কলকাতা, 14 জুন: এটুকুুই মোটে রিপোর্ট ? আরও কতদিন লাগাবেন ? কুন্তল ঘোষের চিঠি প্রসঙ্গে সিবিআইয়ের দেওয়া রিপোর্ট দেখে এমনই মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা । বিচারপতি বলেন, গত কয়েক সপ্তাহে এই মামলার তদন্তে তেমন কোনও অগ্রগতিই হয়নি ৷ সিবিআইকে বিচারপতির প্রশ্ন, "আপনাদের অফিসাররা উপযুক্ত তো !"
তারপর তিনি তাঁর নির্দেশে জানান, এখনও পর্যন্ত যা তদন্ত হয়েছে তাতে তিনি খুশি নন । তদন্তের গতি বাড়াতে হবে । যদিও সিবিআইয়ের যুক্তি, এই ব্যাপারে তদন্তের প্রায় 50% সম্পন্ন হয়ে গিয়েছে । বাকিটা দ্রুত করার চেষ্টা চলছে বলে জানানো হয় সিবিআইয়ের তরফে ।
বুধবার বিচারপতি অমৃতা সিনহা জানতে চান, সংশোধনাগারে কুন্তল ঘোষের সিসিটিভি ফুটেজ কই ? তাঁর উপর নজর রাখা দরকার ৷ কে তাঁর সঙ্গে দেখা করতে আসছেন সেটা দেখা দরকার বলে জানান বিচারপতি ৷ সিবিআই জানায়, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে জেলের সিসিটিভি ফুটেজ আপাতত রেজিস্ট্রার জেনারেলের কাছে রাখা রয়েছে । কারা কুন্তল ঘোষের সঙ্গে কথা বলছেন বা দেখা করছেন, সমস্ত কিছুর উপর নজর রাখতে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা ।
আরও পড়ুন: কুন্তলের চিঠি ! প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপারকে জেরা সিবিআইয়ের
সবাইকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কি না, এ দিন তাও জানতে চান বিচারপতি সিনহা । উত্তরে সিবিআইয়ের আইনজীবী জানান, চিঠি প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে । তিনি কুন্তল ঘোষকে চেনেন না বলে জানিয়েছেন । সিবিআইয়ের দাবি, একটু সময় লাগছে তদন্ত করতে, কারণ এটি প্রায় 300 কোটি টাকার দুর্নীতির মামলা ।
এ দিন সিবিআইয়ের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও অন্যান্য প্রভাবশালীদের জিজ্ঞাসাবাদের বিষয়ে অনুমতি চাওয়া হলে বিচারপতি সিনহা সাফ জানান, সেই অনুমতি আগেই আদালত দিয়ে রেখেছে । নতুন করে তা দেওয়ার দরকার নেই ।