ETV Bharat / state

Justice Gangopadhyay: ‘লড়াই চলছে তবে যুদ্ধ এখনও বাকি’, বদলি দুর্নীতি মামলায় মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের - লড়াই এখনও শেষ হয়নি

Justice Abhijit Gangopadhyay on Posting Scam: বদলি দুর্নীতি মামলায় সিবিআই ও পর্ষদকে একগুচ্ছ নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ একই সঙ্গে জানিয়ে দিয়েছেন, লড়াই এখনও শেষ হয়নি ৷ যুদ্ধ এখনও বাকি ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 26, 2023, 6:24 PM IST

কলকাতা, 26 জুলাই: নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক নির্দেশে পারদ চড়িয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ সর্বশেষ শুনানিতেও সিবিআই ও প্রাথমিক শিক্ষা পর্ষদকে একগুচ্ছ নির্দেশ দিয়েছেন তিনি ৷ এদিনও বদলি দুর্নীতি সংক্রান্ত মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায় এবার জানিয়ে দিলেন, ‘লড়াই চলছে কিন্তু যুদ্ধ এখনও বাকি’ ৷

এদিন সিবিআইয়ের তরফে আইনজীবী জানান, গতকালের নির্দেশের পর সিবিআই ইতিমধ্যেই এফআইআর রুজু করেছে । গতকাল রাত 11.45 মিনিটে প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা । গতকাল রাত এবং আজ সকাল সাড়ে 9টায় হওয়া জিজ্ঞাসাবাদের ভিডিওগ্রাফি করা হয়েছে ।

Justice Gangopadhyay
লড়াই চলছে তবে যুদ্ধ এখনও বাকি

সিবিআইয়ের আইনজীবী এদিন বলেন, "মানিকবাবুকে জিজ্ঞাসাবাদ শেষ হয়েছে । সিবিআই এই মামলার তদন্ত নিয়ে প্রচুর প্রশ্ন করেছে ৷ তবে বেশিরভাগ প্রশ্নের জবাবে মানিক জানিয়েছেন , তিনি কিছু মনে করতে পারছেন না ।" যদিও একই সঙ্গে সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, মানিক ভট্টাচার্য তদন্তে সহযোগিতা করছেন ।

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, আগামী শুক্রবার জিজ্ঞাসাবাদের রিপোর্ট জমা দিতে হবে সিবিআই’কে । বিশদে জানাতে হবে, তদন্তে কী কী তথ্য তারা পেয়েছে । একগুচ্ছ নির্দেশ দেওয়া হয়েছে পর্ষদকেও ৷ বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, আগামী 3 অগস্ট দুপুর দু’টোয় মামলার পরবর্তী শুনানি হবে ৷

আরও পড়ুন: স্কুলে বদলি দুর্নীতিতে মানিকের বিরুদ্ধে এফআইআর সিবিআইয়ের

একনজরে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ...

  • জিজ্ঞাসাবাদের ভিডিওগ্রাফ জমা দিতে হবে ৷
  • তদন্তে কী তথ্য উঠে এসেছে সেই রিপোর্ট জমা দিতে হবে ৷
  • বীরভূম, বাঁকুড়া এবং মুর্শিদাবাদের যাঁরা বেআইনিভাবে চাকরি পেয়েছেন তাঁদের নাম, ঠিকানা, রোল নম্বর, বাবার নাম, ঠিকানা আগামী 10 দিনের মধ্যে পর্ষদ ওয়েবসাইটে আপলোড করবে ৷
  • 2 অগস্টের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে সিবিআই এবং ইডি’কে ৷

অনেকের চাকরি বাতিল করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে এদিন আদালতে জানান প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী সৈকত বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি অনেকের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে জানায় পর্ষদ । এদিন স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী 2020 সালের নিয়োগ তালিকা সিবিআই’য়ের হাতে তুলে দেন । ওই তালিকায় প্রার্থীদের নাম, বাবার নাম, ঠিকানা ও ফোন নম্বর রয়েছে ।

আরও পড়ুন: আদালতের নির্দেশ অমান্য, পূর্ব বর্ধমান ডিপিএসইসি চেয়ারম্যানকে ছুটিতে পাঠাল হাইকোর্ট

কলকাতা, 26 জুলাই: নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক নির্দেশে পারদ চড়িয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ সর্বশেষ শুনানিতেও সিবিআই ও প্রাথমিক শিক্ষা পর্ষদকে একগুচ্ছ নির্দেশ দিয়েছেন তিনি ৷ এদিনও বদলি দুর্নীতি সংক্রান্ত মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায় এবার জানিয়ে দিলেন, ‘লড়াই চলছে কিন্তু যুদ্ধ এখনও বাকি’ ৷

এদিন সিবিআইয়ের তরফে আইনজীবী জানান, গতকালের নির্দেশের পর সিবিআই ইতিমধ্যেই এফআইআর রুজু করেছে । গতকাল রাত 11.45 মিনিটে প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা । গতকাল রাত এবং আজ সকাল সাড়ে 9টায় হওয়া জিজ্ঞাসাবাদের ভিডিওগ্রাফি করা হয়েছে ।

Justice Gangopadhyay
লড়াই চলছে তবে যুদ্ধ এখনও বাকি

সিবিআইয়ের আইনজীবী এদিন বলেন, "মানিকবাবুকে জিজ্ঞাসাবাদ শেষ হয়েছে । সিবিআই এই মামলার তদন্ত নিয়ে প্রচুর প্রশ্ন করেছে ৷ তবে বেশিরভাগ প্রশ্নের জবাবে মানিক জানিয়েছেন , তিনি কিছু মনে করতে পারছেন না ।" যদিও একই সঙ্গে সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, মানিক ভট্টাচার্য তদন্তে সহযোগিতা করছেন ।

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, আগামী শুক্রবার জিজ্ঞাসাবাদের রিপোর্ট জমা দিতে হবে সিবিআই’কে । বিশদে জানাতে হবে, তদন্তে কী কী তথ্য তারা পেয়েছে । একগুচ্ছ নির্দেশ দেওয়া হয়েছে পর্ষদকেও ৷ বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, আগামী 3 অগস্ট দুপুর দু’টোয় মামলার পরবর্তী শুনানি হবে ৷

আরও পড়ুন: স্কুলে বদলি দুর্নীতিতে মানিকের বিরুদ্ধে এফআইআর সিবিআইয়ের

একনজরে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ...

  • জিজ্ঞাসাবাদের ভিডিওগ্রাফ জমা দিতে হবে ৷
  • তদন্তে কী তথ্য উঠে এসেছে সেই রিপোর্ট জমা দিতে হবে ৷
  • বীরভূম, বাঁকুড়া এবং মুর্শিদাবাদের যাঁরা বেআইনিভাবে চাকরি পেয়েছেন তাঁদের নাম, ঠিকানা, রোল নম্বর, বাবার নাম, ঠিকানা আগামী 10 দিনের মধ্যে পর্ষদ ওয়েবসাইটে আপলোড করবে ৷
  • 2 অগস্টের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে সিবিআই এবং ইডি’কে ৷

অনেকের চাকরি বাতিল করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে এদিন আদালতে জানান প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী সৈকত বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি অনেকের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে জানায় পর্ষদ । এদিন স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী 2020 সালের নিয়োগ তালিকা সিবিআই’য়ের হাতে তুলে দেন । ওই তালিকায় প্রার্থীদের নাম, বাবার নাম, ঠিকানা ও ফোন নম্বর রয়েছে ।

আরও পড়ুন: আদালতের নির্দেশ অমান্য, পূর্ব বর্ধমান ডিপিএসইসি চেয়ারম্যানকে ছুটিতে পাঠাল হাইকোর্ট

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.