কলকাতা, 21 নভেম্বর: কামদুনি গণধর্ষণ-কাণ্ডে (Kamduni Gang-rape Case) মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাবাসের সাজা মকুবের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হল সাজাপ্রাপ্ত 6 অপরাধী । সোমবার তাদের আবেদন শুনে ডিসেম্বর মাসের প্রথম দিকে এই মামলার শুনানির সময় ধার্য করেছে বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ ।
কামদুনি ঘটনার তিনজনের মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত । আর চারজন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল নগর দায়রা আদালত । সাজাপ্রাপ্তদের মধ্যে সাইফুল মোল্লা মৃত্যুদণ্ডের আসামি । সাইফুল-সহ বাকি সাজাপ্রাপ্তরা সাজা মকুবের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে । নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে তারা মামলা করেছে হাইকোর্টে ।
আরও পড়ুন: কামদুনি গণধর্ষণ মামলার দ্রুত নিষ্পত্তির দাবিতে হাইকোর্টের দ্বারস্থ পরিবার
আজ বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে সেই মামলা ওঠে । আগামী ডিসেম্বরে এই মামলার শুনানি শুরু হবে বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট । কামদুনি গণধর্ষণ-কাণ্ডে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল আনসার আলি, সাইফুল মোল্লা ও আমিন আলিকে । আর ইমানুল ইসলাম, ভোলা নস্কর, আমিনুর ইসলাম ও গোপাল নস্করকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল আদালত । বেকসুর খালাস করে দেওয়া হয়েছিল দুজনকে ৷