ETV Bharat / state

"মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে মমতা আর রাজ করছে ভাইপো", ফের আক্রমণ কৈলাসের - অভিষেক বন্দ্যোপাধ্যায়

কৈলাশ বিজয়বর্গীয় বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের কাজ করতে বাধা দেয় । পশ্চিমবঙ্গের সংবিধান চলে ভাইপোর ইশারায় । রাজ্যে বাবা সাহেব আম্বেদকরের সংবিধান চলে না ৷ এখানে ভাইপোর সংবিধান চলে ।"

kailash vijayvargiya
" মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে মমতা আর রাজ করছে ভাইপো " , অভিষেকের বিরুদ্ধে মন্তব্য কৈলাশের
author img

By

Published : Dec 6, 2020, 7:23 PM IST

Updated : Dec 6, 2020, 7:44 PM IST

কলকাতা, 6 ডিসেম্বর : ফের ভাইপো সম্বোধন করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন কৈলাস বিজয়বর্গীয় । রেড রোডের সভা থেকে তিনি বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোর চমশার দাম 25 লাখ টাকা । জুতো 75 হাজার টাকা । আর দিদি 75 টাকার জুতো পড়েন । এই দুমুখী চরিত্র আর বেশিদিন চলবে না ৷ "

কৈলাশ বিজয়বর্গীয় বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের কাজ করতে বাধা দেয় । পশ্চিমবঙ্গের সংবিধান চলে ভাইপোর ইশারায় । রাজ্যে বাবা সাহেব আম্বেদকরের সংবিধান চলে না ৷ এখানে ভাইপোর সংবিধান চলে । দিদি রোহিঙ্গাদের সাহায্য করছেন ৷ রোহিঙ্গারা এখানে অশান্তি করছে । বাংলার দুর্গাপূজো নিরঞ্জনে আটকান মুখ্যমন্ত্রী ৷ সেজন্য হাইকোর্টের থেকে অনুমতি নিতে হয় । মমতার নাটক বাংলার মানুষ বুঝে গেছে ৷ "

তিনি আরও বলেন, "মুকুল রায় প্রতিজ্ঞা করেছে যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়েছেন, তিনিই সেই চেয়ার থেকে তাঁকে নামাবেন ৷ এই সংকল্প নিয়ে মুকুলদা বিজেপিতে যোগদান করেছেন ৷ "

"মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে মমতা আর রাজ করছে ভাইপো", ফের আক্রমণ কৈলাসের

মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি আরও বলেন, "মুখ্যমন্ত্রীর চেয়ারে মমতা বসে আর রাজ করছে আপনার ভাইপো । 2021-এর বিধানসভা নির্বাচনে মানুষ এমন রায় দেবে আপনি সারা জীবন ভুলতে পারবেন না । জানুয়ারি-ফেব্রুয়ারি মাস থেকে নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু করবে বিজেপি ৷ "

কলকাতা, 6 ডিসেম্বর : ফের ভাইপো সম্বোধন করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন কৈলাস বিজয়বর্গীয় । রেড রোডের সভা থেকে তিনি বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোর চমশার দাম 25 লাখ টাকা । জুতো 75 হাজার টাকা । আর দিদি 75 টাকার জুতো পড়েন । এই দুমুখী চরিত্র আর বেশিদিন চলবে না ৷ "

কৈলাশ বিজয়বর্গীয় বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের কাজ করতে বাধা দেয় । পশ্চিমবঙ্গের সংবিধান চলে ভাইপোর ইশারায় । রাজ্যে বাবা সাহেব আম্বেদকরের সংবিধান চলে না ৷ এখানে ভাইপোর সংবিধান চলে । দিদি রোহিঙ্গাদের সাহায্য করছেন ৷ রোহিঙ্গারা এখানে অশান্তি করছে । বাংলার দুর্গাপূজো নিরঞ্জনে আটকান মুখ্যমন্ত্রী ৷ সেজন্য হাইকোর্টের থেকে অনুমতি নিতে হয় । মমতার নাটক বাংলার মানুষ বুঝে গেছে ৷ "

তিনি আরও বলেন, "মুকুল রায় প্রতিজ্ঞা করেছে যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়েছেন, তিনিই সেই চেয়ার থেকে তাঁকে নামাবেন ৷ এই সংকল্প নিয়ে মুকুলদা বিজেপিতে যোগদান করেছেন ৷ "

"মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে মমতা আর রাজ করছে ভাইপো", ফের আক্রমণ কৈলাসের

মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি আরও বলেন, "মুখ্যমন্ত্রীর চেয়ারে মমতা বসে আর রাজ করছে আপনার ভাইপো । 2021-এর বিধানসভা নির্বাচনে মানুষ এমন রায় দেবে আপনি সারা জীবন ভুলতে পারবেন না । জানুয়ারি-ফেব্রুয়ারি মাস থেকে নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু করবে বিজেপি ৷ "

Last Updated : Dec 6, 2020, 7:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.