ETV Bharat / state

Kishan Majdur Rally: কেন্দ্রের বিরুদ্ধে এপ্রিলে রাজধানীতে কিষাণ-মজদুর সমাবেশ

author img

By

Published : Mar 27, 2023, 10:44 PM IST

আগামী এপ্রিলে দিল্লিতে কিষাণ-মজদুর সমাবেশের ডাক (Kishan Majdur Rally in Delhi) ৷ দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় কয়েক লক্ষ কিষাণ-মজুর এই সমাবেশে যোগ দেবেন বলে জানা গিয়েছে ৷

ETV Bharat
কিষাণ মজদুর সমাবেশ

কিষাণ মজদুর সমাবেশ নিয়ে সিটুর রাজ্য সম্পাদক অনাদি সাহুর বক্তব্য

কলকাতা, 27 মার্চ: কেন্দ্রের চার শ্রম কোড বাতিল-সহ 13 দফা দাবি পূরণে আগামী 5 এপ্রিল দিল্লিতে কিষাণ-মজদুর র‌্যালি (Kishan Majdur Rally on April)। কৃষক সভা, সারা ভারত খেতমজুর এবং শ্রমিক সংগঠন সিটু-র ডাকে দেশের বিভিন্ন প্রান্তের প্রায় কয়েক লক্ষ কিষাণ মজুররা এই সমাবেশে যোগ দেবেন । সংগঠনগুলির বক্তব্য, চার শ্রম কোড বাতিল, মাসিক ন্যূনতম মজুরির পরিমাণ 26 হাজার টাকা, ন্যূনতম পেনশন 10 হাজার টাকা-সহ 13 দফা দাবিতে দিল্লি চলো কর্মসূচির ডাক দেওয়া হয়েছে ।

শ্রমিক, কৃষক এবং কৃষি শ্রমিকদের প্রতিনিধিত্বকারী ভারতের তিনটি বড় সংগঠন যৌথভাবে 5 এপ্রিল 2023-এ দিল্লিতে একটি বিশাল সমাবেশের ডাক দিয়েছে । মোদি সরকারের বিপর্যয়কর অর্থনৈতিক ও সামাজিক নীতি অনুসরণ করে ভারতের শ্রমজীবী ​​মানুষের যন্ত্রণা ও ক্ষোভ প্রকাশ করার জন্যই এই সমাবেশ বলে জানা গিয়েছে । দিল্লিতে, বিশিষ্ট অর্থনীতিবিদ প্রভাত পট্টনায়েক, জেএনইউ-এর প্রাক্তন অধ্যাপকের সভাপতিত্বে একটি অভ্যর্থনা কমিটি গঠন করা হয়েছে ৷ এতে শিক্ষাবিদ, শিল্পী, পেশাজীবী এবং সর্বস্তরের কর্মীরা অন্তর্ভুক্ত রয়েছেন । এই বিষয়ে সারা ভারত কিষাণ সভার সহ-সভাপতি হান্নান মোল্লা বলেন, "দিল্লির কোথায় মিছিল-সমাবেশ হবে আমরা জানি না । দিল্লিতে প্রত্যেককে চলে আসতে বলা হয়েছে । যেখানে বাধা দেওয়া হবে, সেখানেই অবস্থানে বসা হবে বলে ঠিক করেছি আমরা ।"

সিটুর রাজ্য সম্পাদক অনাদি সাহু বলেন, "এই সমাবেশের সমৰ্থনে সারা দেশে ব্যাপক প্রচার চলছে । জানুয়ারিতে যৌথ রাজ্যস্তরের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার পরে, প্রচারের পরিকল্পনা এবং সমাবেশের জন্য একত্রিত করতে 400টিরও বেশি জেলায় জেলাস্তরের যৌথ সম্মেলন অনুষ্ঠিত হয় । পরবর্তীকালে জাঠা, মিছিল, ধর্না, সাংস্কৃতিক দলের পরিবেশনা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ব্যাপক প্রচার শুরু হয় ।"

ক্রমবর্ধমান বৈষম্য এবং ধনীদের প্রতি সরকারের পক্ষপাতের নিন্দা করা হচ্ছে । সাম্প্রদায়িক বিদ্বেষ ও ধর্মান্ধতার বিষাক্ত নীতিতে সাধারণ মানুষও সমালোচিত হচ্ছে । বিভিন্ন রাজ্যের রিপোর্টগুলি ইঙ্গিত করে যে এই বিষয়গুলির জন্য সমর্থনের ঢেউ রয়েছে, যা দিল্লিতে সমাবেশে ব্যাপক অংশগ্রহণের প্রতিফলন ঘটাবে ।

আরও পড়ুন : অস্থায়ী শ্রমিকদের দাবি পূরণে কলকাতা কর্পোরেশন অভিযান সিটুর

কিষাণ মজদুর সমাবেশ নিয়ে সিটুর রাজ্য সম্পাদক অনাদি সাহুর বক্তব্য

কলকাতা, 27 মার্চ: কেন্দ্রের চার শ্রম কোড বাতিল-সহ 13 দফা দাবি পূরণে আগামী 5 এপ্রিল দিল্লিতে কিষাণ-মজদুর র‌্যালি (Kishan Majdur Rally on April)। কৃষক সভা, সারা ভারত খেতমজুর এবং শ্রমিক সংগঠন সিটু-র ডাকে দেশের বিভিন্ন প্রান্তের প্রায় কয়েক লক্ষ কিষাণ মজুররা এই সমাবেশে যোগ দেবেন । সংগঠনগুলির বক্তব্য, চার শ্রম কোড বাতিল, মাসিক ন্যূনতম মজুরির পরিমাণ 26 হাজার টাকা, ন্যূনতম পেনশন 10 হাজার টাকা-সহ 13 দফা দাবিতে দিল্লি চলো কর্মসূচির ডাক দেওয়া হয়েছে ।

শ্রমিক, কৃষক এবং কৃষি শ্রমিকদের প্রতিনিধিত্বকারী ভারতের তিনটি বড় সংগঠন যৌথভাবে 5 এপ্রিল 2023-এ দিল্লিতে একটি বিশাল সমাবেশের ডাক দিয়েছে । মোদি সরকারের বিপর্যয়কর অর্থনৈতিক ও সামাজিক নীতি অনুসরণ করে ভারতের শ্রমজীবী ​​মানুষের যন্ত্রণা ও ক্ষোভ প্রকাশ করার জন্যই এই সমাবেশ বলে জানা গিয়েছে । দিল্লিতে, বিশিষ্ট অর্থনীতিবিদ প্রভাত পট্টনায়েক, জেএনইউ-এর প্রাক্তন অধ্যাপকের সভাপতিত্বে একটি অভ্যর্থনা কমিটি গঠন করা হয়েছে ৷ এতে শিক্ষাবিদ, শিল্পী, পেশাজীবী এবং সর্বস্তরের কর্মীরা অন্তর্ভুক্ত রয়েছেন । এই বিষয়ে সারা ভারত কিষাণ সভার সহ-সভাপতি হান্নান মোল্লা বলেন, "দিল্লির কোথায় মিছিল-সমাবেশ হবে আমরা জানি না । দিল্লিতে প্রত্যেককে চলে আসতে বলা হয়েছে । যেখানে বাধা দেওয়া হবে, সেখানেই অবস্থানে বসা হবে বলে ঠিক করেছি আমরা ।"

সিটুর রাজ্য সম্পাদক অনাদি সাহু বলেন, "এই সমাবেশের সমৰ্থনে সারা দেশে ব্যাপক প্রচার চলছে । জানুয়ারিতে যৌথ রাজ্যস্তরের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার পরে, প্রচারের পরিকল্পনা এবং সমাবেশের জন্য একত্রিত করতে 400টিরও বেশি জেলায় জেলাস্তরের যৌথ সম্মেলন অনুষ্ঠিত হয় । পরবর্তীকালে জাঠা, মিছিল, ধর্না, সাংস্কৃতিক দলের পরিবেশনা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ব্যাপক প্রচার শুরু হয় ।"

ক্রমবর্ধমান বৈষম্য এবং ধনীদের প্রতি সরকারের পক্ষপাতের নিন্দা করা হচ্ছে । সাম্প্রদায়িক বিদ্বেষ ও ধর্মান্ধতার বিষাক্ত নীতিতে সাধারণ মানুষও সমালোচিত হচ্ছে । বিভিন্ন রাজ্যের রিপোর্টগুলি ইঙ্গিত করে যে এই বিষয়গুলির জন্য সমর্থনের ঢেউ রয়েছে, যা দিল্লিতে সমাবেশে ব্যাপক অংশগ্রহণের প্রতিফলন ঘটাবে ।

আরও পড়ুন : অস্থায়ী শ্রমিকদের দাবি পূরণে কলকাতা কর্পোরেশন অভিযান সিটুর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.