কলকাতা, 5 সেপ্টেম্বর: রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতিকে এবার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের প্রসঙ্গ টেনে আনলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । 2001 সালে আমেরিকার বিশ্ববাণিজ্য কেন্দ্রের উপর হামলা চালিয়েছিল জঙ্গি সংগঠন আল কায়েদা ৷ যার নেতৃত্বে ছিলেন জঙ্গি নেতা ওসামা বিন লাদেন । মঙ্গলবার রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতির ব্যাপকতা বোঝাতে গিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কথা বলেন ৷
এদিন 2014 সালের প্রাথমিক টেট পরীক্ষায় এক পরীক্ষার্থীর ওএমআর শিট বিকৃত করার অভিযোগে সিবিআইয়ের কাছে রিপোর্ট তলব করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । সেই রিপোর্ট 11 সেপ্টেম্বরের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রসঙ্গেই বিচারপতি উল্লেখ করেছেন, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের মতোই শিক্ষাক্ষেত্রের দুর্নীতি ভাঙতে তিনি সচেষ্ট থাকবেন । উল্লেখ্য, 2001 সালের 11 সেপ্টেম্বর জঙ্গি হামলার ফলে তাসের ঘরের মতোই ভেঙে পড়েছিল আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ৷ দুর্নীতি চক্র ভাঙার প্রসঙ্গে বলতে গিয়ে এদিন তাই সেই ঘটনার উল্লেখ করেন বিচারপতি ৷
দায়ের হওয়া মামলায় ওই চাকরি প্রার্থীর দাবি, 2014 সালের প্রাথমিক টেট পরীক্ষায় তিনি উত্তীর্ণ হতে পারেননি । পরে আরটিআই করে নম্বরের বিষয়ে জানতে চাইলে প্রাথমিক পর্ষদ তাঁকে একটি ডিজিটাইজ কপি দেয় । সেখানে দেখানো হয় তিনি অনুত্তীর্ণ । কিন্তু মামলাকারীর দাবি, একজনের পরীক্ষার ওএমআর সিটের আসল কপি তো থাকবে? আপাতত সিবিআই যেহেতু প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির সমস্তটাই তদন্ত করছে সেইজন্য এই অভিযোগের প্রেক্ষিতে বিচারপতি সিবিআইয়ের কাছে থাকা হার্ড ডিস্ক থেকে এই তথ্য উদ্ধার করে রিপোর্ট দিতে বলেছেন । সেই রিপোর্ট দিতে হবে 11 সেপ্টেম্বর বেলা তিনটের সময় ।
আরও পড়ুন: 10 হাজার শিক্ষকের চাকরি বাতিলের মামলা, শুনানি করবেন বিচারপতি গঙ্গোপাধ্যায়
এদিন নির্দেশ দিতে গিয়ে বিচারপতি হাসির ছলে মন্তব্য করেন, "এই বিষয়ে আমাকে অনেকটা ঘাঁটতে হবে ।" উল্লেখ্য, এই মামলা শুরুর ঠিক আগেই একজন মহিলা আইনজীবী এজলাস থেকে বেরোনোর সময় হোঁচট খেয়ে পড়ে যান । সঙ্গে সঙ্গে বিচারপতি নিজের চেয়ার থেকে নেমে এসে ওই মহিলা আইনজীবীর সঙ্গে কথা বলেন । এজলাসে ঢোকার মুখে কিছুটা জায়গা উচুঁনিচু রয়েছে সেখানে নতুন করে কিছু করা যায় কি না, দেখার জন্য কোর্ট মাস্টারকে দিয়ে পিডব্লিডির ইঞ্জিনিয়ারকে ডেকে দেখানোর কথাও জানান বিচারপতি ।