ETV Bharat / state

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত কলকাতা হাইকোর্টের বিচারপতি - Kolkata High Court Justice dies in Siliguri

55 বছর বয়সে প্রয়াত কলকাতা হাইকোর্টের বিচারপতি আশিসকুমার চক্রবর্তী । 72 জন বিচারপতির পদ থাকলেও কলকাতা হাইকোর্টে কর্মরত ছিলেন 33 জন । তাঁর প্রয়াণে আরও একটি শূন্যপদ বাড়ল কলকাতা হাইকোর্টে ।

আশিসকুমার চক্রবর্তী
আশিসকুমার চক্রবর্তী
author img

By

Published : Jan 30, 2021, 5:19 PM IST

Updated : Jan 30, 2021, 10:09 PM IST

কলকাতা, 30 জানুয়ারি : কর্মরত অবস্থায় মারা গেলেন হাইকোর্টের বিচারপতি আশিসকুমার চক্রবর্তী । গতকাল কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে নামেন ৷ সেখান থেকে একদিনের জন্য দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেন ৷ কিন্তু কার্শিয়াংয়েই তাঁর শারিরীক অবস্থার অবনতি হয় ৷ তড়িঘ়ড়ি তাঁকে দার্জিলিং সদর হাসপাতালে ভরতি করা হয় ৷ কিন্তু পর্যাপ্ত পরিকাঠামো না থাকায় চিকিৎসকরা তাঁকে শিলিগুড়িতে রেফার করে দেন ৷ শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভরতি করা হয় ৷ রাতেই তাঁর চিকিৎসা শুরু করে দেন চিকিৎসকরা ৷ কিন্তু শনিবার দুপুরে ফের হৃদরোগে আক্রান্ত হন তিনি ৷

বেলা আড়াইটে নাগাদ শিলিগুড়ির ওই বেসরকারি হাসপাতালেই তাঁর মৃত্যু হয় ৷ মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল 55 বছর । তাঁর প্রয়াণের খবর পেয়ে হাসপাতালে যান দার্জিলিং জেলা আদালত, জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ এবং শিলিগুড়ি মহকুমা আদালতের বিচারপতিরা সহ শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের আধিকারিকরা ৷ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের পর রবিবার তাঁর মরদেহ বিমানে কলকাতায় নিয়ে যাওয়া হবে ৷

বিচারপতি আশিসকুমার চক্রবর্তীর জন্ম 1965 সালের 12 ডিসেম্বর । 1992 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক হওয়ার পর 1993 সালে আইনজীবী হিসাবে নাম লেখান কলকাতা হাইকোর্টে । মূলত সিভিল, কম্পানি, সাংবিধানিক বিষয়ে প্র‍্যাকটিস করতেন । 2014 সালের 22 অক্টোবর হাইকোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হন । এরপর 2016 সালের 6 অক্টোবর তিনি স্থায়ী বিচারপতি হন হাইকোর্টের ।

আরও পড়ুন : পৌরভোটের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

বিচারপতি আশিসকুমার চক্রবর্তীর অকাল প্রয়াণে শোকাহত আইনজীবী ও বিচারপতিরা । কলকাতা হাইকোর্টে 72 জন বিচারপতির পদ থাকলেও বর্তমানে কর্মরত ছিলেন মাত্র 33 জন । আশিসকুমার চক্রবর্তীর প্রয়াণে আরও একটি পদ শূন্য হল কলকাতা হাইকোর্টে ।

কলকাতা, 30 জানুয়ারি : কর্মরত অবস্থায় মারা গেলেন হাইকোর্টের বিচারপতি আশিসকুমার চক্রবর্তী । গতকাল কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে নামেন ৷ সেখান থেকে একদিনের জন্য দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেন ৷ কিন্তু কার্শিয়াংয়েই তাঁর শারিরীক অবস্থার অবনতি হয় ৷ তড়িঘ়ড়ি তাঁকে দার্জিলিং সদর হাসপাতালে ভরতি করা হয় ৷ কিন্তু পর্যাপ্ত পরিকাঠামো না থাকায় চিকিৎসকরা তাঁকে শিলিগুড়িতে রেফার করে দেন ৷ শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভরতি করা হয় ৷ রাতেই তাঁর চিকিৎসা শুরু করে দেন চিকিৎসকরা ৷ কিন্তু শনিবার দুপুরে ফের হৃদরোগে আক্রান্ত হন তিনি ৷

বেলা আড়াইটে নাগাদ শিলিগুড়ির ওই বেসরকারি হাসপাতালেই তাঁর মৃত্যু হয় ৷ মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল 55 বছর । তাঁর প্রয়াণের খবর পেয়ে হাসপাতালে যান দার্জিলিং জেলা আদালত, জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ এবং শিলিগুড়ি মহকুমা আদালতের বিচারপতিরা সহ শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের আধিকারিকরা ৷ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের পর রবিবার তাঁর মরদেহ বিমানে কলকাতায় নিয়ে যাওয়া হবে ৷

বিচারপতি আশিসকুমার চক্রবর্তীর জন্ম 1965 সালের 12 ডিসেম্বর । 1992 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক হওয়ার পর 1993 সালে আইনজীবী হিসাবে নাম লেখান কলকাতা হাইকোর্টে । মূলত সিভিল, কম্পানি, সাংবিধানিক বিষয়ে প্র‍্যাকটিস করতেন । 2014 সালের 22 অক্টোবর হাইকোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হন । এরপর 2016 সালের 6 অক্টোবর তিনি স্থায়ী বিচারপতি হন হাইকোর্টের ।

আরও পড়ুন : পৌরভোটের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

বিচারপতি আশিসকুমার চক্রবর্তীর অকাল প্রয়াণে শোকাহত আইনজীবী ও বিচারপতিরা । কলকাতা হাইকোর্টে 72 জন বিচারপতির পদ থাকলেও বর্তমানে কর্মরত ছিলেন মাত্র 33 জন । আশিসকুমার চক্রবর্তীর প্রয়াণে আরও একটি পদ শূন্য হল কলকাতা হাইকোর্টে ।

Last Updated : Jan 30, 2021, 10:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.