ETV Bharat / state

Jyotipriya Mallick: অভিষেক বন্দ্যোপাধ্যায় কে ? আমাদের নেতা ? ইডির তলব নিয়ে প্রশ্ন শুনে বিস্ফোরক বালু - তৃণমূল কংগ্রেস

Ration Distribution Scam: রেশন বণ্টন দুর্নীতির মামলায় ইডি গ্রেফতার করেছে প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ৷ বুধবার তাঁকে নিয়ে সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় ৷ সেই সময় তিনি নিজেকে ফের নির্দোষ বলে দাবি করেন ৷

Jyotipriya Mallick
Jyotipriya Mallick
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 8, 2023, 12:34 PM IST

Updated : Nov 8, 2023, 1:01 PM IST

রেশন দুর্নীতি ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির তলব নিয়ে জ্যোতিপ্রিয় মল্লিকের বক্তব্য

সল্টলেক, 8 নভেম্বর: নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ফের তলব করেছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৷ সেই নিয়ে প্রশ্ন শুনে প্রথমে অভিষেককে চিনতেই পারলেন না বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷ পালটা সাংবাদিকদের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিলেন, ‘‘কোন বন্দ্যোপাধ্যায় ? আমি জানি না ৷’’

এর পর সাংবাদিকরা যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বললেন, তখন তিনি আবার প্রশ্ন করলেন, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায় কে ? আমাদের নেতা ?’’ সাংবাদিকদের কাছ থেকে ইতিবাচক উত্তর পাওয়ার পরও কোনও প্রতিক্রিয়াই দিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার এই সদস্য ৷ বরং তিনি যে নির্দোষ, আদালতে পরবর্তী শুনানিতেই যে সব স্পষ্ট হয়ে যাবে, সেই দাবি আবারও শোনা গেল তাঁর মুখে ৷

জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘‘আপনাকে একটা কথা বলি শুনুন, আমি সমস্ত ব্যাপারে নির্দোষ এটা জেনে নিন ৷ আগামী 13 তারিখ ব্যাংকশাল আদালতে সব পেশ করা হবে ৷ আমি ইতিমধ্যেই মুক্ত৷ আমার কোনও অন্যায় নেই ৷’’

উল্লেখ্য, গ্রেফতার হওয়ার পর থেকেই বারবার নিজেকে নির্দোষ বলে দাবি করছেন জ্যোতিপ্রিয় ৷ যেদিন তিনি তাঁকে গ্রেফতার করা হয়, তিনি এই নিয়ে বিজেপিকে নিশানা করেছিলেন ৷ বিজেপির ষড়যন্ত্রে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছিলেন ৷ ইডি হেফাজতে থাকাকালীনও তাঁকে একই দাবি করতে যায় আবার ৷

দিনকয়েক আগে স্বাস্থ্যপরীক্ষার জন্য তাঁকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময় তিনি আবার দাবি করেছিলেন যে বিজেপি ষড়যন্ত্র করে তাঁকে গ্রেফতার করিয়েছে ৷ এই দুর্নীতির সঙ্গে তাঁর কোনও যোগ নেই ৷ পাশাপাশি জানিয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সব জানেন ৷ অথচ এ দিন অভিষেককে ইডির তলব নিয়ে কোনও প্রতিক্রিয়াই দিলেন না ৷ বরং নিজের হয়ে সওয়াল করে গেলেন আগাগোড়া ৷

তাৎপর্যপূর্ণভাবে এর আগের দিনও জ্যোতিপ্রিয় মল্লিক দাবি করেছিলেন যে তাঁর নির্দোষ হওয়ার বিষয়টি আদালতেই স্পষ্ট হবে ৷ কিন্তু আগের শুনানিতে তা হয়নি ৷ বরং তাঁর ইডি হেফাজতের মেয়াদ বেড়েছে ৷ তাই এ দিন তিনি যা দাবি করলেন, সেই মতো আদালতে পরবর্তী শুনানিতে কী হয়, সেটাই দেখার !

আরও পড়ুন: বিজেপির ষড়যন্ত্রে গ্রেফতার, মমতা-অভিষেক সব জানেন; দাবি জ্যোতিপ্রিয়র

রেশন দুর্নীতি ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির তলব নিয়ে জ্যোতিপ্রিয় মল্লিকের বক্তব্য

সল্টলেক, 8 নভেম্বর: নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ফের তলব করেছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৷ সেই নিয়ে প্রশ্ন শুনে প্রথমে অভিষেককে চিনতেই পারলেন না বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷ পালটা সাংবাদিকদের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিলেন, ‘‘কোন বন্দ্যোপাধ্যায় ? আমি জানি না ৷’’

এর পর সাংবাদিকরা যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বললেন, তখন তিনি আবার প্রশ্ন করলেন, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায় কে ? আমাদের নেতা ?’’ সাংবাদিকদের কাছ থেকে ইতিবাচক উত্তর পাওয়ার পরও কোনও প্রতিক্রিয়াই দিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার এই সদস্য ৷ বরং তিনি যে নির্দোষ, আদালতে পরবর্তী শুনানিতেই যে সব স্পষ্ট হয়ে যাবে, সেই দাবি আবারও শোনা গেল তাঁর মুখে ৷

জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘‘আপনাকে একটা কথা বলি শুনুন, আমি সমস্ত ব্যাপারে নির্দোষ এটা জেনে নিন ৷ আগামী 13 তারিখ ব্যাংকশাল আদালতে সব পেশ করা হবে ৷ আমি ইতিমধ্যেই মুক্ত৷ আমার কোনও অন্যায় নেই ৷’’

উল্লেখ্য, গ্রেফতার হওয়ার পর থেকেই বারবার নিজেকে নির্দোষ বলে দাবি করছেন জ্যোতিপ্রিয় ৷ যেদিন তিনি তাঁকে গ্রেফতার করা হয়, তিনি এই নিয়ে বিজেপিকে নিশানা করেছিলেন ৷ বিজেপির ষড়যন্ত্রে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছিলেন ৷ ইডি হেফাজতে থাকাকালীনও তাঁকে একই দাবি করতে যায় আবার ৷

দিনকয়েক আগে স্বাস্থ্যপরীক্ষার জন্য তাঁকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময় তিনি আবার দাবি করেছিলেন যে বিজেপি ষড়যন্ত্র করে তাঁকে গ্রেফতার করিয়েছে ৷ এই দুর্নীতির সঙ্গে তাঁর কোনও যোগ নেই ৷ পাশাপাশি জানিয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সব জানেন ৷ অথচ এ দিন অভিষেককে ইডির তলব নিয়ে কোনও প্রতিক্রিয়াই দিলেন না ৷ বরং নিজের হয়ে সওয়াল করে গেলেন আগাগোড়া ৷

তাৎপর্যপূর্ণভাবে এর আগের দিনও জ্যোতিপ্রিয় মল্লিক দাবি করেছিলেন যে তাঁর নির্দোষ হওয়ার বিষয়টি আদালতেই স্পষ্ট হবে ৷ কিন্তু আগের শুনানিতে তা হয়নি ৷ বরং তাঁর ইডি হেফাজতের মেয়াদ বেড়েছে ৷ তাই এ দিন তিনি যা দাবি করলেন, সেই মতো আদালতে পরবর্তী শুনানিতে কী হয়, সেটাই দেখার !

আরও পড়ুন: বিজেপির ষড়যন্ত্রে গ্রেফতার, মমতা-অভিষেক সব জানেন; দাবি জ্যোতিপ্রিয়র

Last Updated : Nov 8, 2023, 1:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.