ETV Bharat / state

Justice Gangopadhyay not Quitting: 'আমার নামে মিথ্যে রটানো হচ্ছে, পদত্যাগ করছি না !' আদালতে বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

তাঁর নামে মিথ্যে রটানো হচ্ছে বলে অভিযোগ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ তিনি এজলাসে দাঁড়িয়ে জানিয়ে দিলেন যে, তিনি পদত্যাগ করছেন না ৷

Justice Gangopadhyay ETV bharat
বিচারপতি গঙ্গোপাধ্যায়
author img

By

Published : Apr 25, 2023, 5:03 PM IST

কলকাতা, 25 এপ্রিল: তিনি পদত্যাগ করছেন না ৷ কলকাতা হাইকোর্টের এজলাসে দাঁড়িয়ে এ কথা স্পষ্ট করে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । তাঁর বিরুদ্ধে মিথ্যে রটনা চলছে বলে অভিযোগ করেন তিনি ৷ তবে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, "আমি যে লড়াই শুরু করছি, তার শেষ দেখে ছাড়ব ৷" বেশ কয়েকজন আইনজীবী তাঁর বিরুদ্ধে প্রধান বিচারপতিকে ভুল বোঝাচ্ছেন বলে অভিযোগ করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ৷ তিনি বলেন, "কোনও মানুষ সারা জীবন পদে থাকে না । আমি থাকি না থাকি লড়াই চলবে ।"

মঙ্গলবার এজলাসে বহু মামলাকারীর উদ্দেশে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশ্ন করেন, "আপনারা মুখ শুকিয়ে দাঁড়িয়ে আছেন কেন ?" মামলাকারী এক পঞ্চাশোর্ধ্ব ব্যক্তি জানান, "আপনি চলে যাবেন শুনে মনটা খারাপ হয়ে গেল ৷" উত্তরে বিচারপতি বলেন, "কেউ চিরস্থায়ী নন...৷" তখন জনৈক ব্যক্তি বলেন, "আপনার মধ্যে দিয়ে ভগবান এসেছেন....৷" এর জবাবে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মত, "আমি ভগবান নই...৷"

কয়েকজন মহিলা মামলকারীও সেই সময় দাঁড়িয়ে ছিলেন এজলাসে ৷ তাঁদের উদ্দেশে বিচারপতি জানতে চান, "আপনাদের সমস্যা কী ?" এক মহিলা জানান, তাঁর থেকেও অনেক কম নম্বর পাওয়ারা চাকরি পেয়েছেন । এই মহিলা বলেন, অনেকে জমি বাড়ি বিক্রি করে লাখ লাখ টাকা দিয়ে চাকরি পেয়েছেন । তাঁকে আশ্বস্ত করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "আইনের উপর আস্থা রাখুন ।" আদালতে উপস্থিত ব্যক্তিদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "মুখ্যমন্ত্রীকে নিয়ে কোনও মন্তব্য করব না ।"

উল্লেখ্য, নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় একের পর এক সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ দিয়ে গোটা দেশে সাড়া ফেলে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । কিন্তু সম্প্রতি বেশকিছু মামলায় তাঁর নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট । কুন্তল ঘোষের চিঠি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, সিবিআইয়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারে ৷ সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । সেই মামলার শুনানিতে গতকাল চাঞ্চল্যকর নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত ।

সুপ্রিম কোর্টে সওয়াল চলাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অভিযোগ করেন, বিচারপতি গঙ্গোপাধ্যায় নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি করছেন ৷ আবার সেই বিষয়েই মিডিয়াতে নিজের বক্তব্য জানিয়েছেন । একটা টিভি চ্যানেলের লাইভ প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন বিচারপতি । আদালত সেই অনুষ্ঠানের ভিডিয়ো ফুটেজ চেয়ে পাঠিয়েছেন কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে ।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন, যদি দেখা যায় তিনি যে বিষয়ে মামলা শুনছেন সেই বিষয়েই টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন, তাহলে তাঁকে ওই মামলার শুনানি থেকে সরিয়ে দেওয়া হবে । তারপরই গতকাল থেকে রটে যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পদত্যাগ করবেন । সেই ব্যাপারেই আদালতে বসে এ দিন প্রতিক্রিয়া জানিয়ে স্বয়ং বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়ে দিলেন, তিনি পদত্যাগ করছেন না ।

আরও পড়ুন: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সমালোচনায় পোস্ট, আইনজীবীকে শোকজ হাইকোর্টের

কলকাতা, 25 এপ্রিল: তিনি পদত্যাগ করছেন না ৷ কলকাতা হাইকোর্টের এজলাসে দাঁড়িয়ে এ কথা স্পষ্ট করে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । তাঁর বিরুদ্ধে মিথ্যে রটনা চলছে বলে অভিযোগ করেন তিনি ৷ তবে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, "আমি যে লড়াই শুরু করছি, তার শেষ দেখে ছাড়ব ৷" বেশ কয়েকজন আইনজীবী তাঁর বিরুদ্ধে প্রধান বিচারপতিকে ভুল বোঝাচ্ছেন বলে অভিযোগ করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ৷ তিনি বলেন, "কোনও মানুষ সারা জীবন পদে থাকে না । আমি থাকি না থাকি লড়াই চলবে ।"

মঙ্গলবার এজলাসে বহু মামলাকারীর উদ্দেশে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশ্ন করেন, "আপনারা মুখ শুকিয়ে দাঁড়িয়ে আছেন কেন ?" মামলাকারী এক পঞ্চাশোর্ধ্ব ব্যক্তি জানান, "আপনি চলে যাবেন শুনে মনটা খারাপ হয়ে গেল ৷" উত্তরে বিচারপতি বলেন, "কেউ চিরস্থায়ী নন...৷" তখন জনৈক ব্যক্তি বলেন, "আপনার মধ্যে দিয়ে ভগবান এসেছেন....৷" এর জবাবে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মত, "আমি ভগবান নই...৷"

কয়েকজন মহিলা মামলকারীও সেই সময় দাঁড়িয়ে ছিলেন এজলাসে ৷ তাঁদের উদ্দেশে বিচারপতি জানতে চান, "আপনাদের সমস্যা কী ?" এক মহিলা জানান, তাঁর থেকেও অনেক কম নম্বর পাওয়ারা চাকরি পেয়েছেন । এই মহিলা বলেন, অনেকে জমি বাড়ি বিক্রি করে লাখ লাখ টাকা দিয়ে চাকরি পেয়েছেন । তাঁকে আশ্বস্ত করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "আইনের উপর আস্থা রাখুন ।" আদালতে উপস্থিত ব্যক্তিদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "মুখ্যমন্ত্রীকে নিয়ে কোনও মন্তব্য করব না ।"

উল্লেখ্য, নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় একের পর এক সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ দিয়ে গোটা দেশে সাড়া ফেলে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । কিন্তু সম্প্রতি বেশকিছু মামলায় তাঁর নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট । কুন্তল ঘোষের চিঠি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, সিবিআইয়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারে ৷ সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । সেই মামলার শুনানিতে গতকাল চাঞ্চল্যকর নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত ।

সুপ্রিম কোর্টে সওয়াল চলাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অভিযোগ করেন, বিচারপতি গঙ্গোপাধ্যায় নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি করছেন ৷ আবার সেই বিষয়েই মিডিয়াতে নিজের বক্তব্য জানিয়েছেন । একটা টিভি চ্যানেলের লাইভ প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন বিচারপতি । আদালত সেই অনুষ্ঠানের ভিডিয়ো ফুটেজ চেয়ে পাঠিয়েছেন কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে ।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন, যদি দেখা যায় তিনি যে বিষয়ে মামলা শুনছেন সেই বিষয়েই টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন, তাহলে তাঁকে ওই মামলার শুনানি থেকে সরিয়ে দেওয়া হবে । তারপরই গতকাল থেকে রটে যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পদত্যাগ করবেন । সেই ব্যাপারেই আদালতে বসে এ দিন প্রতিক্রিয়া জানিয়ে স্বয়ং বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়ে দিলেন, তিনি পদত্যাগ করছেন না ।

আরও পড়ুন: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সমালোচনায় পোস্ট, আইনজীবীকে শোকজ হাইকোর্টের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.