কলকাতা, 21 সেপ্টেম্বর: শারীরিক অসুস্থতার কারণে বর্তমানে ছুটিতে রয়েছেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর, তিনি সুস্থ হয়ে কাজে যোগ দেওয়া পর্যন্ত মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি পদের দায়িত্ব অস্থায়ীভাবে দেওয়া হচ্ছে কলকাতা জেলার প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি কার্তিক মান্নাকে। তিনি আগামীকালই মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির দায়ভার গ্রহণ করবেন বলে জানা গেছে।
অগাস্ট মাসের শেষ সপ্তাহে কোরোনায় আক্রান্ত হয়ে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভরতি হন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। মাঝখানে তাঁর শারীরিক অবস্থার অবনতিও হয়। দীর্ঘদিন পর তাঁর COVID-19 রিপোর্ট নেগেটিভ আসার পর গত শনিবার তাঁকে হাসপাতাল ছুটি দেওয়া হয়। তবে, শুধু কোরোনা পজিটিভ নয়, তার আগে থেকেই হার্টের সমস্যায় ভুগছিলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়। তাঁর অ্যাঞ্জিওপ্ল্যাস্টিও হয়। সবমিলিয়ে তাঁকে চিকিৎসকরা এখন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে।
সূত্রের খবর, কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের পুরোপুরি সুস্থ হয়ে কাজে যোগ দিতে সময় লাগতে পারে। তাই সেই সময়ে অস্থায়ীভাবে পর্ষদ সভাপতি পদে নিয়োগ করা হচ্ছে প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি কার্তিক মান্নাকে। বিকাশ ভবন সূত্রে খবর, তিনি আগামীকালই মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি পদের দায়িত্বভার গ্রহণ করবেন।