ETV Bharat / state

Khunti Pujo: রথের দিনে খুঁটিপুজো, মহম্মদ আলি পার্ক যুব সমিতিতে পুজো এসে গেল - Muhammad Ali Park Yuva Samiti

রথযাত্রায় খুঁটি পুজো হয়ে গেল মহম্মদ আলি পার্ক যুব সমিতির দুর্গাপুজোয় ৷ হাজির ছিলেন বিধায়ক ও কাউন্সিলররা ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jun 21, 2023, 2:22 PM IST

কলকাতা, 21 জুন: বাঙালির বারো মাসে তেরো পার্বণ যেমন চেনা সংলাপ তেমনি একটির সঙ্গে আরেকটির সূত্র আছে সেটাও 100 ভাগ খাঁটি কথা । যেমন পয়লা বৈশাখ কিংবা রথযাত্রার দিনেই দুর্গাপুজোর প্রথম পর্বের খুঁটি পুজোর কাজটি সেরে নেয় অনেক পুজো উদ্যোক্তাই । এবারও রথের দিনে শারদীয় উৎসবের শুভ সূচনা হয়ে গেল মহম্মদ আলি পার্কের যুব সমিতিতে । মঙ্গলবার রথযাত্রায় খুঁটিপুজোর মাধ্যমে শারদীয় অনুষ্ঠানের এই সূচনা পর্বে হাজির ছিলেন বিধায়ক তাপস রায়, বিধায়ক স্মিতা বকসি, প্রাক্তন বিধায়ক সঞ্জয় বকসি, প্রাক্তন বিধায়ক রেহানা খাতুন ও কাউন্সিলর রাজেশ সিনহা-সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব ।

রথযাত্রার এই পুণ্য লগ্নটিকে অনেক পুজো উদ্যোক্তাই বেছে নেন খুঁটিপুজোর জন্য । তার মধ্যে মহম্মদ আলি পার্কের যুব সমিতি একটি । ঐতিহ্য এবং সৃজনশীলতার সঙ্গে এবার 55তম বর্ষে পদার্পণ করছে এই পুজো । প্যান্ডেল থেকে মূর্তি, পরিবেশ, নিরাপত্তা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির মতো বিষয় এই উৎসবে বিশেষ জায়গা করে নিয়েছে । পাশাপাশি প্রশংসার দাবিদারও ।

মহম্মদ আলি পার্ক দুর্গাপুজোর সাধারণ সম্পাদক সুরেন্দ্র কে শর্মা এই বিষয়ে বলেন, "বিগত বছরগুলিতে আমাদের পুজো বিভিন্ন বিভাগে পুরষ্কৃত হয়েছে । লক্ষ লক্ষ দর্শনার্থীর আগমন ঘটে আমাদের প্যান্ডেলে । আমরা সব রকম নিরাপত্তা এবং সাবধানতা বজায় রাখার চেষ্টা করি প্রত্যেক বছর । এবারের থিমেও আছে দারুণ চমক । একটু অপেক্ষা করতে হবে তার জন্য ।"

1969 সালে প্রতিষ্ঠিত হয় মহম্মদ আলি পার্কের যুব সমিতি । গতবছর এদের থিম ছিল 'শিসমহল' । এবারের থিম কী তা চমক হিসেবেই রেখেছেন উদ্যোক্তারা । তবে শুধু রথের দিনই নয়, পরবর্তীতে উলটো রথ ও জন্মাষ্টমীতেও বহু জায়গায় দুর্গাপুজোর খুঁটিপুজো হয়ে থাকে ৷ তবে রথযাত্রার মধ্যে দিয়ে দুর্গাপুজোর খুঁটিপুজো মূলত শুরু হয়ে থাকে বলে মনে করা হয় ৷

কলকাতা, 21 জুন: বাঙালির বারো মাসে তেরো পার্বণ যেমন চেনা সংলাপ তেমনি একটির সঙ্গে আরেকটির সূত্র আছে সেটাও 100 ভাগ খাঁটি কথা । যেমন পয়লা বৈশাখ কিংবা রথযাত্রার দিনেই দুর্গাপুজোর প্রথম পর্বের খুঁটি পুজোর কাজটি সেরে নেয় অনেক পুজো উদ্যোক্তাই । এবারও রথের দিনে শারদীয় উৎসবের শুভ সূচনা হয়ে গেল মহম্মদ আলি পার্কের যুব সমিতিতে । মঙ্গলবার রথযাত্রায় খুঁটিপুজোর মাধ্যমে শারদীয় অনুষ্ঠানের এই সূচনা পর্বে হাজির ছিলেন বিধায়ক তাপস রায়, বিধায়ক স্মিতা বকসি, প্রাক্তন বিধায়ক সঞ্জয় বকসি, প্রাক্তন বিধায়ক রেহানা খাতুন ও কাউন্সিলর রাজেশ সিনহা-সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব ।

রথযাত্রার এই পুণ্য লগ্নটিকে অনেক পুজো উদ্যোক্তাই বেছে নেন খুঁটিপুজোর জন্য । তার মধ্যে মহম্মদ আলি পার্কের যুব সমিতি একটি । ঐতিহ্য এবং সৃজনশীলতার সঙ্গে এবার 55তম বর্ষে পদার্পণ করছে এই পুজো । প্যান্ডেল থেকে মূর্তি, পরিবেশ, নিরাপত্তা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির মতো বিষয় এই উৎসবে বিশেষ জায়গা করে নিয়েছে । পাশাপাশি প্রশংসার দাবিদারও ।

মহম্মদ আলি পার্ক দুর্গাপুজোর সাধারণ সম্পাদক সুরেন্দ্র কে শর্মা এই বিষয়ে বলেন, "বিগত বছরগুলিতে আমাদের পুজো বিভিন্ন বিভাগে পুরষ্কৃত হয়েছে । লক্ষ লক্ষ দর্শনার্থীর আগমন ঘটে আমাদের প্যান্ডেলে । আমরা সব রকম নিরাপত্তা এবং সাবধানতা বজায় রাখার চেষ্টা করি প্রত্যেক বছর । এবারের থিমেও আছে দারুণ চমক । একটু অপেক্ষা করতে হবে তার জন্য ।"

1969 সালে প্রতিষ্ঠিত হয় মহম্মদ আলি পার্কের যুব সমিতি । গতবছর এদের থিম ছিল 'শিসমহল' । এবারের থিম কী তা চমক হিসেবেই রেখেছেন উদ্যোক্তারা । তবে শুধু রথের দিনই নয়, পরবর্তীতে উলটো রথ ও জন্মাষ্টমীতেও বহু জায়গায় দুর্গাপুজোর খুঁটিপুজো হয়ে থাকে ৷ তবে রথযাত্রার মধ্যে দিয়ে দুর্গাপুজোর খুঁটিপুজো মূলত শুরু হয়ে থাকে বলে মনে করা হয় ৷

আরও পড়ুন : 500 গ্রাম সোনা দিয়ে শ্যামা পুজোর খুঁটিপুজো

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.