ETV Bharat / state

Arrested Fake CBI Officer : ব্যবসায়ী অপহরণের ঘটনায় ভুয়ো সিবিআই অফিসার ধৃত - Arrested Fake CBI Officer

বড়বাজারের গয়না ব্যবসায়ীকে অপহরণ করে তাঁর গয়না লুট করার ঘটনায় গ্রেফতার ভুয়ো সিবিআই অফিসার (Fake CBI Officer Arrested in kolkata) ৷ নরেন্দ্রপুর থানা এলাকা থেকে কুনাল কাঞ্জিলাল ওরফে অনির্বাণ নামে ওই ব্যক্তিকে পাকড়াও করা হয় ৷

Arrested Fake CBI Officer news
অপহরণের ঘটনায় ভুয়ো সিবিআই অফিসার ধৃত
author img

By

Published : Jun 16, 2022, 10:47 PM IST

কলকাতা, 16 জুন : খাস কলকাতায় গ্রেফতার সিবিআইয়ের ভুয়ো পুলিশ সুপার । অভিযোগ, সম্প্রতি বড়বাজারের এক গয়না ব্যবসায়ীকে অপহরণ করে তাঁর গয়না লুট করে এই ভুয়ো এসপি (Fake CBI Officer Arrested in kolkata)। এর আগে এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছিল বড়বাজার থানার পুলিশ । অবশেষে মূল অভিযুক্তের খোঁজ পেল তদন্তকারী আধিকারিকরা । অবশেষে নরেন্দ্রপুর থানা এলাকা থেকে কুনাল কাঞ্জিলাল ওরফে অনির্বাণ নামে এই ব্যক্তিকে গ্রেফতার করে কলকাতা পুলিশ । সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে একটি গাড়ি, সেই গাড়িতে লেখা রয়েছে সিবিআই । পাশাপাশি উদ্ধার করা হয়েছে একটি ওয়াকি টকি । এছাড়াও উদ্ধার হয়েছে একাধিক সিবিআই-এর ভুয়ো নথিপত্র ।

পুলিশ সূত্রে খবর, নিজেকে সিবিআই পুলিশ সুপার বলে পরিচয় দিয়ে বড় বাজারের এক সোনার ব্যবসায়ীকে ফোন নম্বরে ফোন করে লাগাতার ভয় দেখানোর অভিযোগ রয়েছে এই ব্যক্তির বিরুদ্ধে । পরে হাওড়ার স্টেশন চত্বর এলাকা থেকে তাকে গ্রেফতারির নামে অপহরণ করা হয় ।

আরও পড়ুন : মুক্তিপণ চেয়ে ফোন, পুলিশি তৎপরতায় উদ্ধার 2 অপহৃত, গ্রেফতার 6

অভিযোগ, এরপরই তাকে নিউটাউনের একটি নির্জন রাস্তায় গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয় । পাশাপাশি তার রুপোর একাধিক গয়না এবং টাকাপয়সা লুট করে নেওয়া হয় বলে অভিযোগ । এই ঘটনায় কিছুদিন আগেই 5 জন ব্যক্তিকে গ্রেফতার করেছিল বড়বাজার থানার পুলিশ । ধৃতদের বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে । তাদের জিজ্ঞাসাবাদ করেই এই অপহরণের মূল অভিযুক্ত নাগাল পেয়েছে বড়বাজার থানার পুলিশ ।

কলকাতা, 16 জুন : খাস কলকাতায় গ্রেফতার সিবিআইয়ের ভুয়ো পুলিশ সুপার । অভিযোগ, সম্প্রতি বড়বাজারের এক গয়না ব্যবসায়ীকে অপহরণ করে তাঁর গয়না লুট করে এই ভুয়ো এসপি (Fake CBI Officer Arrested in kolkata)। এর আগে এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছিল বড়বাজার থানার পুলিশ । অবশেষে মূল অভিযুক্তের খোঁজ পেল তদন্তকারী আধিকারিকরা । অবশেষে নরেন্দ্রপুর থানা এলাকা থেকে কুনাল কাঞ্জিলাল ওরফে অনির্বাণ নামে এই ব্যক্তিকে গ্রেফতার করে কলকাতা পুলিশ । সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে একটি গাড়ি, সেই গাড়িতে লেখা রয়েছে সিবিআই । পাশাপাশি উদ্ধার করা হয়েছে একটি ওয়াকি টকি । এছাড়াও উদ্ধার হয়েছে একাধিক সিবিআই-এর ভুয়ো নথিপত্র ।

পুলিশ সূত্রে খবর, নিজেকে সিবিআই পুলিশ সুপার বলে পরিচয় দিয়ে বড় বাজারের এক সোনার ব্যবসায়ীকে ফোন নম্বরে ফোন করে লাগাতার ভয় দেখানোর অভিযোগ রয়েছে এই ব্যক্তির বিরুদ্ধে । পরে হাওড়ার স্টেশন চত্বর এলাকা থেকে তাকে গ্রেফতারির নামে অপহরণ করা হয় ।

আরও পড়ুন : মুক্তিপণ চেয়ে ফোন, পুলিশি তৎপরতায় উদ্ধার 2 অপহৃত, গ্রেফতার 6

অভিযোগ, এরপরই তাকে নিউটাউনের একটি নির্জন রাস্তায় গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয় । পাশাপাশি তার রুপোর একাধিক গয়না এবং টাকাপয়সা লুট করে নেওয়া হয় বলে অভিযোগ । এই ঘটনায় কিছুদিন আগেই 5 জন ব্যক্তিকে গ্রেফতার করেছিল বড়বাজার থানার পুলিশ । ধৃতদের বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে । তাদের জিজ্ঞাসাবাদ করেই এই অপহরণের মূল অভিযুক্ত নাগাল পেয়েছে বড়বাজার থানার পুলিশ ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.