ETV Bharat / state

Jyotipriya Mallick Arrested: 'বিজেপি এবং শুভেন্দু অধিকারীর চক্রান্ত', গ্রেফতারি নিয়ে বিস্ফোরক জ্যোতিপ্রিয় - Jyotipriya Mallick Arrested

রেশন দুর্নীতি মামলায় নিজের গ্রেফতারি প্রসঙ্গে বিস্ফোরক দাবি করলেন প্রাক্তন খাদ্য মন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷ তাঁর কথায় "এটা বিজেপি এবং শুভেন্দু অধিকারীর চক্রান্ত" ৷

Jyotipriya Mallick Arrested
গ্রেফতার বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 27, 2023, 10:23 AM IST

Updated : Oct 27, 2023, 11:19 AM IST

'বিজেপি এবং শুভেন্দু অধিকারীর চক্রান্ত': জ্যোতিপ্রিয় মল্লিক

কলকাতা, 27 অক্টোবর: রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷ নিজের গ্রেফতারি নিয়ে একযোগে বিজেপি এবং বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কড়া আক্রমণ করলেন তিনি ৷ বৃহস্পতিবার গভীর রাতে গ্রেফতারের পরে শুক্রবার সকালে ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়ে মন্ত্রী বলেন, "এটা বিজেপি এবং শুভেন্দু অধিকারীর চক্রান্ত ৷"

গ্রেফতারের পর নিয়ম অনুয়ায়ী স্বাস্থ্য পরীক্ষার জন্য এদিন রাজ্যের এই হেভিওয়েট মন্ত্রীকে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই তাঁর স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়েছে ৷ প্রাক্তন খাদ্য মন্ত্রী ও বর্তমান বনমন্ত্রীর এই গ্রেফতারি ঘিরে ইতিমধ্যেই রাজ্যনৈতিরক মহলে প্রবল চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ৷ এই প্রথম নয় গ্রেফতার হওয়ার পর ইডির দফতরে যাওয়ার সময়ও তাঁর গ্রেফতারির নেপথ্যে চক্রান্ত আছে বলে দাবি করেন তৃণমূলের এই শীর্ষনেতা। তাঁর মধুমেহ আছে ৷ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তদন্তকারীরা জ্যোতিপ্রিয় মল্লিকের দেখাশোনা করবেন।

আরও পড়ুন: রেশন দুর্নীতিতে ম্যারাথন জেরার পর গ্রেফতার জ্যোতিপ্রিয়, চক্রান্তের শিকার; দাবি মন্ত্রীর

বৃহস্পতিবার ভোর থেকে শেষ রাত পর্যন্ত রাজ্যের বনমন্ত্রীর বাড়িতে তল্লাশি করেন ইডি আধিকারিকরা ৷ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার করেন তাঁরা ৷ এই সকল গুরুত্বপূর্ণ নথিপত্র সরাসরি রেশন দুর্নীতিকাণ্ডের সঙ্গে যুক্ত । এমনটাই খবর ইডি সূত্রে ৷ প্রাথমিক পর্বে কিছু নথি উদ্ধারের পর মন্ত্রীর জিজ্ঞাসাবাদ শুরু হয় ৷ দীর্ঘ জেরার পর ভোর তিনটে কুড়ি নাগাদ রাজ্যের এই হেভিওয়েট মন্ত্রীকে গ্রেফতার করেছে ইডি। সূত্রের খবর, আজ বাকিবুর রহমানকে আদালতে পেশ করা হতে পারে । তদন্তের স্বার্থে বাকিবুলকে নিজেদের হেফাজতে চাইবে ইডি। আদালতের অনুমতি মিললেই বাকিবুর রহমান ও রাজ্যের প্রাক্তন খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে মুখোমুখি বসিয়ে জেরা করবেন তদন্তকারী আধিকারিকরা ৷ গতকালই রেশন দুর্নীতি মামলায় বাকিবুর রহমান গ্রেফতার হয়েছেন ৷ এরপরই গ্রেফতার হন জ্যোতিপ্রিয়। কেন্দ্রীয় তদন্ত সংস্থার দাবি, খাদ্যমন্ত্রী হওয়ার পর থেকেই জ্যোতিপ্রিয়র সম্পত্তি বাড়তে থাকে ৷ সেইসঙ্গে তাঁর ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনদের সম্পত্তিও বেড়েছে। কীভাবে এত কম সময় এই বিপুল পরিমাণে সম্পত্তি বাড়ল তা নিয়েও ইতিমধ্যে প্রশ্ন উঠেছে ।

'বিজেপি এবং শুভেন্দু অধিকারীর চক্রান্ত': জ্যোতিপ্রিয় মল্লিক

কলকাতা, 27 অক্টোবর: রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷ নিজের গ্রেফতারি নিয়ে একযোগে বিজেপি এবং বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কড়া আক্রমণ করলেন তিনি ৷ বৃহস্পতিবার গভীর রাতে গ্রেফতারের পরে শুক্রবার সকালে ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়ে মন্ত্রী বলেন, "এটা বিজেপি এবং শুভেন্দু অধিকারীর চক্রান্ত ৷"

গ্রেফতারের পর নিয়ম অনুয়ায়ী স্বাস্থ্য পরীক্ষার জন্য এদিন রাজ্যের এই হেভিওয়েট মন্ত্রীকে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই তাঁর স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়েছে ৷ প্রাক্তন খাদ্য মন্ত্রী ও বর্তমান বনমন্ত্রীর এই গ্রেফতারি ঘিরে ইতিমধ্যেই রাজ্যনৈতিরক মহলে প্রবল চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ৷ এই প্রথম নয় গ্রেফতার হওয়ার পর ইডির দফতরে যাওয়ার সময়ও তাঁর গ্রেফতারির নেপথ্যে চক্রান্ত আছে বলে দাবি করেন তৃণমূলের এই শীর্ষনেতা। তাঁর মধুমেহ আছে ৷ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তদন্তকারীরা জ্যোতিপ্রিয় মল্লিকের দেখাশোনা করবেন।

আরও পড়ুন: রেশন দুর্নীতিতে ম্যারাথন জেরার পর গ্রেফতার জ্যোতিপ্রিয়, চক্রান্তের শিকার; দাবি মন্ত্রীর

বৃহস্পতিবার ভোর থেকে শেষ রাত পর্যন্ত রাজ্যের বনমন্ত্রীর বাড়িতে তল্লাশি করেন ইডি আধিকারিকরা ৷ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার করেন তাঁরা ৷ এই সকল গুরুত্বপূর্ণ নথিপত্র সরাসরি রেশন দুর্নীতিকাণ্ডের সঙ্গে যুক্ত । এমনটাই খবর ইডি সূত্রে ৷ প্রাথমিক পর্বে কিছু নথি উদ্ধারের পর মন্ত্রীর জিজ্ঞাসাবাদ শুরু হয় ৷ দীর্ঘ জেরার পর ভোর তিনটে কুড়ি নাগাদ রাজ্যের এই হেভিওয়েট মন্ত্রীকে গ্রেফতার করেছে ইডি। সূত্রের খবর, আজ বাকিবুর রহমানকে আদালতে পেশ করা হতে পারে । তদন্তের স্বার্থে বাকিবুলকে নিজেদের হেফাজতে চাইবে ইডি। আদালতের অনুমতি মিললেই বাকিবুর রহমান ও রাজ্যের প্রাক্তন খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে মুখোমুখি বসিয়ে জেরা করবেন তদন্তকারী আধিকারিকরা ৷ গতকালই রেশন দুর্নীতি মামলায় বাকিবুর রহমান গ্রেফতার হয়েছেন ৷ এরপরই গ্রেফতার হন জ্যোতিপ্রিয়। কেন্দ্রীয় তদন্ত সংস্থার দাবি, খাদ্যমন্ত্রী হওয়ার পর থেকেই জ্যোতিপ্রিয়র সম্পত্তি বাড়তে থাকে ৷ সেইসঙ্গে তাঁর ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনদের সম্পত্তিও বেড়েছে। কীভাবে এত কম সময় এই বিপুল পরিমাণে সম্পত্তি বাড়ল তা নিয়েও ইতিমধ্যে প্রশ্ন উঠেছে ।

Last Updated : Oct 27, 2023, 11:19 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.