ETV Bharat / state

Mamata over Justice বিচার ব্যবস্থা নিরপেক্ষ, একপাক্ষিক নয়, মমতার মন্তব্যে জল্পনা

কলকাতা হাইকোর্টকে নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং বা নব মহাকরণ ভবনের বেশ কয়েকটি তলা দিয়ে দিল রাজ্য সরকার ৷ ওই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিচার ব্যাবস্থার নানা দিক তুলে ধরলেন মমতা (Mamata over Justice) ৷

Mamata Banerjee
মমতার বিচার ব্যবস্থা নিয়ে সমালোচনা
author img

By

Published : Aug 26, 2022, 7:22 AM IST

কলকাতা, 26 অগস্ট: হাইকোর্টের কাজকর্মের জন্য যথেষ্ট জায়গার অভাব ৷ তাই বৃহস্পতিবার নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং বা নব মহাকরণ ভবনের একতলা থেকে ন'তলা পর্যন্ত কলকাতা হাইকোর্টকে দেওয়া হল ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং অন্য বিচারপতিরা ৷ বৃহস্পতিবার তাঁর ভাষণে মমতা বন্দ্যোপাধ্যায় মিডিয়া ট্রায়াল নিয়ে সংবাদমাধ্যমকে বিঁধেছেন ৷ সম্প্রতি সামনে উঠে আসে এসএসসি নিয়োগ দুর্নীতি-সহ আরও বেশ কিছু কাণ্ড ৷ এতে বিপাকে পড়েছে শাসকদল ৷ হাজতবাস করতে হচ্ছে মন্ত্রী, নেতাদের । এ প্রসঙ্গে নিজের মত ব্যক্ত করেন মমতা (Justice must be impartial, says CM Mamata Banerjee) ৷

এদিন অনুষ্ঠানে একই মঞ্চে ছিলেন রাজ্যের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও অন্য বিচারপতিরাও ৷ তাঁদের উপস্থিতিতেই মুখ্যমন্ত্রী বিচারব্যবস্থা কেমন হওয়া উচিত, সে প্রসঙ্গে বলেন, "বিচারব্যবস্থা নিরপেক্ষ হয় ৷ একপাক্ষিক নয় ৷" এই মন্তব্য করার সময় অনুষ্ঠানমঞ্চের কাছেই ছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । সম্প্রতি একের পর এক মামলায় তাঁর রায়ে রীতিমতো অস্বস্তিতে 2011 থেকে বাংলার মসনদে বসা তৃণমূল কংগ্রেস । তাই বিচার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথায় প্রশ্ন উঠছে, এই সমালোচনা কি আদতে বিচারপতিদের লক্ষ করেই ? রাজ্যের বিরুদ্ধে হওয়ায় বিচারপতিদের নির্দেশ পক্ষপাতদুষ্ট, তেমন ইঙ্গিত করলেন তৃতীয় বার ক্ষমতায় আসা মুখ্যমন্ত্রী ?

আরও পড়ুন: মিডিয়া ট্রায়ালের সুযোগ দেবেন না, প্রধান বিচারপতির সামনেই মন্তব্য মমতার

এদিন বকেয়া মামলা থেকে শুরু করে নিরপেক্ষ বিচার চাওয়া সব ক্ষেত্রেই মমতা বন্দোপাধ্যায়ের বক্তব্য ছিল তাৎপর্যপূর্ণ । মুখ্যমন্ত্রী এদিন বলেন, "কত মানুষ রোজ আদালতে আসেন । বিচারব্যবস্থা গণতান্ত্রিক দেশের স্তম্ভ । মানুষ তাই বিচারের আশায় আদালতের দ্বারস্থ হন । সুবিচারের আশায় দিনের পর দিন অপেক্ষা করে থাকেন । সব জায়গায় বিশ্বাসভঙ্গ হলেও, বিচারব্যবস্থাই একমাত্র পারে সাধারণ মানুষের বিশ্বাস ফিরিয়ে দিতে । মমতার মতে, বিচার কখনও একপক্ষ হয় না, নিরপেক্ষ হয় ।"

তিনি আরও বলেন, গণতান্ত্রিক দেশে বিচারব্যবস্থা, সংবাদমাধ্যম এবং গণতান্ত্রিক পরিকাঠামোর গুরুত্বের কথা সংবিধানে রয়েছে । কোনও একটি স্তম্ভ বিশ্বাসযোগ্যতা হারালে বাকিগুলির থেকে বিশ্বাস চলে যায় । এর উপর গণতান্ত্রিক দেশের ভবিষ্যত্‍ নির্ভর করে । বাদ যায়নি সংবাদমাধ্যম ৷ মিডিয়ার একাংশের সমালোচনা করে তিনি বলেন, "'মিডিয়া ট্রায়াল' বন্ধ হোক !"

তাৎপর্যপূর্ণভাবে অনুষ্ঠানের শেষে নিজের আইনজীবী পরিচয়ও বিচারপতিদের সামনে উল্লেখ করেন মমতা । প্রয়োজনে যে কোনও সময় আইনজীবী হিসাবে তিনি আদালতে দাঁড়াতে পারেন, তেমন কথাও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । এটা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল ।

আরও পড়ুন: ডব্লিউবিসিএস অফিসার থেকে বিচারপতি, নজরকাড়া কেরিয়ার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

কলকাতা, 26 অগস্ট: হাইকোর্টের কাজকর্মের জন্য যথেষ্ট জায়গার অভাব ৷ তাই বৃহস্পতিবার নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং বা নব মহাকরণ ভবনের একতলা থেকে ন'তলা পর্যন্ত কলকাতা হাইকোর্টকে দেওয়া হল ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং অন্য বিচারপতিরা ৷ বৃহস্পতিবার তাঁর ভাষণে মমতা বন্দ্যোপাধ্যায় মিডিয়া ট্রায়াল নিয়ে সংবাদমাধ্যমকে বিঁধেছেন ৷ সম্প্রতি সামনে উঠে আসে এসএসসি নিয়োগ দুর্নীতি-সহ আরও বেশ কিছু কাণ্ড ৷ এতে বিপাকে পড়েছে শাসকদল ৷ হাজতবাস করতে হচ্ছে মন্ত্রী, নেতাদের । এ প্রসঙ্গে নিজের মত ব্যক্ত করেন মমতা (Justice must be impartial, says CM Mamata Banerjee) ৷

এদিন অনুষ্ঠানে একই মঞ্চে ছিলেন রাজ্যের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও অন্য বিচারপতিরাও ৷ তাঁদের উপস্থিতিতেই মুখ্যমন্ত্রী বিচারব্যবস্থা কেমন হওয়া উচিত, সে প্রসঙ্গে বলেন, "বিচারব্যবস্থা নিরপেক্ষ হয় ৷ একপাক্ষিক নয় ৷" এই মন্তব্য করার সময় অনুষ্ঠানমঞ্চের কাছেই ছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । সম্প্রতি একের পর এক মামলায় তাঁর রায়ে রীতিমতো অস্বস্তিতে 2011 থেকে বাংলার মসনদে বসা তৃণমূল কংগ্রেস । তাই বিচার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথায় প্রশ্ন উঠছে, এই সমালোচনা কি আদতে বিচারপতিদের লক্ষ করেই ? রাজ্যের বিরুদ্ধে হওয়ায় বিচারপতিদের নির্দেশ পক্ষপাতদুষ্ট, তেমন ইঙ্গিত করলেন তৃতীয় বার ক্ষমতায় আসা মুখ্যমন্ত্রী ?

আরও পড়ুন: মিডিয়া ট্রায়ালের সুযোগ দেবেন না, প্রধান বিচারপতির সামনেই মন্তব্য মমতার

এদিন বকেয়া মামলা থেকে শুরু করে নিরপেক্ষ বিচার চাওয়া সব ক্ষেত্রেই মমতা বন্দোপাধ্যায়ের বক্তব্য ছিল তাৎপর্যপূর্ণ । মুখ্যমন্ত্রী এদিন বলেন, "কত মানুষ রোজ আদালতে আসেন । বিচারব্যবস্থা গণতান্ত্রিক দেশের স্তম্ভ । মানুষ তাই বিচারের আশায় আদালতের দ্বারস্থ হন । সুবিচারের আশায় দিনের পর দিন অপেক্ষা করে থাকেন । সব জায়গায় বিশ্বাসভঙ্গ হলেও, বিচারব্যবস্থাই একমাত্র পারে সাধারণ মানুষের বিশ্বাস ফিরিয়ে দিতে । মমতার মতে, বিচার কখনও একপক্ষ হয় না, নিরপেক্ষ হয় ।"

তিনি আরও বলেন, গণতান্ত্রিক দেশে বিচারব্যবস্থা, সংবাদমাধ্যম এবং গণতান্ত্রিক পরিকাঠামোর গুরুত্বের কথা সংবিধানে রয়েছে । কোনও একটি স্তম্ভ বিশ্বাসযোগ্যতা হারালে বাকিগুলির থেকে বিশ্বাস চলে যায় । এর উপর গণতান্ত্রিক দেশের ভবিষ্যত্‍ নির্ভর করে । বাদ যায়নি সংবাদমাধ্যম ৷ মিডিয়ার একাংশের সমালোচনা করে তিনি বলেন, "'মিডিয়া ট্রায়াল' বন্ধ হোক !"

তাৎপর্যপূর্ণভাবে অনুষ্ঠানের শেষে নিজের আইনজীবী পরিচয়ও বিচারপতিদের সামনে উল্লেখ করেন মমতা । প্রয়োজনে যে কোনও সময় আইনজীবী হিসাবে তিনি আদালতে দাঁড়াতে পারেন, তেমন কথাও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । এটা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল ।

আরও পড়ুন: ডব্লিউবিসিএস অফিসার থেকে বিচারপতি, নজরকাড়া কেরিয়ার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.