কলকাতা, 10 জুন : গত 31 মে রাতে নজরুল মঞ্চের অনুষ্ঠানে সংগীতশিল্পী কেকে অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিত্সক মৃত ঘোষণা করেন। 54 বছর বয়সি বিখ্যাত গায়কের মৃত্যুতে পরিবারের পাশে দাঁড়িয়েছিল রাজ্যের শাসক দল। শুক্রবার সংগীতশিল্পী কেকে-কে বিধানসভার শোক প্রস্তাবে স্মরণ করা হল (KK condolence motion in west Bengal Assembly)৷
রাজ্য সরকারের তরফ থেকেও শিল্পীকে গান স্যালুট দিয়ে শেষ সম্মান জানানো হয়। অথচ এই ভারত বিখ্যাত শিল্পীর মৃত্যুর পর থেকেই এই নিয়ে রাজ্যের বিরোধী দল, বিজেপি প্রশাসনিক ও পুলিশি ব্যর্থতা এবং নজরুল মঞ্চের অব্যবস্থার দিকে অঙ্গুলি নির্দেশ করেছেন। অথচ এদিন সব সমালোচনা উপেক্ষা করেই বিধানসভায় শোক প্রস্তাবের মাধ্যমে এই শিল্পীকে স্মরণ করা হল।
এদিন দুপুর 1টা থেকে শুরু হয়ছিল বিধানসভার বাদল অধিবেশন। অন্যদিকে, রীতি মেনে প্রতি অধিবেশনের শুরুতেই শোক প্রস্তাব আনা হয়। এবারও আনা হয়েছে। শোক প্রস্তাবের তালিকায় মৃত্যু হওয়া রাজনৈতিক ব্যাক্তিত্বদের পাশাপাশি সমাজের বিভিন্ন জগতের বিশিষ্ট মানুষদের নাম ছিল ৷ তাঁদের প্রত্যেককেই একে একে এদিন শ্রদ্ধা জানানো হয়। এবারের শোক প্রস্তাবের তালিকায় ছিলেন 7 জন। তবে শোক প্রস্তাবে বিশেষভাবে উল্লেখ্য ছিল বলিউডি গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে-র নাম।
আরও পড়ুন : জলপাইগুড়িতে অনুষ্ঠানে গিয়ে কেকে'কে নিয়ে ফের একবার দুঃখপ্রকাশ অনুপমের
প্রসঙ্গত, শুক্রবার থেকে অধিবেশন শুরু হলেও তা চলবে আগামী 17 জুন পর্যন্ত। এবারের অধিবেশনেই বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পাওয়া নিয়ে বিলের সঙ্গেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভিজিটর পদে রাজ্যপালের পরিবর্তে শিক্ষামন্ত্রীকে নিয়ে আসা সংক্রান্ত বিলও আসার কথা রয়েছে। তবে এসএসসি দুর্নীতি নিয়ে উত্তাল হতে পারে এবারের অধিবেশন।