ETV Bharat / state

Kalyan Banerjee: তৃণমূলের স্বীকৃতি বাতিলের হুঁশিয়ারি নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে পালটা চ্যালেঞ্জ কল্যাণের

চাকরিহারাদের পুনর্বহাল করতে অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) স্বীকৃতি বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly) ৷ শুক্রবার তিনি এই হুঁশিয়ারি দেন ৷ তার পর বিচারপতিকে পালটা চ্যালেঞ্জ করলেন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) ৷

kalyan-banerjee-challenges-justice-abhijit-ganguly-for-the-latters-comment-on-disaffiliating-trinamool-congress
Kalyan Banerjee: তৃণমূলের স্বীকৃতি বাতিলের হুঁশিয়ারি নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে পালটা চ্যালেঞ্জ কল্যাণের
author img

By

Published : Nov 25, 2022, 6:13 PM IST

Updated : Nov 25, 2022, 7:02 PM IST

কলকাতা, 25 নভেম্বর: কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) মন্তব্যের বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) । অতিরিক্ত শূন্যপদ তৈরি করে চাকরিহারাদের চাকরি দেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "নির্বাচন কমিশনকে (Election Commission) বলে তৃণমূল দলটার রাজনৈতিক স্বীকৃতি বাতিল করে দেব ৷" এর বিরুদ্ধে সাংবাদিকদের প্রতিক্রিয়া দিতে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "সাহস থাকলে এই কথাগুলো নির্দেশনামায় লিখুন ৷ তারপর কী করতে হয় আমরাও জানি । তৃণমূল আইনি লড়াই করতে জানে ।"

তিনি আরও বলেন, ‘‘একজন বিচারপতির আদালতের মধ্যে প্রভূত ক্ষমতা থাকে আদালত চালানোর । তবে তাঁর মৌখিক কোনও কথার গুরুত্ব নেই । ওঁর সাহস করে লেখা উচিত ছিল । তারপর আমরা দেখে নিতাম । কোনও বিচারপতি মামলার ভিতরে যা নেই, সেই কথা বলতে পারেন না । কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়ে একটা মন্তব্য করেছিলেন ৷ যার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা হয় ।’’ কল্যাণের বক্তব্য, বর্তমানে দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সেই সময় সুপ্রিম কোর্টের বিচারপিতি ছিলেন ৷ তিনি সেই সময় বলেছিলেন, ‘একজন বিচারপতিকেও শৃঙ্খলা মানতে হয়’ ।

তৃণমূলের স্বীকৃতি বাতিলের হুঁশিয়ারি নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে পালটা চ্যালেঞ্জ কল্যাণের

কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘দীর্ঘদিন 42 বছর ধরে এখানে আইনজীবী হিসাবে প্র‍্যাক্টিস করছি । কলকাতা হাইকোর্টের একটা সম্মান আছে, একজন বিচারপতিকে সেটা খেয়াল রাখা উচিত । উনি এই সব ব্যাপারে যদি কোনও তর্কবিতর্ক করতে চান, তাহলে বসুন কোর্টের বাইরে । উনি শৃঙ্খলার বাইরে চলে যাচ্ছেন । যোগ্য সময়ে যোগ্য উত্তর দেব । উনি যেখানে হোক লিখুন আজকে যা বলেছেন । আমি আমন্ত্রণ জানাচ্ছি লিখুন । তারপর কী করতে হয় আমরা দেখছি ।"

আরও পড়ুন: 'কমিশনকে বলে তৃণমূলের স্বীকৃতি বাতিল করে দেব', অতিরিক্ত শূন্যপদ তৈরি করে চাকরিতে ক্ষিপ্ত বিচারপতি গঙ্গোপাধ্যায়

কলকাতা, 25 নভেম্বর: কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) মন্তব্যের বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) । অতিরিক্ত শূন্যপদ তৈরি করে চাকরিহারাদের চাকরি দেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "নির্বাচন কমিশনকে (Election Commission) বলে তৃণমূল দলটার রাজনৈতিক স্বীকৃতি বাতিল করে দেব ৷" এর বিরুদ্ধে সাংবাদিকদের প্রতিক্রিয়া দিতে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "সাহস থাকলে এই কথাগুলো নির্দেশনামায় লিখুন ৷ তারপর কী করতে হয় আমরাও জানি । তৃণমূল আইনি লড়াই করতে জানে ।"

তিনি আরও বলেন, ‘‘একজন বিচারপতির আদালতের মধ্যে প্রভূত ক্ষমতা থাকে আদালত চালানোর । তবে তাঁর মৌখিক কোনও কথার গুরুত্ব নেই । ওঁর সাহস করে লেখা উচিত ছিল । তারপর আমরা দেখে নিতাম । কোনও বিচারপতি মামলার ভিতরে যা নেই, সেই কথা বলতে পারেন না । কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়ে একটা মন্তব্য করেছিলেন ৷ যার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা হয় ।’’ কল্যাণের বক্তব্য, বর্তমানে দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সেই সময় সুপ্রিম কোর্টের বিচারপিতি ছিলেন ৷ তিনি সেই সময় বলেছিলেন, ‘একজন বিচারপতিকেও শৃঙ্খলা মানতে হয়’ ।

তৃণমূলের স্বীকৃতি বাতিলের হুঁশিয়ারি নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে পালটা চ্যালেঞ্জ কল্যাণের

কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘দীর্ঘদিন 42 বছর ধরে এখানে আইনজীবী হিসাবে প্র‍্যাক্টিস করছি । কলকাতা হাইকোর্টের একটা সম্মান আছে, একজন বিচারপতিকে সেটা খেয়াল রাখা উচিত । উনি এই সব ব্যাপারে যদি কোনও তর্কবিতর্ক করতে চান, তাহলে বসুন কোর্টের বাইরে । উনি শৃঙ্খলার বাইরে চলে যাচ্ছেন । যোগ্য সময়ে যোগ্য উত্তর দেব । উনি যেখানে হোক লিখুন আজকে যা বলেছেন । আমি আমন্ত্রণ জানাচ্ছি লিখুন । তারপর কী করতে হয় আমরা দেখছি ।"

আরও পড়ুন: 'কমিশনকে বলে তৃণমূলের স্বীকৃতি বাতিল করে দেব', অতিরিক্ত শূন্যপদ তৈরি করে চাকরিতে ক্ষিপ্ত বিচারপতি গঙ্গোপাধ্যায়

Last Updated : Nov 25, 2022, 7:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.