কলকাতা, 17 অগস্ট: রাজ্যে এসেও মমতার বিরুদ্ধে নীরব ছিলেন সিপিআই নেতা কানহাইয়া কুমার । বামেদের ব্রিগেড সমাবেশে গরহাজির থেকেও জমি আন্দোলন নিয়ে সিপিএমকে তুলধনা করেছিলেন সেদিন । সেই কানহাইয়া কুমার 2024 লোকসভা ভোটের আগে ফের বাংলায় আসছেন । কিন্তু এবার কংগ্রেস নেতা হিসেবে আসছেন । তাহলে কি এবার মমতার বিরুদ্ধে সরব হবেন তিনি ? রাজ্যের শাসকদলের নেতাদের চুরি, দুর্নীতি, চাকরি বিক্রির অভিযোগ থেকে কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ভোট না হওয়া নিয়ে এই ছাত্র নেতা কি কিছু বলবেন ? তাঁর কলকাতা সফরের আগে সেই প্রশ্ন উঠতে শুরু করেছে ।
আগামী ২৮ অগস্ট ছাত্র পরিষদের 70তম প্রতিষ্ঠাতা দিবস । ওই মহাজাতি সদন-সহ একাধিক জায়গায় নানা কর্মসূচি রয়েছে এই ছাত্র সংগঠনের । সেই সব কর্মসূচিতে যোগ দেবেন কানহাইয়া কুমার । তিনি এখন এনএসইউআই-এর পর্যবেক্ষক৷ তাঁর সঙ্গে ওই দিন থাকবেন এনএসইউআই-এর সভাপতি নীরজ কুন্দনও ৷ তাঁরা ছাত্র পরিষদকে নতুন দিশা দেখাবেন বলে আশা করছেন সংগঠনের নেতারা । এবার প্রতিষ্ঠাতা দিবসের অনুষ্ঠানে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরী, জাতীয় কংগ্রেসের একাধিক নেতাও উপস্থিত থাকবেন বলে বিধান ভবন সূত্রে খবর ।
আরও পড়ুন: কংগ্রেস কোনও দল নয়, একটা ভাবধারা ; রাহুলের হাত ধরে ঘোষণা কানহাইয়ার
সারা দেশে বিজেপিকে রুখতে 2024 লোকসভা ভোটের আগে বিরোধীরা এককাট্টা হচ্ছে । এরাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসও সেই বিরোধী শিবির 'ইন্ডিয়া' জোটে নাম লিখিয়েছে । কিন্তু, এ রাজ্যে 2023 পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে বাম-কংগ্রেসের একা হওয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নানা মন্তব্য করেছেন । বাংলায় বিজেপি, সিপিএম ও কংগ্রেস ঐক্যবদ্ধ হয়েছে বলে অভিযোগ মমতার ৷ একে তিনি 'বিজেন্ডিয়া' বলে কটাক্ষ করেছেন ৷
এই পরিস্থিতিতে এআইসিসি সদস্য ও এনএসইউআই-এর পর্যবেক্ষক কানহাইয়া কুমার, অধীর চৌধুরী রাজ্যের দুর্নীতি তোলাবাজি প্রশাসনিক ব্যর্থতা নিয়ে সরব হবেন বলেই কংগ্রেস ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদ দাবি করেছেন ।
বৃহস্পতিবার ইটিভি ভারতকে সৌরভ প্রসাদ বলেন, "জাতীয়স্তরে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট নিয়ে দিল্লি যা পদক্ষেপ করবে, তা আমরা মেনে নেব । কিন্তু এ রাজ্যের শাসক দল তৃণমূল যে চুরি দুর্নীতি করছে, তার বিরুদ্ধে আমাদের যা আগের অবস্থান ছিল, তা আমরা অবশ্যই তুলে ধরব । যাদবপুর সেন্ট পলস-সহ একাধিক বিশ্ববিদ্যালয়ের হস্টেলের যে দুরবস্থা, তা আমরা তুলে ধরব ।’’
আরও পড়ুন: রাহুল গান্ধির আসল চেহারা প্রকাশ পেয়েছে ভারত জোড়ো যাত্রায়: কানহাইয়া কুমার
তিনি আরও বলেন, ‘‘কেন 2016 সালের পর থেকে কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভোট হয় না ? তৃণমূলের ছাত্র সংগঠনের নেতারা লাখ লাখ টাকা তোলাবাজি করে ? যোগ্য চাকরিপ্রার্থীদের কেন হাজার দিন রাস্তায় থাকতে হবে ? শুধু শাসক দল নয় কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধেও আমরা সরব হব । বিশ্বভারতী-সহ একাধিক বিশ্ববিদ্যালয় গৈরিকীকরণ চলছে । জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধেও সুর চড়াব আমরা । কানহাইয়া-সহ উপস্থিত নেতারা সে বিষয়ে বিস্তারিত বলবেন ।"