ETV Bharat / state

পরজীবী মানসিকতা না-ছাড়লে ভারত একদিন কংগ্রেস মুক্ত হবে, দলকে তীব্র কটাক্ষ কৌস্তভের - assembly elections results

Kaustav Bagchi: বিধানসভা নির্বাচনে রাজস্থান, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে কংগ্রেসের খারাপ ফলের পরেই দলকে একহাত নিলেন কৌস্তভ বাগচী ৷ করলেন, পরজীবী মানসিকতা বলে কটাক্ষ ৷

ETV Bharat
কৌস্তভ বাগচী
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 3, 2023, 4:18 PM IST

কৌস্তভ বাগচীর বক্তব্য

কলকাতা,03 ডিসেম্বর: "দুনিয়ার চোর-জোচ্চরদের সঙ্গে এক মঞ্চ ভাগ করার ফল যা হওয়ার তাই হয়েছে ৷ নিজে বলবান না-হয়ে পরজীবী হয়ে বাঁচার মানসিকতা না-ছাড়তে পারলে, সত্যিই একদিন কংগ্রেস মুক্ত ভারত হয়ে যাবে। কংগ্রেস মুক্ত ভারত করার ক্ষেত্রে বিজেপির যত না কৃতিত্ব, তার থেকে অনেক বেশি কৃতিত্ব আমাদের নিজেদের ৷" বিধানসভা নির্বাচনে রাজস্থান, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে কংগ্রেসের ভরাডুবির পর রবিবার এমনই প্রতিক্রিয়া দিলেন রাজ্যের কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী।

এদিন ফের কংগ্রেসের বিরুদ্ধেই সরব হয়েছেন কৌস্তভ ৷ কংগ্রেসের দলীয় সংগঠনকে মজবুত না-করে বিজেপি বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলকে একাট্টা করার যে চেষ্টা করছে তা উচিত নয় বলেই মনে করছেন তিনি । এদিন তিনি বলেন, "সৎ সঙ্গে স্বর্গ বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। দুনিয়ার চোর এক হলে কী অবস্থা হতে পারে এটা তার ফলশ্রুতি ৷ নিজে বলবান না-হয়ে পরজীবী হয়ে থাকার যে মানসিকতা এটাই কংগ্রেসকে ডোবাচ্ছে ৷ এই মানসিকতা যতদিন থাকবে দলের এই ভরাডুবি ততদিন হবে ৷"

এদিন একইসঙ্গে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব তো বটেই, জাতীয় কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকেও সতর্ক করে দিয়েছেন কৌস্তভ ৷ আগামী বুধবার দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক ডেকেছে কংগ্রেস । এই অবস্থায় চোর-জোচ্চররা একমঞ্চে বলে ইন্ডিয়া জোট নিয়ে কংগ্রেসের তৎপরতাকেও তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছেন কৌস্তভ ৷

উল্লেখ্য, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের পাশে দাঁড়িয়ে গতকালই লোকসভার স্পিকারকে চিঠি দেন লোকসভার কংগ্রেস নেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ৷ অধীরের এই অবস্থানেরও শনিবার সমালোচনা করেছিলেন কৌস্তভ ৷ জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গের কংগ্রেস কর্মীদের অবস্থা গিনিপিগের থেকেও খারাপ । এত পরীক্ষা-নিরীক্ষা গিনিপিগদের নিয়েও হয় না । এবার থেকে চোরকে সাধু বলার অভ্যাস করতে হবে।

আরও পড়ুন:

  1. মধ্যপ্রদেশে বিজেপির তুখোড় ব্যাটিং, ম্যাজিক দেখাল 'লাডলি বেহেনা'!
  2. বদলের হাওয়া ছত্তিশগড়ে ! গেরুয়ার দাপটে ভরসা কমছে হাতে
  3. এবার মোদি সুনামির অপেক্ষায় বাংলা, বিধানসভা ভোটে বিজেপি'র সাফল্যে হুংকার শুভেন্দুর

কৌস্তভ বাগচীর বক্তব্য

কলকাতা,03 ডিসেম্বর: "দুনিয়ার চোর-জোচ্চরদের সঙ্গে এক মঞ্চ ভাগ করার ফল যা হওয়ার তাই হয়েছে ৷ নিজে বলবান না-হয়ে পরজীবী হয়ে বাঁচার মানসিকতা না-ছাড়তে পারলে, সত্যিই একদিন কংগ্রেস মুক্ত ভারত হয়ে যাবে। কংগ্রেস মুক্ত ভারত করার ক্ষেত্রে বিজেপির যত না কৃতিত্ব, তার থেকে অনেক বেশি কৃতিত্ব আমাদের নিজেদের ৷" বিধানসভা নির্বাচনে রাজস্থান, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে কংগ্রেসের ভরাডুবির পর রবিবার এমনই প্রতিক্রিয়া দিলেন রাজ্যের কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী।

এদিন ফের কংগ্রেসের বিরুদ্ধেই সরব হয়েছেন কৌস্তভ ৷ কংগ্রেসের দলীয় সংগঠনকে মজবুত না-করে বিজেপি বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলকে একাট্টা করার যে চেষ্টা করছে তা উচিত নয় বলেই মনে করছেন তিনি । এদিন তিনি বলেন, "সৎ সঙ্গে স্বর্গ বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। দুনিয়ার চোর এক হলে কী অবস্থা হতে পারে এটা তার ফলশ্রুতি ৷ নিজে বলবান না-হয়ে পরজীবী হয়ে থাকার যে মানসিকতা এটাই কংগ্রেসকে ডোবাচ্ছে ৷ এই মানসিকতা যতদিন থাকবে দলের এই ভরাডুবি ততদিন হবে ৷"

এদিন একইসঙ্গে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব তো বটেই, জাতীয় কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকেও সতর্ক করে দিয়েছেন কৌস্তভ ৷ আগামী বুধবার দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক ডেকেছে কংগ্রেস । এই অবস্থায় চোর-জোচ্চররা একমঞ্চে বলে ইন্ডিয়া জোট নিয়ে কংগ্রেসের তৎপরতাকেও তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছেন কৌস্তভ ৷

উল্লেখ্য, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের পাশে দাঁড়িয়ে গতকালই লোকসভার স্পিকারকে চিঠি দেন লোকসভার কংগ্রেস নেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ৷ অধীরের এই অবস্থানেরও শনিবার সমালোচনা করেছিলেন কৌস্তভ ৷ জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গের কংগ্রেস কর্মীদের অবস্থা গিনিপিগের থেকেও খারাপ । এত পরীক্ষা-নিরীক্ষা গিনিপিগদের নিয়েও হয় না । এবার থেকে চোরকে সাধু বলার অভ্যাস করতে হবে।

আরও পড়ুন:

  1. মধ্যপ্রদেশে বিজেপির তুখোড় ব্যাটিং, ম্যাজিক দেখাল 'লাডলি বেহেনা'!
  2. বদলের হাওয়া ছত্তিশগড়ে ! গেরুয়ার দাপটে ভরসা কমছে হাতে
  3. এবার মোদি সুনামির অপেক্ষায় বাংলা, বিধানসভা ভোটে বিজেপি'র সাফল্যে হুংকার শুভেন্দুর
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.