কলকাতা, 31 অক্টোবর : সন্ধ্যায় খুন । কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থানে যান কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ) মুরলীধর শর্মা । তখন মৃত আবদুল রফিকের বিবি জাহেদা সেলিম ফ্ল্যাটে চুপচাপ বসে । না, শোকে পাথর হয়ে যাননি । চোখে জলও নেই । অনেকটাই যেন স্বাভাবিক । যে ড্রয়ারের মধ্যে প্রায় 7 লাখ টাকা ছিল সেটি নিয়ে প্রশ্ন করতেই কেঁদে ফেলেন । বিষয়টি কিছুটা আশ্চর্যই করেছে তদন্তকারীদের । সূত্রের খবর তেমনটাই ।
সূত্র জানাচ্ছে, গোয়েন্দা প্রধান নীলুর থেকে জানতে চান, ঘর থেকে কিছু কি খোয়া গেছে? নিলু জানান, যে ট্রান্সপারেন্ট কন্টেনারে প্রায় 7 লাখ টাকা ছিল, তেমনই আরও একটি কন্টেইনার ছিল ওই ড্রয়ারে । সেটি খুঁজে পাওয়া যাচ্ছে না । তাতেও নাকি ছিল টাকা । পরে দেখা যায় যে গদির উপর বসে আছেন নীলু তার তলাতেই রয়েছে সেই কন্টেনার । তাতে টাকা-পয়সা নেই । আছে পাসপোর্ট-সহ কিছু প্রয়োজনীয় কাগজপত্র । পুলিশের সূত্র জানাচ্ছে, নীলু তদন্তকারীদের বোঝানোর চেষ্টা করছিলেন, লুটের উদ্দেশ্যেই এই খুন! অথচ বাড়ি থেকে কিছুই খোয়া যায়নি ।
পুলিশ নীলুকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে । সেখানে উঠে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য । এমনিতেই অসমবয়সী বিয়ে হয়েছিল নীলুর সঙ্গে রফিকের । রফিকের বয়স 64 । আর নীলুর 40। দু'জনের মধ্যে সামাজিকভাবেও রয়েছে প্রচুর অমিল । একটা সময় যথেষ্ট অবস্থাপন্ন ছিল রফিকের পরিবার । তার ছিটেফোঁটা এখনও রয়ে গেছে । অন্যদিকে নীলু নিম্নবিত্ত পরিবারের । রফিক অনেকটাই গোছানো মানুষ । পুলিশ জেনেছে, নীলু ততটাই অগোছালো । জেরায় তিনি পুলিশকে জানিয়েছেন, ইচ্ছামত হাত খরচা নীলুকে দিতেন না রফিক । মাসে 2 থেকে 3 হাজার টাকা তার জন্য বরাদ্দ ছিল । সেই হিসেবটাও ক্যালেন্ডারের পাতায় লিখে রাখতেন রফিক । এই বিষয়গুলো নিয়ে বিবির সঙ্গে মনোমালিন্য লেগেই থাকত বলে জানতে পেরেছে তদন্তকারীরা ।
পুলিশ সূত্রে খবর ঘটনায় ইতিমধ্যে প্রায় 50 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে । রফিকের যে ভাইরা বাংলাদেশে থাকেন, তাদের সঙ্গেও কথা বলেছে পুলিশ । পাশাপাশি রফিকের হাত ও গলার ক্ষত চিহ্ন দেখে হোমিসাইডের দুঁদে অফিসাররা মনে করছেন, দুষ্কৃতীরা চপার চালাতে ওস্তাদ । পাশাপাশি রফিকের সঙ্গে নীলুর মনোমালিন্যের জেরে তাঁদের সম্পর্কের মাঝে কোনও তৃতীয় ব্যক্তি এসেছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে ।