ETV Bharat / state

'আমাদের প্রতি উদার হোন, বাংলায় কাজের সুযোগ দিন !' চলচ্চিত্র উৎসবে বললেন সলমন - কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

Salman Khan in Kiff 2023: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এসে বাংলায় কাজ করার ইচ্ছেপ্রকাশ করলেন সলমন খান ৷

Salman Khan in Kiff 2023
সলমন খান
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 5, 2023, 6:30 PM IST

Updated : Dec 5, 2023, 7:56 PM IST

কলকাতা, 5 ডিসেম্বর: আমাদেরও কাজ দিন ৷ হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি এতদিন বাংলার সিনেকর্মীদের জন্য উদার ছিল ৷ এ বার আমাদের প্রতিও আপনারা উদার হোন ৷ আমাদেরও এখানে কাজের সুযোগ দিন ৷ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এ কথা বললেন বলিউডের ভাইজান সলমন খান ৷

29তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শুরু থেকেই বলিউডের টাইগারকে নিয়ে উন্মাদনা ছিল তুঙ্গে ৷ মঞ্চে তাঁর হাতে বিশেষ সম্মাননা তুলে দেন বাংলার অভিনেতা দেব ৷ উপস্থাপিকা জুন মালিয়ার অনুরোধে চলচ্চিত্র উৎসবের থিম সঙে মঞ্চে কোমর দোলাতেও দেখা যায় দাবাং স্টারকে ৷ নাচের তালে যোগ দেওয়ার জন্য তিনি ডেকে নেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অনিল কাপুর, সোনাক্ষী সিনহা, শত্রুঘ্ন সিনহা, মহেশ ভাট ও অন্যান্য তারকাদের ৷

এরপর যখন তিনি বক্তব্য রাখতে মঞ্চে ওঠেন তখন তাঁর জন্য গলা ফাটিয়ে উচ্চস্বরে তাঁকে অভিবাদন জানান দর্শকরা ৷ আর তা শুনে শুরুতেই সলমন বলেন, "আপনারা আরও জোরে চিৎকার করুন ৷ যাতে আমি কিছু বলতে না পারি ৷ কারণ আমি যা যা বলব বলে ভেবেছিলাম, আমার আগে যাঁরা এলেন সবাই তা বলে দিয়েছেন ৷"

যদিও দর্শকরা এত সহজে ছাড়ার পাত্র নন ৷ একবার যখন তাঁরা ভাইজানকে কাছে পেয়েছেন, তখন তাঁর মুখ থেকে দু-চার কথা শুনতে চাইবেন সেটাই স্বাভাবিক ৷ দর্শকদের আবদার রেখে সল্লু মিঞা বাংলায় বলে উঠলেন, 'কেমন আছো ?' এরপর তিনি বলেন, "আগেরবার একটা কনসার্টে এখানে এসেছিলাম ৷ পুরো কলকাতা সেখানে এসেছিল ৷ এখানে যখন আসি দিদি বললেন, তোমার চলচ্চিত্র উৎসবে আসা উচিত ৷ আর আপনারা তো জানেন, একবার যো ম্যায়নে কমিটমেন্ট করদি তো ম্যায় খুদকি ভি নহি শুনতা ৷" এরপর সলমন বলেন, এখানে এসে তাঁর মনে হচ্ছে এটাই তাঁর দেখা সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব ৷ এ দিন মুখ্যমন্ত্রীর সাধারণ জীবন যাপনের ভূয়সী প্রশংসা করেন সলমন ৷

এরপর বম্বের ফিল্ম ইন্ডাস্ট্রিতে বাংলার অবদানের কথা তুলে ধরেন বলিউডের সুলতান ৷ তিনি মনে করিয়ে দেন সত্যজিৎ রায়, মৃণাল সেন-সহ বাংলার কিংবদন্তি চিত্রনির্মাতা ও অভিনেতা-অভিনেত্রীদের কথা ৷ আর তারপরই বাংলায় কাজ করার ইচ্ছেপ্রকাশ করেন তিনি ৷ সলমনের কথায়, "আপনাদের অবদান হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রচুর ৷ কাজেই আমরা আপনাদের প্রতি উদার ছিলাম ৷ এ বার আপনারা আমাদের প্রতি উদার হোন ৷ এখানে কাজ করার সুযোগ দিন ৷"

আরও পড়ুন:

  1. সাড়ম্বরে যাত্রা শুরু চলচ্চিত্র উৎসবের, প্রদীপ জ্বালিয়ে উদ্বোধনে মমতা-সলমন
  2. বাংলাই ফিল্মের ডেস্টিনেশন, এখানে ফিল্ম করুন ! ভাইজানকে অনুরোধ মমতার; আমন্ত্রণ আগামী চলচ্চিত্র উৎসবে
  3. চলচ্চিত্র উৎসবের মঞ্চে সলমন-অনিলের সঙ্গে জমিয়ে নাচলেন মুখ্যমন্ত্রী, দেখুন ভিডিয়ো

কলকাতা, 5 ডিসেম্বর: আমাদেরও কাজ দিন ৷ হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি এতদিন বাংলার সিনেকর্মীদের জন্য উদার ছিল ৷ এ বার আমাদের প্রতিও আপনারা উদার হোন ৷ আমাদেরও এখানে কাজের সুযোগ দিন ৷ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এ কথা বললেন বলিউডের ভাইজান সলমন খান ৷

29তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শুরু থেকেই বলিউডের টাইগারকে নিয়ে উন্মাদনা ছিল তুঙ্গে ৷ মঞ্চে তাঁর হাতে বিশেষ সম্মাননা তুলে দেন বাংলার অভিনেতা দেব ৷ উপস্থাপিকা জুন মালিয়ার অনুরোধে চলচ্চিত্র উৎসবের থিম সঙে মঞ্চে কোমর দোলাতেও দেখা যায় দাবাং স্টারকে ৷ নাচের তালে যোগ দেওয়ার জন্য তিনি ডেকে নেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অনিল কাপুর, সোনাক্ষী সিনহা, শত্রুঘ্ন সিনহা, মহেশ ভাট ও অন্যান্য তারকাদের ৷

এরপর যখন তিনি বক্তব্য রাখতে মঞ্চে ওঠেন তখন তাঁর জন্য গলা ফাটিয়ে উচ্চস্বরে তাঁকে অভিবাদন জানান দর্শকরা ৷ আর তা শুনে শুরুতেই সলমন বলেন, "আপনারা আরও জোরে চিৎকার করুন ৷ যাতে আমি কিছু বলতে না পারি ৷ কারণ আমি যা যা বলব বলে ভেবেছিলাম, আমার আগে যাঁরা এলেন সবাই তা বলে দিয়েছেন ৷"

যদিও দর্শকরা এত সহজে ছাড়ার পাত্র নন ৷ একবার যখন তাঁরা ভাইজানকে কাছে পেয়েছেন, তখন তাঁর মুখ থেকে দু-চার কথা শুনতে চাইবেন সেটাই স্বাভাবিক ৷ দর্শকদের আবদার রেখে সল্লু মিঞা বাংলায় বলে উঠলেন, 'কেমন আছো ?' এরপর তিনি বলেন, "আগেরবার একটা কনসার্টে এখানে এসেছিলাম ৷ পুরো কলকাতা সেখানে এসেছিল ৷ এখানে যখন আসি দিদি বললেন, তোমার চলচ্চিত্র উৎসবে আসা উচিত ৷ আর আপনারা তো জানেন, একবার যো ম্যায়নে কমিটমেন্ট করদি তো ম্যায় খুদকি ভি নহি শুনতা ৷" এরপর সলমন বলেন, এখানে এসে তাঁর মনে হচ্ছে এটাই তাঁর দেখা সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব ৷ এ দিন মুখ্যমন্ত্রীর সাধারণ জীবন যাপনের ভূয়সী প্রশংসা করেন সলমন ৷

এরপর বম্বের ফিল্ম ইন্ডাস্ট্রিতে বাংলার অবদানের কথা তুলে ধরেন বলিউডের সুলতান ৷ তিনি মনে করিয়ে দেন সত্যজিৎ রায়, মৃণাল সেন-সহ বাংলার কিংবদন্তি চিত্রনির্মাতা ও অভিনেতা-অভিনেত্রীদের কথা ৷ আর তারপরই বাংলায় কাজ করার ইচ্ছেপ্রকাশ করেন তিনি ৷ সলমনের কথায়, "আপনাদের অবদান হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রচুর ৷ কাজেই আমরা আপনাদের প্রতি উদার ছিলাম ৷ এ বার আপনারা আমাদের প্রতি উদার হোন ৷ এখানে কাজ করার সুযোগ দিন ৷"

আরও পড়ুন:

  1. সাড়ম্বরে যাত্রা শুরু চলচ্চিত্র উৎসবের, প্রদীপ জ্বালিয়ে উদ্বোধনে মমতা-সলমন
  2. বাংলাই ফিল্মের ডেস্টিনেশন, এখানে ফিল্ম করুন ! ভাইজানকে অনুরোধ মমতার; আমন্ত্রণ আগামী চলচ্চিত্র উৎসবে
  3. চলচ্চিত্র উৎসবের মঞ্চে সলমন-অনিলের সঙ্গে জমিয়ে নাচলেন মুখ্যমন্ত্রী, দেখুন ভিডিয়ো
Last Updated : Dec 5, 2023, 7:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.