কলকাতা, 18 জুলাই : পূর্ব পরিকল্পনা মতো অবিলম্বে সপ্তম পে কমিশনের সুপারিশ মেনে বেতন কাঠামো চালুর দাবিতে আজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মিছিল করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সংগঠন JUTA । আজ ক্যাম্পাসের সেন্ট্রাল লাইব্রেরি থেকে মিছিল শুরু করে ক্যাম্পাস ঘুরে অরবিন্দ ভবনে এসে মিছিল শেষ হয় । তারপর সেখানেই বিকেল সাড়ে চারটে পর্যন্ত অবস্থানে থাকেন তাঁরা ।
আজকের কর্মসূচি নিয়ে JUTA-র সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় বলেন, "আমাদের মূলত দু'টি দাবি । প্রথমটা UGC-র যে নিউ পে-স্কেল, যেটা সারা ভারতবর্ষের সমস্ত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে চালু হয়েছে ও বহু রাজ্যের বিশ্ববিদ্যালয়ে চালু হয়েছে, সেখানে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে সেই পে-স্কেল চালু হয়নি । দ্বিতীয়টা , ইউনিভার্সিটি আইন অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি স্ট্যাচুটরি কমিটিতে নির্বাচিত প্রতিনিধি থাকার কথা । সেটা এখনও পর্যন্ত হয়নি । যার ফলে আমরা চাইছি দ্রুত শিক্ষকদের নির্বাচিত প্রতিনিধি আনা । তার সঙ্গে নতুন কেন্দ্রীয় সরকারের যে শিক্ষানীতি ও রাজ্য সরকারের জনবিরোধী শিক্ষানীতির প্রতিবাদে এই মিছিল ও অবস্থান ।" JUTA-র এই কর্মসূচিকে সমর্থন জানাতে কলকাতা বিশ্ববিদ্যালয় ও কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধিরা এসেছিলেন আজ । উপস্থিত হতে না পারলেও স্টেট ইউনিভার্সিটি, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয় ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এই কর্মসূচিকে সমর্থন জানিয়ে বার্তা পাঠিয়েছে ।
তাঁদের দাবি পূরণের জন্য অগাস্ট মাস পর্যন্ত সময় দেবেন বলে জানাচ্ছেন পার্থপ্রতিম রায় । তারপর তাঁরা বিশ্ববিদ্যালয়ের সমস্ত প্রশাসনিক কাজ বন্ধ করে দেবেন । তিনি বলেন, "আমাদের এই নতুন পে-স্কেলের দাবিতে আরও যে জয়েন্ট মুভমেন্টগুলো হবে তাতে পার্টিসিপেট করব । 26 তারিখে একটা বিকাশ ভবন অভিযান আছে ওয়েবকুটার । সেটাতে পার্টিসিপেট করব । অগাস্টের শেষে আমরা এখানে আবার নতুন করে মুভমেন্ট।"