ETV Bharat / state

Kanhaiya Kumar: বিজেপি-আরএসএস নিয়ে সরব হলেও মমতায় নীরব রইলেন কানহাইয়া কুমার - ইন্ডিয়া

Kanhaiya Kumar remained silent on Mamata. বিজেপি, আরএসএস নিয়ে সরব হলেও নীরব রইলেন মমতা প্রসঙ্গে ৷ 'ইন্ডিয়া' জোটের সাফল্যও দাবি করলেন কংগ্রেস নেতা কনহাইয়া কুমার ৷ একই সঙ্গে, কানহাইয়া তাঁর বক্তব্যে চিরাচরিতভাবে উগ্র হিন্দুত্বের বিরোধিতা করা থেকে সংবিধান রক্ষার পক্ষেও এদিন তীব্র সওয়াল করেন।

Etv Bharat
কানহাইয়া কুমার
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 28, 2023, 6:26 PM IST

কলকাতা, 28 অগস্ট: ছাত্র পরিষদের 70 তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে মহাজাতি সদনে অন্যতম বক্তা ছিলেন কংগ্রেস নেতা কানহাইয়া কুমার। কম-বেশি 55 মিনিট বক্তব্য রেখেছেন তিনি। গোটাটাই বিজেপি ও আরএসএস-কে আক্রমণ করে। বক্তব্যের শেষে দিকে তিনি বলেন, "ভারত এক জোট থাকলে 'ইন্ডিয়া' জিতবে আর এনডিএ হারবে।" তবে সোমবার একটি শব্দও তৃণমূল বিরোধিতায় ব্যয় করেননি তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে এদিন নীরবই থাকলেন কানহাইয়া।

এদিন গান্ধি মূর্তি পাদদেশে তৃণমূল ছাত্র পরিষদ পালন করেছে তাদের প্রতিষ্ঠা দিবস। বক্তার তালিকায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্ধ্যাপাধ্যায়। আর সেই একই সময়ে খানিক দূরে মহাজাতি সদনে কংগ্রেসের ছাত্র সংগঠনের তরফে পালন হয় এই দিনটি। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, প্রদীপ ভট্টাচার্য-সহ একাধিক কংগ্রেস নেতৃত্ব। এদিন কানহাইয়া তাঁর বক্তব্যে চিরাচরিতভাবে উগ্র হিন্দুত্বের বিরোধীতা করা থেকে সংবিধান রক্ষার পক্ষে সওয়াল করেন। চন্দ্রযান নিয়ে বিজ্ঞানীদের সাফল্য মোদি গ্রাস করতে চাইছে সেই বিষয়ও তুলে ধরে বলেন, "যদি চন্দ্রযান সাফল্য মোদির হয় তাহলে মণিপুরে মহিলাদের উপর অত্যাচারের ঘটনার দায়ও তাঁর। খেলায় জিতে দেশের নাম উজ্জ্বল করে খেলোয়াররা সেটা মোদির ক্রেডিট হলে, বহু মানুষ দু'মুঠো ভাত জোগাড় করতে না পেরে মরে যান, সেটাও মোদির দায়।"

কানহাইয়া বলেন, "এক সময় এরা দেশের পতাকায় তিনটে রং ছিল বলে মানতে চায়নি, অশুভ বলেছিল। বিজ্ঞান চর্চাকে বিদেশি সংস্কৃতি বলত।" পরিবার তন্ত্র নিয়ে বার-বারই কংগ্রেসকে নিশানা করে বিজেপি। তবে সেই প্রসঙ্গে, এদিন কানহাইয়া কুমার পালটা বিজেপি নেতাদের একাধিক ছেলে-মেয়ে পরিবারের লোকজন বিধায়ক হওয়ার উদাহরণ তুলে ধরেন। তাঁর কথায়, "ছাত্র নেতা হতে গেলে, ছাত্র হতে হয় আগে। লাগে স্কুল কলেজের কাগজ। নিয়মিত পড়াশোনা করা পড়ুয়ারাই ছাত্র আন্দোলন গড়তে বড় ভূমিকা নিতে পারে।"

আরও পড়ুন: 'গোলি মারো বললেই গ্রেফতার, পুজোর পরে ছাত্র সংসদ নির্বাচন'; বললেন মমতা

তাঁর দাবি, " জ্যোতিরাদিত্য সিন্ধিয়া যখন কংগ্রেসে ছিলেন তখন দুর্নীতিগ্রস্ত ছিলেন, আর বিজেপিতে গিয়ে সৎ হয়ে গেলেন? দেশের মানুষের মৌলিক চাহিদার কে দাবি রুটি রুজি বাসস্থানের কৌশলে চাপা দিতে চাইছেন।" প্রধামন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, "দেশে আপনার রাজ চলবে না লোকতন্ত্র আছে। নিউটনের সূত্র টেনে বলেন, দেশের মানুষের কন্ঠ যত চাপতে চাইবেন আরো বেশি ছড়াবে। মোদি কোটি কোটি টাকা খরচ করেছে রাহুল গান্ধীকে পাপ্পু প্রমাণ করার জন্য। তার পাল্টা প্রশ্ন যদি তাই হয় তাহলে আপনি এত গুরুত্ব দিচ্ছেন কেন? তিনি জানেন তাঁকে ইডি, সিবিআই দিয়ে ভয় পাওয়ানো যাবে না।"

কলকাতা, 28 অগস্ট: ছাত্র পরিষদের 70 তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে মহাজাতি সদনে অন্যতম বক্তা ছিলেন কংগ্রেস নেতা কানহাইয়া কুমার। কম-বেশি 55 মিনিট বক্তব্য রেখেছেন তিনি। গোটাটাই বিজেপি ও আরএসএস-কে আক্রমণ করে। বক্তব্যের শেষে দিকে তিনি বলেন, "ভারত এক জোট থাকলে 'ইন্ডিয়া' জিতবে আর এনডিএ হারবে।" তবে সোমবার একটি শব্দও তৃণমূল বিরোধিতায় ব্যয় করেননি তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে এদিন নীরবই থাকলেন কানহাইয়া।

এদিন গান্ধি মূর্তি পাদদেশে তৃণমূল ছাত্র পরিষদ পালন করেছে তাদের প্রতিষ্ঠা দিবস। বক্তার তালিকায় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্ধ্যাপাধ্যায়। আর সেই একই সময়ে খানিক দূরে মহাজাতি সদনে কংগ্রেসের ছাত্র সংগঠনের তরফে পালন হয় এই দিনটি। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, প্রদীপ ভট্টাচার্য-সহ একাধিক কংগ্রেস নেতৃত্ব। এদিন কানহাইয়া তাঁর বক্তব্যে চিরাচরিতভাবে উগ্র হিন্দুত্বের বিরোধীতা করা থেকে সংবিধান রক্ষার পক্ষে সওয়াল করেন। চন্দ্রযান নিয়ে বিজ্ঞানীদের সাফল্য মোদি গ্রাস করতে চাইছে সেই বিষয়ও তুলে ধরে বলেন, "যদি চন্দ্রযান সাফল্য মোদির হয় তাহলে মণিপুরে মহিলাদের উপর অত্যাচারের ঘটনার দায়ও তাঁর। খেলায় জিতে দেশের নাম উজ্জ্বল করে খেলোয়াররা সেটা মোদির ক্রেডিট হলে, বহু মানুষ দু'মুঠো ভাত জোগাড় করতে না পেরে মরে যান, সেটাও মোদির দায়।"

কানহাইয়া বলেন, "এক সময় এরা দেশের পতাকায় তিনটে রং ছিল বলে মানতে চায়নি, অশুভ বলেছিল। বিজ্ঞান চর্চাকে বিদেশি সংস্কৃতি বলত।" পরিবার তন্ত্র নিয়ে বার-বারই কংগ্রেসকে নিশানা করে বিজেপি। তবে সেই প্রসঙ্গে, এদিন কানহাইয়া কুমার পালটা বিজেপি নেতাদের একাধিক ছেলে-মেয়ে পরিবারের লোকজন বিধায়ক হওয়ার উদাহরণ তুলে ধরেন। তাঁর কথায়, "ছাত্র নেতা হতে গেলে, ছাত্র হতে হয় আগে। লাগে স্কুল কলেজের কাগজ। নিয়মিত পড়াশোনা করা পড়ুয়ারাই ছাত্র আন্দোলন গড়তে বড় ভূমিকা নিতে পারে।"

আরও পড়ুন: 'গোলি মারো বললেই গ্রেফতার, পুজোর পরে ছাত্র সংসদ নির্বাচন'; বললেন মমতা

তাঁর দাবি, " জ্যোতিরাদিত্য সিন্ধিয়া যখন কংগ্রেসে ছিলেন তখন দুর্নীতিগ্রস্ত ছিলেন, আর বিজেপিতে গিয়ে সৎ হয়ে গেলেন? দেশের মানুষের মৌলিক চাহিদার কে দাবি রুটি রুজি বাসস্থানের কৌশলে চাপা দিতে চাইছেন।" প্রধামন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, "দেশে আপনার রাজ চলবে না লোকতন্ত্র আছে। নিউটনের সূত্র টেনে বলেন, দেশের মানুষের কন্ঠ যত চাপতে চাইবেন আরো বেশি ছড়াবে। মোদি কোটি কোটি টাকা খরচ করেছে রাহুল গান্ধীকে পাপ্পু প্রমাণ করার জন্য। তার পাল্টা প্রশ্ন যদি তাই হয় তাহলে আপনি এত গুরুত্ব দিচ্ছেন কেন? তিনি জানেন তাঁকে ইডি, সিবিআই দিয়ে ভয় পাওয়ানো যাবে না।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.