ETV Bharat / state

Kasim Bazar TT Prize: কাশিমবাজারে টিটির পুরস্কারে মিলল স্মার্ট টিভি থেকে মোবাইল - Kasim Bazar TT Prize Smart TV and Mobile

কাশিমবাজার টেবল টেনিসের ফাইনাল ছিল রবিবার ৷ সেখানে দেওয়া হল বহুমূল্য পুরস্কার (Kasim Bazar TT Prize) ৷

Kasim Bazar TT Prize
কাশিমবাজার টিটির পুরস্কারে স্মার্ট টিভি থেকে মোবাইল
author img

By

Published : Aug 8, 2022, 8:34 AM IST

কলকাতা, 8 অগস্ট: কাশিমবাজার টিটির পুরস্কারে স্মার্ট টিভি থেকে মোবাইল । সঙ্গে আর্থিক পুরস্কার তো আছেই । সেই সঙ্গে স্মার্ট টিভি, হাতঘড়ি, মোবাইল ফোনও ছিল (Kasim Bazar TT Prize) ৷ রাজডাঙা ক্লাব সমন্বয় আয়োজিত কাশিমবাজার টেবল টেনিসের ফাইনাল ছিল রবিবার । সেখানে বহুমূল্য পুরস্কারের ছড়াছড়ি । এতদিন ঘড়ি-টিভি পুরস্কার হিসেবে খেলোয়াড়দের হাতে উঠত পাড়ার ফুটবল ক্রিকেট টুর্নামেন্টে । এবার সেই ছোয়া কাশিমবাজার টেবিল টেনিস টুর্নামেন্টের মত বনেদি প্রতিযোগিতায় ।

সংস্থার প্রেসিডেন্ট সুশান্ত কুমার ঘোষ বলেন, "এত বড় মানের পুরস্কার কলকাতার টিটিতে হয়ত এই প্রথম । আমরা সবাইকে উৎসাহ দিতে চেয়েছি । এখান থেকেই ভবিষ্যৎ তারকারা জন্ম নেবে ।"

বাংলার প্রায় সব সেরা খেলোয়াড়রাই এই টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন । কোভিড বাধানিষেধ সরিয়ে টেবিল টেনিস প্রতিযোগিতা পুরনো ছন্দে হচ্ছে । নথিভুক্ত খেলোয়াড়ের সংখ্যা প্রায় দ্বিগুন হয়েছে এই মরসুমে । জাতীয় আর্ন্তজাতিক টুর্নামেন্টে বাংলার খেলোয়াড়রা ভালো খেলছেন । জাতীয় পর্যায়ের টুর্নামেন্ট এই রাজ্যে আয়োজিত হতে চলেছে । এই অবস্থায় খেলোয়াড়রাও তাদের সেরাটা বিভিন্ন টুর্নামেন্টে নিংড়ে দিচ্ছেন ।

আরও পড়ুন: জানুয়ারিতে জাতীয় টিটি চ্যাম্পিয়নশিপ হতে পারে নেতাজি ইন্ডোরে

ছেলেদের সিনিয়রে সেরা হয়েছেন রণিত ভঞ্জ । মেয়েদের সেরা পয়মন্তি বৈশ্য । বিভিন্ন বিভাগে চ্যাম্পিয়ন হলেন শুভাঙ্কৃতা দত্ত, সানভি রায়, অঙ্কুর ভট্টাচার্য, সিন্দ্রেলা দাস, প্রিয়াংশু কর্মকার । টুর্নামেন্টের সেরা অঙ্কুর ভট্টাচার্য ও শুভাঙ্কৃতা দত্ত । বিজয়ীদের পুরস্কৃত করলেন পৌলমী ঘটক, মৌমা দাস, সৌম্যদীপ রায়, সাঁতারু বুলা চৌধুরীরা ।

পদ্মশ্রী মৌমা দাস বলেন, "আমারও এই টুর্নামেন্টে খেলার ইচ্ছে ছিল । নানা কারণে হল না । তবে, সবাই যেভাবে খেলল তাতে বলা যায় এরাই টিটিতে পথ দেখাবে দেশকে ।" আর পৌলমীর কথায়, আমরা নিজেরা দেশের হয়ে খেলেছি । এখন আরও অনেক খেলোয়ার তৈরি করে দেশকে উপহার দিতে চাই । আমাদের এই অ্যাকাডেমিতে যে সুযোগ-সুবিধে পাওয়া যায়, এক কথায় সবার জন্যই অসাধারণ । যে ভালোভাবে এই সুবিধে কাজে লাগাতে পারবে, সে সফল হবে ।

কলকাতা, 8 অগস্ট: কাশিমবাজার টিটির পুরস্কারে স্মার্ট টিভি থেকে মোবাইল । সঙ্গে আর্থিক পুরস্কার তো আছেই । সেই সঙ্গে স্মার্ট টিভি, হাতঘড়ি, মোবাইল ফোনও ছিল (Kasim Bazar TT Prize) ৷ রাজডাঙা ক্লাব সমন্বয় আয়োজিত কাশিমবাজার টেবল টেনিসের ফাইনাল ছিল রবিবার । সেখানে বহুমূল্য পুরস্কারের ছড়াছড়ি । এতদিন ঘড়ি-টিভি পুরস্কার হিসেবে খেলোয়াড়দের হাতে উঠত পাড়ার ফুটবল ক্রিকেট টুর্নামেন্টে । এবার সেই ছোয়া কাশিমবাজার টেবিল টেনিস টুর্নামেন্টের মত বনেদি প্রতিযোগিতায় ।

সংস্থার প্রেসিডেন্ট সুশান্ত কুমার ঘোষ বলেন, "এত বড় মানের পুরস্কার কলকাতার টিটিতে হয়ত এই প্রথম । আমরা সবাইকে উৎসাহ দিতে চেয়েছি । এখান থেকেই ভবিষ্যৎ তারকারা জন্ম নেবে ।"

বাংলার প্রায় সব সেরা খেলোয়াড়রাই এই টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন । কোভিড বাধানিষেধ সরিয়ে টেবিল টেনিস প্রতিযোগিতা পুরনো ছন্দে হচ্ছে । নথিভুক্ত খেলোয়াড়ের সংখ্যা প্রায় দ্বিগুন হয়েছে এই মরসুমে । জাতীয় আর্ন্তজাতিক টুর্নামেন্টে বাংলার খেলোয়াড়রা ভালো খেলছেন । জাতীয় পর্যায়ের টুর্নামেন্ট এই রাজ্যে আয়োজিত হতে চলেছে । এই অবস্থায় খেলোয়াড়রাও তাদের সেরাটা বিভিন্ন টুর্নামেন্টে নিংড়ে দিচ্ছেন ।

আরও পড়ুন: জানুয়ারিতে জাতীয় টিটি চ্যাম্পিয়নশিপ হতে পারে নেতাজি ইন্ডোরে

ছেলেদের সিনিয়রে সেরা হয়েছেন রণিত ভঞ্জ । মেয়েদের সেরা পয়মন্তি বৈশ্য । বিভিন্ন বিভাগে চ্যাম্পিয়ন হলেন শুভাঙ্কৃতা দত্ত, সানভি রায়, অঙ্কুর ভট্টাচার্য, সিন্দ্রেলা দাস, প্রিয়াংশু কর্মকার । টুর্নামেন্টের সেরা অঙ্কুর ভট্টাচার্য ও শুভাঙ্কৃতা দত্ত । বিজয়ীদের পুরস্কৃত করলেন পৌলমী ঘটক, মৌমা দাস, সৌম্যদীপ রায়, সাঁতারু বুলা চৌধুরীরা ।

পদ্মশ্রী মৌমা দাস বলেন, "আমারও এই টুর্নামেন্টে খেলার ইচ্ছে ছিল । নানা কারণে হল না । তবে, সবাই যেভাবে খেলল তাতে বলা যায় এরাই টিটিতে পথ দেখাবে দেশকে ।" আর পৌলমীর কথায়, আমরা নিজেরা দেশের হয়ে খেলেছি । এখন আরও অনেক খেলোয়ার তৈরি করে দেশকে উপহার দিতে চাই । আমাদের এই অ্যাকাডেমিতে যে সুযোগ-সুবিধে পাওয়া যায়, এক কথায় সবার জন্যই অসাধারণ । যে ভালোভাবে এই সুবিধে কাজে লাগাতে পারবে, সে সফল হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.