ETV Bharat / state

সপ্তম পে কমিশন অনুযায়ী বেতন কাঠামোর দাবিতে মিছিল ও অবস্থান যাদবপুরের অধ‍্যাপকদের - Kolkata

সপ্তম পে কমিশনের সুপারিশ মেনে বেতন কাঠামো চালুর দাবিতে আজ যাদবপুর বিশ্ববিদ্যালয় ক‍্যাম্পাসে মিছিল করল JUTA ।

অবস্থানে অধ্যাপকরা
author img

By

Published : Jul 18, 2019, 11:49 PM IST

কলকাতা, 18 জুলাই : পূর্ব পরিকল্পনা মতো অবিলম্বে সপ্তম পে কমিশনের সুপারিশ মেনে বেতন কাঠামো চালুর দাবিতে আজ বিশ্ববিদ্যালয়ের ক‍্যাম্পাসে মিছিল করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ‍্যাপকদের সংগঠন JUTA । আজ ক‍্যাম্পাসের সেন্ট্রাল লাইব্রেরি থেকে মিছিল শুরু করে ক‍্যাম্পাস ঘুরে অরবিন্দ ভবনে এসে মিছিল শেষ হয় । তারপর সেখানেই বিকেল সাড়ে চারটে পর্যন্ত অবস্থানে থাকেন তাঁরা ।

আজকের কর্মসূচি নিয়ে JUTA-র সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় বলেন, "আমাদের মূলত দু'টি দাবি । প্রথমটা UGC-র যে নিউ পে-স্কেল, যেটা সারা ভারতবর্ষের সমস্ত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে চালু হয়েছে ও বহু রাজ্যের বিশ্ববিদ্যালয়ে চালু হয়েছে, সেখানে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে সেই পে-স্কেল চালু হয়নি । দ্বিতীয়টা , ইউনিভার্সিটি আইন অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি স্ট‍্যাচুটরি কমিটিতে নির্বাচিত প্রতিনিধি থাকার কথা । সেটা এখনও পর্যন্ত হয়নি । যার ফলে আমরা চাইছি দ্রুত শিক্ষকদের নির্বাচিত প্রতিনিধি আনা । তার সঙ্গে নতুন কেন্দ্রীয় সরকারের যে শিক্ষানীতি ও রাজ্য সরকারের জনবিরোধী শিক্ষানীতির প্রতিবাদে এই মিছিল ও অবস্থান ।" JUTA-র এই কর্মসূচিকে সমর্থন জানাতে কলকাতা বিশ্ববিদ্যালয় ও কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধিরা এসেছিলেন আজ । উপস্থিত হতে না পারলেও স্টেট ইউনিভার্সিটি, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয় ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এই কর্মসূচিকে সমর্থন জানিয়ে বার্তা পাঠিয়েছে ।

তাঁদের দাবি পূরণের জন্য অগাস্ট মাস পর্যন্ত সময় দেবেন বলে জানাচ্ছেন পার্থপ্রতিম রায় । তারপর তাঁরা বিশ্ববিদ্যালয়ের সমস্ত প্রশাসনিক কাজ বন্ধ করে দেবেন‌ । তিনি বলেন, "আমাদের এই নতুন পে-স্কেলের দাবিতে আরও যে জয়েন্ট মুভমেন্টগুলো হবে তাতে পার্টিসিপেট করব । 26 তারিখে একটা বিকাশ ভবন অভিযান আছে ওয়েবকুটার । সেটাতে পার্টিসিপেট করব । অগাস্টের শেষে আমরা এখানে আবার নতুন করে মুভমেন্ট।"

কলকাতা, 18 জুলাই : পূর্ব পরিকল্পনা মতো অবিলম্বে সপ্তম পে কমিশনের সুপারিশ মেনে বেতন কাঠামো চালুর দাবিতে আজ বিশ্ববিদ্যালয়ের ক‍্যাম্পাসে মিছিল করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ‍্যাপকদের সংগঠন JUTA । আজ ক‍্যাম্পাসের সেন্ট্রাল লাইব্রেরি থেকে মিছিল শুরু করে ক‍্যাম্পাস ঘুরে অরবিন্দ ভবনে এসে মিছিল শেষ হয় । তারপর সেখানেই বিকেল সাড়ে চারটে পর্যন্ত অবস্থানে থাকেন তাঁরা ।

আজকের কর্মসূচি নিয়ে JUTA-র সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় বলেন, "আমাদের মূলত দু'টি দাবি । প্রথমটা UGC-র যে নিউ পে-স্কেল, যেটা সারা ভারতবর্ষের সমস্ত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে চালু হয়েছে ও বহু রাজ্যের বিশ্ববিদ্যালয়ে চালু হয়েছে, সেখানে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে সেই পে-স্কেল চালু হয়নি । দ্বিতীয়টা , ইউনিভার্সিটি আইন অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি স্ট‍্যাচুটরি কমিটিতে নির্বাচিত প্রতিনিধি থাকার কথা । সেটা এখনও পর্যন্ত হয়নি । যার ফলে আমরা চাইছি দ্রুত শিক্ষকদের নির্বাচিত প্রতিনিধি আনা । তার সঙ্গে নতুন কেন্দ্রীয় সরকারের যে শিক্ষানীতি ও রাজ্য সরকারের জনবিরোধী শিক্ষানীতির প্রতিবাদে এই মিছিল ও অবস্থান ।" JUTA-র এই কর্মসূচিকে সমর্থন জানাতে কলকাতা বিশ্ববিদ্যালয় ও কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধিরা এসেছিলেন আজ । উপস্থিত হতে না পারলেও স্টেট ইউনিভার্সিটি, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয় ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এই কর্মসূচিকে সমর্থন জানিয়ে বার্তা পাঠিয়েছে ।

তাঁদের দাবি পূরণের জন্য অগাস্ট মাস পর্যন্ত সময় দেবেন বলে জানাচ্ছেন পার্থপ্রতিম রায় । তারপর তাঁরা বিশ্ববিদ্যালয়ের সমস্ত প্রশাসনিক কাজ বন্ধ করে দেবেন‌ । তিনি বলেন, "আমাদের এই নতুন পে-স্কেলের দাবিতে আরও যে জয়েন্ট মুভমেন্টগুলো হবে তাতে পার্টিসিপেট করব । 26 তারিখে একটা বিকাশ ভবন অভিযান আছে ওয়েবকুটার । সেটাতে পার্টিসিপেট করব । অগাস্টের শেষে আমরা এখানে আবার নতুন করে মুভমেন্ট।"

Intro:কলকাতা, 18 জুলাই: পূর্ব পরিকল্পনা অনুযায়ী অবিলম্বে সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন কাঠামো চালুর দাবিতে আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক‍্যাম্পাসে মিছিল করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ‍্যাপক সংগঠন JUTA। আজ তাঁরা ক‍্যাম্পাসের সেন্ট্রাল লাইব্রেরি থেকে মিছিল শুরু করে ক‍্যাম্পাস ঘুরে অরবিন্দ ভবনে এসে মিছিল শেষ হয়। তারপর সেখানেই বিকেল সাড়ে 4টে পর্যন্ত অবস্থান করেন তাঁরা। এই কর্মসূচিতে, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি স‍্যাচুটরি বডিতে নির্বাচিত শিক্ষক প্রতিনিধির দাবিও তোলা হয়।


Body:আজকের কর্মসূচি নিয়ে JUTA-র সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় বলেন, "প্রথমত আজকে আমরা একটা মিছিল করেছি। সেন্ট্রাল লাইব্রেরি থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন জায়গা ঘুরে অরবিন্দ ভবনে এসে মিছিলটা শেষ হয়েছে। আমাদের মূলত দুটি প্রধান দাবি। একটা হচ্ছে UGC-র যে নিউ পে স্কেল, যেটা সারা ভারতবর্ষের সমস্ত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে চালু হয়েছে এবং বহু রাজ্যের বিশ্ববিদ্যালয়ে চালু হয়েছে, সেখানে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে সেই পে স্কেল চালু হয়নি। দ্বিতীয়ত, ইউনিভার্সিটি আইন অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি স্ট‍্যাচুটরি কমিটিতে নির্বাচিত প্রতিনিধি থাকার কথা। সেইটা এখনও পর্যন্ত হয়নি। যার ফলে আমরা চাইছি ইমিডিয়েটলি শিক্ষকদের নির্বাচিত প্রতিনিধি আনা। তার সঙ্গে নতুন কেন্দ্রীয় সরকারের যে শিক্ষানীতি ও রাজ্য সরকারের জনবিরোধী শিক্ষানীতির প্রতিবাদে এই মিছিল ও অবস্থান।" JUTA-র এই কর্মসূচিকে সমর্থন জানাতে কলকাতা বিশ্ববিদ্যালয় ও কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধিরা এসেছিলেন। উপস্থিত হতে না পারলেও স্টেট ইউনিভার্সিটি, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয় ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এই কর্মসূচিকে সমর্থন জানিয়ে বার্তা পাঠিয়েছে।

তাঁদের দাবি পূরণের জন‍্য অগাস্ট মাস পর্যন্ত সময় দেবেন বলে জানাচ্ছেন পার্থপ্রতিম রায়। তারপরে তাঁরা বিশ্ববিদ্যালয়ের সমস্ত প্রশাসনিক কাজ বন্ধ করে দেবেন‌। তিনি বলেন, "আমাদের এই নতুন পে-স্কেলের দাবিতে আরো যে জয়েন্ট মুভমেন্টগুলো হবে তাতে পার্টিসিপেট করব। এবং 26 তারিখে একটা বিকাশ ভবন অভিযান আছে ওয়েবকুটার, সেটাতে পার্টিসিপেট করব। অগস্টের শেষে আমরা এখানে মুভমেন্ট করবো নতুন করে। যদি দেখি অগাস্টের মধ্যে কিছু না হচ্ছে, তাহলে প্রথমত, আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ যে কাজগুলো করি সেগুলি থেকে বিরত থাকব। এবং ভবিষ্যতে আমরা ইন্ডিফিনেট সিজ ওয়ার্কের দিকে যেতে পারি।"


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.