কলকাতা, 17 ফেব্রুয়ারি: নিয়োগ দুর্নীতিতে (Bengal Recruitment Scam) অনেক আগেই নাম জড়িয়েছিল উত্তর 24 পরগনার বাগদার বাসিন্দা চন্দন মণ্ডলের ৷ যিনি সৎ রঞ্জন নামে বেশি পরিচিত হয়েছেন ৷ সেই চন্দনকে শুক্রবার গ্রেফতার করেছে সিবিআই (CBI Arrests Chandan Mondal) ৷ যা শুনে আক্ষেপ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় ৷ বললেন, ‘‘বাগদার রঞ্জন গ্রেফতার হয়ে আর কী হবে ? কিছুই হবে না ।’’
নিয়োগ দুর্নীতি নিয়ে যে এত আলোচনা, তার অন্যতম কেন্দ্রে রয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায় (Justice Gangopadhyay) ৷ তাঁর নির্দেশেই সিবিআই তদন্ত শুরু করেছে ৷ এছাড়া এই সংক্রান্ত মামলাগুলিতে তাঁর একের পর এক নির্দেশ নিয়েই গত এক বছরে বহুবার হইচই হয়েছে ৷ স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে তিনি কেন এমন বললেন ? আসলে তিনি সিবিআই তদন্তের দীর্ঘসূত্রিতার দিকেই আঙুল তুলেছেন ৷ বলেছেন, ‘‘7-8 মাস ধরে অনেক কিছুই চলছে । ‘সৎ রঞ্জন’-কে ডাকাও হয়েছে । এখন গ্রেফতার করেছে । কিছুই হবে না ।’’
প্রাথমিকে শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলার শুনানি এদিন হয় কলকাতা হাইকোর্টে ৷ সেই শুনানি চলাকালীন সৎ রঞ্জন ওরফে চন্দন মণ্ডলের গ্রেফতারের বিষয়টি আদালতে জানান এক আইনজীবী । তখনই বিচারপতির মন্তব্য, "আমি জানি সৎ রঞ্জন গ্রেফতার হয়েছে । সিবিআই গ্রেফতার করেছে । শুধু সৎ রঞ্জন গ্রেফতারে কী হবে, আরও অনেকেই আছে ।"
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় এদিন নিজাম প্যালেসে ডেকে সিবিআই জিজ্ঞাসাবাদ করে চন্দনকে ৷ তার পরই তাঁকে গ্রেফতার করা হয় ৷ পরে আদালতেও পেশ করা হয় ৷ প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস প্রথম এই সৎ রঞ্জনের কথা সমাজ মাধ্যমে প্রকাশ করেছিলেন । এই সৎ রঞ্জন 10 থেকে 15 লক্ষ টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দিতেন বলে তিনিই প্রথম অভিযোগ করেন । সিবিআই এর আগে চন্দন একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে । এবার হেফাজতে নিয়ে জেরা করতে চায় । অভিযোগ, টাকার বিনিময়ে যারা চাকরি বিক্রি করতেন তাদের মধ্যে চন্দন মণ্ডল ছিলেন অন্যতম ।
সিবিআই আধিকারিকরা মনে করছেন, চন্দন মণ্ডলের সঙ্গে জড়িত রয়েছে একাধিক মিডলম্যান । তাঁদের নাগাল পেতে চন্দন মণ্ডলের মুখ খোলা ভীষণ ভাবে জরুরি । সেই কারণে তাকে হেফাজতে নিতেই গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে । যদিও বাগদার চন্দন মণ্ডল ওরফে সৎ রঞ্জন হাইকোর্টে এসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে বলেছিলেন তিনি টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দিতে পারেন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ।
আরও পড়ুন: শিক্ষক নিয়োগ দুর্নীতি ! সিবিআইয়ের হাতে গ্রেফতার 'সৎ রঞ্জন'