ্গ লাগোয়া অন্য একটি রাজ্য। পশ্চিমবাংলার পাশাপাশি সেই রাজ্যতেও কেএলও-র একটি মজবুত ঘাঁটি রয়েছে । গোয়েন্দাদের অনুমান, সম্প্রতি সেই রাজ্যের সরকারের সঙ্গে কেএলও প্রধান জীবন সিংয়ের একটি বৈঠক হয় এবং সেই বৈঠকে অনেকটাই নরম সুরে কথা বলেন কেএলও প্রধান জীবন সিং ।

এদিকে পশ্চিমবঙ্গে নতুন করে নিজেদের জঙ্গি কার্যকলাপের (Terrorist Activities) বীজ বপন করার প্রয়াস নিয়েছেন তিনি ৷ কৈলাস চলে যাওয়ার পরে, বাংলায় কেএলও সংগঠন বৃদ্ধির কাজ কার হাতে থাকবে, তা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় গোপন বৈঠক হয়েছে ।

আরও পড়ুন: জঙ্গি কার্যকলাপের মাঝে প্রেম থেকে পরিণয়, অবশেষে সন্তানকোলে মূলস্রোতে ফিরে হ্যাপি এন্ডিং

অন্যদিকে আগামী 6 ডিসেম্বর আলাদা কামতাপুর রাজ্যের দাবিতে উত্তরবঙ্গ জুড়ে রেল অবরোধ কর্মসূচি করবে কামতাপুর স্টেস্ট ডিমান্ড ফোরাম (KSDF) । কামতাপুর পিপুলস পার্টি ও কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির যৌথ মঞ্চ কামতাপুর স্টেস্ট ডিমান্ড ফোরামের পক্ষ থেকে উত্তরবঙ্গ জুড়ে 12 ঘণ্টার রেল অবরোধ করার ডাক দেওয়া হল । আজ জলপাইগুড়ি প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান কামতাপুর স্টেট ডিমান্ড জয়েন্ট ফোরামের সদস্যরা ।

klo-chief-jiban-singh-not-happy-with-bengal-government-after-surrender-of-kailash-coach
কামতাপুর স্টেট ডিমান্ড জয়েন্ট ফোরামের প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন

ফোরামের চেয়ারম্যান তথা কামতাপুর পিপলস পার্টি (ইউনাইটেড)-এর সভাপতি নিখিল রায় বলেন, ‘‘আগামী 6 ডিসেম্বর উত্তরবঙ্গ জুড়ে 12 ঘণ্টার রেল রোকো আন্দোলনের ডাক দেওয়া হয়েছে কামতাপুর স্টেট ডিমান্ড জয়েন্ট ফোরামের পক্ষ থেকে ।’’ সংগঠনের ভাইস চেয়ারম্যান অমিত রায় বলেন, ‘‘ওইদিন আমরা হাজার হাজার লোক জমায়েত করে এই আন্দোলনে সামিল হব । সমস্ত বাধা অতিক্রম করে আন্দোলন সফল করা হবে ।’’

তবে ঠিক কোন কোন জায়গায় রেল অবরোধ করা হবে, তা সুনির্দিষ্ট করে জানানো না হলেও পরে এই বিষয়ে জানিয়ে দেওয়া হবে বলে ফোরামের পক্ষ থেকে বলা হয়েছে ।

আরও পড়ুন: পৃথক রাজ্যের দাবি নিয়ে পথে নামল কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি

কলকাতা, 8 নভেম্বর: সম্প্রতি কেএলও (KLO) অর্থাৎ কামতাপুর লিবারাইজেশন অর্গানাইজেশনের প্রাক্তন জঙ্গি কৈলাস কোচ সপরিবারে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের (CID) কাছে আত্মসমর্পণ করেছেন । আর সেই ঘটনার পর থেকে রাজ্য সরকারের সঙ্গে কেএলও প্রধান জীবন সিংহের (KLO Chief Jiban Singh) সম্পর্কে চিড় ধরেছে বলে গোয়েন্দা সূত্রের খবর । গোয়েন্দাদের অনুমান, কৈলাসের হাত ধরে এই বাংলার একাধিক কেএলও নেতা আত্মসমর্পণের পথে আসতে পারে ।

জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের কেএলও স্লিপার সেলকে মজবুত করা এবং নতুনভাবে গড়ে তোলার মূল দায়িত্বে ছিলেন কৈলাস কোচ । ফলে তিনি আচমকাই কলকাতায় রাজ্যে পুলিশের সদর দফতর ভবানীভবনে এসে সপরিবারে আত্মসমর্পণ করার পর থেকে পশ্চিমবাংলায় শক্তি হারাতে বসেছে কেএলও ।

আরও পড়ুন: গেরিলা প্রশিক্ষণ নিতে এক বছর অসমে কাটিয়েছিলেন কৈলাস

গোয়েন্দা সূত্রে খবর, কৈলাস কোচের সপরিবারে পশ্চিমবঙ্গ সরকারের কাছে আত্মসমর্পণ মোটেও ভালো চোখে নেয়নি কামতাপুর লিবারাইজেশন অর্গানাইজেশনের প্রধান জীবন সিং । গোয়েন্দাদের অনুমান, এই জন্যই পশ্চিমবঙ্গের সঙ্গে কোনও রকমের শান্তির আলোচনায় বসতে নারাজ তিনি ।

klo-chief-jiban-singh-not-happy-with-bengal-government-after-surrender-of-kailash-coach
কেএলও প্রধান জীবন সিংহ

গোয়েন্দাদের সূত্রে জানা গিয়েছে, এই সুযোগকেই কাজে লাগাচ্ছে পশ্চিমবঙ্গ লাগোয়া অন্য একটি রাজ্য। পশ্চিমবাংলার পাশাপাশি সেই রাজ্যতেও কেএলও-র একটি মজবুত ঘাঁটি রয়েছে । গোয়েন্দাদের অনুমান, সম্প্রতি সেই রাজ্যের সরকারের সঙ্গে কেএলও প্রধান জীবন সিংয়ের একটি বৈঠক হয় এবং সেই বৈঠকে অনেকটাই নরম সুরে কথা বলেন কেএলও প্রধান জীবন সিং ।

এদিকে পশ্চিমবঙ্গে নতুন করে নিজেদের জঙ্গি কার্যকলাপের (Terrorist Activities) বীজ বপন করার প্রয়াস নিয়েছেন তিনি ৷ কৈলাস চলে যাওয়ার পরে, বাংলায় কেএলও সংগঠন বৃদ্ধির কাজ কার হাতে থাকবে, তা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় গোপন বৈঠক হয়েছে ।

আরও পড়ুন: জঙ্গি কার্যকলাপের মাঝে প্রেম থেকে পরিণয়, অবশেষে সন্তানকোলে মূলস্রোতে ফিরে হ্যাপি এন্ডিং

অন্যদিকে আগামী 6 ডিসেম্বর আলাদা কামতাপুর রাজ্যের দাবিতে উত্তরবঙ্গ জুড়ে রেল অবরোধ কর্মসূচি করবে কামতাপুর স্টেস্ট ডিমান্ড ফোরাম (KSDF) । কামতাপুর পিপুলস পার্টি ও কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির যৌথ মঞ্চ কামতাপুর স্টেস্ট ডিমান্ড ফোরামের পক্ষ থেকে উত্তরবঙ্গ জুড়ে 12 ঘণ্টার রেল অবরোধ করার ডাক দেওয়া হল । আজ জলপাইগুড়ি প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান কামতাপুর স্টেট ডিমান্ড জয়েন্ট ফোরামের সদস্যরা ।

klo-chief-jiban-singh-not-happy-with-bengal-government-after-surrender-of-kailash-coach
কামতাপুর স্টেট ডিমান্ড জয়েন্ট ফোরামের প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন

ফোরামের চেয়ারম্যান তথা কামতাপুর পিপলস পার্টি (ইউনাইটেড)-এর সভাপতি নিখিল রায় বলেন, ‘‘আগামী 6 ডিসেম্বর উত্তরবঙ্গ জুড়ে 12 ঘণ্টার রেল রোকো আন্দোলনের ডাক দেওয়া হয়েছে কামতাপুর স্টেট ডিমান্ড জয়েন্ট ফোরামের পক্ষ থেকে ।’’ সংগঠনের ভাইস চেয়ারম্যান অমিত রায় বলেন, ‘‘ওইদিন আমরা হাজার হাজার লোক জমায়েত করে এই আন্দোলনে সামিল হব । সমস্ত বাধা অতিক্রম করে আন্দোলন সফল করা হবে ।’’

তবে ঠিক কোন কোন জায়গায় রেল অবরোধ করা হবে, তা সুনির্দিষ্ট করে জানানো না হলেও পরে এই বিষয়ে জানিয়ে দেওয়া হবে বলে ফোরামের পক্ষ থেকে বলা হয়েছে ।

আরও পড়ুন: পৃথক রাজ্যের দাবি নিয়ে পথে নামল কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি

Last Updated : Nov 8, 2022, 5:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.