কলকাতা, 12 এপ্রিল: নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় কুন্তল ঘোষের লেখা চিঠি কলকাতার পুলিশ কমিশনার ও আলিপুর আদালতের জেলা বিচারকের কাছে চেয়ে পাঠালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । আজ, বুধবার দুপুর 3 টের মধ্যেই এই চিঠি চেয়েছেন বিচারপতি । নিয়োগ দুর্নীতির মামলায় কুন্তল ঘোষ কলকাতার হেস্টিংস থানায় ও আলিপুর আদালতের জেলা বিচারকের কাছে একটি লিখিত অভিযোগ করেছেন । সেই অভিযোগপত্রটিই চেয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ৷
বুধবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে কুন্তলের চিঠির প্রসঙ্গ তোলা হয় ৷ ইচ্ছাকৃত অভিযোগ করা হচ্ছে বলেও জানানো হয় ইডির তরফে৷ তার পরই ওই চিঠি দেখতে চান দুপুর 3টের মধ্যে ৷
পাশাপাশি বিচারপতি জানান, এসব বরদাস্ত করা হবে না ৷ বুঝতেই পারছি যে তদন্তকে প্রভাবিত করার ও অন্যদিকে ঘোরানোর চেষ্টা করা হচ্ছে ৷ বিচারপতি গঙ্গোপাধ্যায় ইডির আইনজীবীকে নির্দেশ দেন অবিলম্বে হেস্টিংস পুলিশ স্টেশন ও কলকাতা পুলিশ কমিশনারকে আদালতের নির্দেশ বিষয়টি জানাতে যাতে দুপুর 3টের মধ্যে চিঠিটি আদালতে আসে ।
এখানে উল্লেখ করা প্রয়োজন, গত 29 মার্চ কলকাতার শহিদ মিনার ময়দানে সভা করে তৃণমূল কংগ্রেসের ছাত্র-যুব সংগঠন ৷ সেই সভার মূল বক্তা ছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় ৷ সেদিন সভা মঞ্চ থেকে অভিষেক দাবি করেন, সমস্ত তদন্তের অভিমুখ তাঁর দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে ৷ অভিযুক্তদের দিয়ে তাঁর নাম বলানোর চেষ্টা হচ্ছে ৷
তাৎপর্যপূর্ণভাবে তার পরই আদালতে হাজিরা দিতে এসে একই অভিযোগ করেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হওয়া কুন্তল ঘোষ ৷ তাঁর দাবি, তাঁকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নাম বলানোর জন্য চাপ দেওয়া হচ্ছে ৷ তাঁর অভিযোগের তির ছিল ইডির দিকে ৷ একবার নয়, দু’বার কুন্তল এই অভিযোগ করেন ৷ প্রথম ব্যাংকশাল আদালতে ৷ পরে আলিপুর আদালতে ৷ এর পর তিনি জেল থেকেই আলিপুর আদালতের জেলা বিচারক ও কলকাতার হেস্টিংস থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ৷
সেই চিঠিই দেখতে চান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ এখন দেখার ওই চিঠি খতিয়ে দেখার পর এই তাঁর পর্যবেক্ষণ কী হয় ?
আরও পড়ুন: প্রভাবশালীদের নাম নিতে চাপ দিচ্ছে ইডি, বিচারককে চিঠি পাঠালেন কুন্তল