ETV Bharat / state

Kalyan Banerjee: তৃণমূলের স্বীকৃতি বাতিলের হুঁশিয়ারি নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে পালটা চ্যালেঞ্জ কল্যাণের - আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়

চাকরিহারাদের পুনর্বহাল করতে অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) স্বীকৃতি বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly) ৷ শুক্রবার তিনি এই হুঁশিয়ারি দেন ৷ তার পর বিচারপতিকে পালটা চ্যালেঞ্জ করলেন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) ৷

kalyan-banerjee-challenges-justice-abhijit-ganguly-for-the-latters-comment-on-disaffiliating-trinamool-congress
Kalyan Banerjee: তৃণমূলের স্বীকৃতি বাতিলের হুঁশিয়ারি নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে পালটা চ্যালেঞ্জ কল্যাণের
author img

By

Published : Nov 25, 2022, 6:13 PM IST

Updated : Nov 25, 2022, 7:02 PM IST

কলকাতা, 25 নভেম্বর: কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) মন্তব্যের বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) । অতিরিক্ত শূন্যপদ তৈরি করে চাকরিহারাদের চাকরি দেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "নির্বাচন কমিশনকে (Election Commission) বলে তৃণমূল দলটার রাজনৈতিক স্বীকৃতি বাতিল করে দেব ৷" এর বিরুদ্ধে সাংবাদিকদের প্রতিক্রিয়া দিতে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "সাহস থাকলে এই কথাগুলো নির্দেশনামায় লিখুন ৷ তারপর কী করতে হয় আমরাও জানি । তৃণমূল আইনি লড়াই করতে জানে ।"

তিনি আরও বলেন, ‘‘একজন বিচারপতির আদালতের মধ্যে প্রভূত ক্ষমতা থাকে আদালত চালানোর । তবে তাঁর মৌখিক কোনও কথার গুরুত্ব নেই । ওঁর সাহস করে লেখা উচিত ছিল । তারপর আমরা দেখে নিতাম । কোনও বিচারপতি মামলার ভিতরে যা নেই, সেই কথা বলতে পারেন না । কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়ে একটা মন্তব্য করেছিলেন ৷ যার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা হয় ।’’ কল্যাণের বক্তব্য, বর্তমানে দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সেই সময় সুপ্রিম কোর্টের বিচারপিতি ছিলেন ৷ তিনি সেই সময় বলেছিলেন, ‘একজন বিচারপতিকেও শৃঙ্খলা মানতে হয়’ ।

তৃণমূলের স্বীকৃতি বাতিলের হুঁশিয়ারি নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে পালটা চ্যালেঞ্জ কল্যাণের

কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘দীর্ঘদিন 42 বছর ধরে এখানে আইনজীবী হিসাবে প্র‍্যাক্টিস করছি । কলকাতা হাইকোর্টের একটা সম্মান আছে, একজন বিচারপতিকে সেটা খেয়াল রাখা উচিত । উনি এই সব ব্যাপারে যদি কোনও তর্কবিতর্ক করতে চান, তাহলে বসুন কোর্টের বাইরে । উনি শৃঙ্খলার বাইরে চলে যাচ্ছেন । যোগ্য সময়ে যোগ্য উত্তর দেব । উনি যেখানে হোক লিখুন আজকে যা বলেছেন । আমি আমন্ত্রণ জানাচ্ছি লিখুন । তারপর কী করতে হয় আমরা দেখছি ।"

আরও পড়ুন: 'কমিশনকে বলে তৃণমূলের স্বীকৃতি বাতিল করে দেব', অতিরিক্ত শূন্যপদ তৈরি করে চাকরিতে ক্ষিপ্ত বিচারপতি গঙ্গোপাধ্যায়

কলকাতা, 25 নভেম্বর: কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) মন্তব্যের বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) । অতিরিক্ত শূন্যপদ তৈরি করে চাকরিহারাদের চাকরি দেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "নির্বাচন কমিশনকে (Election Commission) বলে তৃণমূল দলটার রাজনৈতিক স্বীকৃতি বাতিল করে দেব ৷" এর বিরুদ্ধে সাংবাদিকদের প্রতিক্রিয়া দিতে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "সাহস থাকলে এই কথাগুলো নির্দেশনামায় লিখুন ৷ তারপর কী করতে হয় আমরাও জানি । তৃণমূল আইনি লড়াই করতে জানে ।"

তিনি আরও বলেন, ‘‘একজন বিচারপতির আদালতের মধ্যে প্রভূত ক্ষমতা থাকে আদালত চালানোর । তবে তাঁর মৌখিক কোনও কথার গুরুত্ব নেই । ওঁর সাহস করে লেখা উচিত ছিল । তারপর আমরা দেখে নিতাম । কোনও বিচারপতি মামলার ভিতরে যা নেই, সেই কথা বলতে পারেন না । কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচন কমিশনারকে নিয়ে একটা মন্তব্য করেছিলেন ৷ যার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা হয় ।’’ কল্যাণের বক্তব্য, বর্তমানে দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সেই সময় সুপ্রিম কোর্টের বিচারপিতি ছিলেন ৷ তিনি সেই সময় বলেছিলেন, ‘একজন বিচারপতিকেও শৃঙ্খলা মানতে হয়’ ।

তৃণমূলের স্বীকৃতি বাতিলের হুঁশিয়ারি নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে পালটা চ্যালেঞ্জ কল্যাণের

কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘দীর্ঘদিন 42 বছর ধরে এখানে আইনজীবী হিসাবে প্র‍্যাক্টিস করছি । কলকাতা হাইকোর্টের একটা সম্মান আছে, একজন বিচারপতিকে সেটা খেয়াল রাখা উচিত । উনি এই সব ব্যাপারে যদি কোনও তর্কবিতর্ক করতে চান, তাহলে বসুন কোর্টের বাইরে । উনি শৃঙ্খলার বাইরে চলে যাচ্ছেন । যোগ্য সময়ে যোগ্য উত্তর দেব । উনি যেখানে হোক লিখুন আজকে যা বলেছেন । আমি আমন্ত্রণ জানাচ্ছি লিখুন । তারপর কী করতে হয় আমরা দেখছি ।"

আরও পড়ুন: 'কমিশনকে বলে তৃণমূলের স্বীকৃতি বাতিল করে দেব', অতিরিক্ত শূন্যপদ তৈরি করে চাকরিতে ক্ষিপ্ত বিচারপতি গঙ্গোপাধ্যায়

Last Updated : Nov 25, 2022, 7:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.