ETV Bharat / state

রেশনের ডাল নিয়ে ফের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ জ্যোতিপ্রিয়র

author img

By

Published : May 10, 2020, 7:35 PM IST

Updated : May 10, 2020, 9:53 PM IST

মুসুর ও মুগ ডালের বদলে ছোলার ডাল এবং অড়হর ডাল নিতে বলা হয়েছে রাজ্যকে । যা এখানকার মানুষ নিতে চাইবে না । কারণ মুসুর ও মুগ ডালই এখানে বেশি ব্যবহৃত হয় । বললেন জ্যোতিপ্রিয় মল্লিক ।

জ্যোতিপ্রিয় মল্লিক
জ্যোতিপ্রিয় মল্লিক

কলকাতা, 10 মে : রেশনের ডাল নিয়ে ফের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । বলেন, কেন্দ্রীয় সংস্থা NAFED মারফত ডাল এসে পৌঁছায়নি রাজ্যের হাতে । এর ফলে জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পে যাদের ডাল পাওয়ার কথা তাদের দেওয়া যাচ্ছে না । এছাড়া মুসুর ও মুগ ডালের বদলে ছোলা এবং অড়হর ডাল নিতে বলা হয়েছে রাজ্যকে । যদিও এই ডাল দু'টি নিতে রাজি নয় খাদ্য দপ্তর ।

রাজ্যপাল জগদীপ ধনকড় এবং বিরোধীরা অভিযোগ তুলেছে, কেন্দ্রীয় সরকার ডাল দিলেও রেশন ব্যবস্থায় এখনও গ্রাহকদের তা দেওয়া হয়নি । রাজ্যপাল এবং বিরোধীদের এই অভিযোগ খারিজ করে জ্যোতিপ্রিয়বাবু বলেন, "4 মে কেন্দ্রীয় সরকারি সংস্থা NAFED-এর ম্যানেজিং ডিরেক্টর সঞ্জীব চাড্ডার কাছ থেকে খাদ্য দপ্তর একটি চিঠি পায় । সেই চিঠিতে গণবণ্টন ব্যবস্থায় ডাল নিয়ে বিস্তারিত বিষয় উল্লেখ করা হয় । মুসুর এবং মুগ ডালের জোগান যথাযথ নেই । লকডাউনের ফলে একাধিক মিল বন্ধ থাকায় ভাঙানো যায়নি মুগ ডাল । এর ফলে ছোলা বা অড়হর ডাল রাজ্যকে নিতে হবে ।"

এই চিঠির জবাব এখনও দেয়নি রাজ্য সরকার । এই প্রসঙ্গে তিনি বলেন, "ডাল নিয়ে রাজ্যপাল না জেনে ভুল কথা বলছেন । কেন্দ্রীয় সংস্থার দেওয়া চিঠির জবাব দেবে রাজ্য সরকার । প্রতিদিন রান্নার কাজে আমাদের এখানে অড়হর ডাল বা ছোলার ডাল ব্যবহার করা হয় না । এই ডাল মানুষ নিতে চাইবে না । যদিও কেন্দ্রীয় সরকার এখনও পর্যন্ত রাজ্যকে কোনও নির্দেশ দেয়নি । ডাল পড়ে আছে NAFED-এর গুদামে ।"

কলকাতা, 10 মে : রেশনের ডাল নিয়ে ফের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । বলেন, কেন্দ্রীয় সংস্থা NAFED মারফত ডাল এসে পৌঁছায়নি রাজ্যের হাতে । এর ফলে জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পে যাদের ডাল পাওয়ার কথা তাদের দেওয়া যাচ্ছে না । এছাড়া মুসুর ও মুগ ডালের বদলে ছোলা এবং অড়হর ডাল নিতে বলা হয়েছে রাজ্যকে । যদিও এই ডাল দু'টি নিতে রাজি নয় খাদ্য দপ্তর ।

রাজ্যপাল জগদীপ ধনকড় এবং বিরোধীরা অভিযোগ তুলেছে, কেন্দ্রীয় সরকার ডাল দিলেও রেশন ব্যবস্থায় এখনও গ্রাহকদের তা দেওয়া হয়নি । রাজ্যপাল এবং বিরোধীদের এই অভিযোগ খারিজ করে জ্যোতিপ্রিয়বাবু বলেন, "4 মে কেন্দ্রীয় সরকারি সংস্থা NAFED-এর ম্যানেজিং ডিরেক্টর সঞ্জীব চাড্ডার কাছ থেকে খাদ্য দপ্তর একটি চিঠি পায় । সেই চিঠিতে গণবণ্টন ব্যবস্থায় ডাল নিয়ে বিস্তারিত বিষয় উল্লেখ করা হয় । মুসুর এবং মুগ ডালের জোগান যথাযথ নেই । লকডাউনের ফলে একাধিক মিল বন্ধ থাকায় ভাঙানো যায়নি মুগ ডাল । এর ফলে ছোলা বা অড়হর ডাল রাজ্যকে নিতে হবে ।"

এই চিঠির জবাব এখনও দেয়নি রাজ্য সরকার । এই প্রসঙ্গে তিনি বলেন, "ডাল নিয়ে রাজ্যপাল না জেনে ভুল কথা বলছেন । কেন্দ্রীয় সংস্থার দেওয়া চিঠির জবাব দেবে রাজ্য সরকার । প্রতিদিন রান্নার কাজে আমাদের এখানে অড়হর ডাল বা ছোলার ডাল ব্যবহার করা হয় না । এই ডাল মানুষ নিতে চাইবে না । যদিও কেন্দ্রীয় সরকার এখনও পর্যন্ত রাজ্যকে কোনও নির্দেশ দেয়নি । ডাল পড়ে আছে NAFED-এর গুদামে ।"

Last Updated : May 10, 2020, 9:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.