ETV Bharat / state

Suvendu Adhikari: শুভেন্দুর বিরুদ্ধে রুজু মামলা খারিজ করলেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায় - কলকাতা হাইকোর্ট

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (Teacher Recruitment Scam) জড়িত থাকার অভিযোগে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে রুজু হল মামলা ৷ কিন্তু, পত্রপাঠ সেই মামলা খারিজ করে দিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay) ৷

Justice Abhijit Gangopadhyay dismisses case against Suvendu Adhikari over Teacher Recruitment Scam
Suvendu Adhikari: শুভেন্দুর বিরুদ্ধে রুজু মামলা খারিজ করলেন বিচারপতি গঙ্গোপাধ্য়ায়
author img

By

Published : Dec 2, 2022, 6:13 PM IST

Updated : Dec 2, 2022, 6:47 PM IST

কলকাতা, 2 ডিসেম্বর: এবার শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (Teacher Recruitment Scam) জড়িত থাকার অভিযোগ উঠল রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে ৷ কিন্তু, তাঁর বিরুদ্ধে রুজু হওয়া মামলা খারিজ হয়ে গেল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) ৷ শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Gangopadhyay) এজলাসে একটি মামলা ওঠে ৷ সেই মামলায় দাবি করা হয়, 2009 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগে (Primary Teacher Recruitment Scam) দুর্নীতি করেছেন শুভেন্দু ৷ কিন্তু, সেই মামলার সারবত্তা নিয়েই প্রশ্ন তোলেন বিচারপতি ৷ মামলাটি সঙ্গে সঙ্গে খারিজ করে দেন তিনি ৷

আদালত সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিয়োর ভিত্তিতেই এই মামলা রুজু করেন মনোজকুমার পরামাণিক নামে এক ব্যক্তি ৷ তাঁর বক্তব্য, সোশাল মিডিয়ায় শিউলি সাহা নামে এক মহিলার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ ওই ভাইরাল ভিডিয়োয় শিউলিকে বলতে শোনা গিয়েছে, 2009 সালে সংশ্লিষ্ট নিয়োগ বোর্ডে ছিলেন শুভেন্দু অধিকারী ৷ সেই পদের অব্যবহার করেই তিনি বেআইনি নিয়োগে মদত দিয়েছিলেন বলে অভিযোগ ৷ কিন্তু, এতদিন কাঁথির দাপুটে নেতার বিরুদ্ধে মুখ খোলার সাহস পাননি তিনি ৷ শিউলির নাকি মনে হয়েছিল, সিবিআই শুভেন্দু অধিকারীকেও জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকবে ৷ কিন্তু তাঁকে ডাকা হয়নি !

আরও পড়ুন: 183 জন অযোগ্য শিক্ষকের 24 জনই মালদার! বিরোধীরা সরব হতেই অস্বস্তিতে তৃণমূল

এরই প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে মামলা রুজু করেন মনোজ ৷ কিন্তু, বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের মনে হয়, এই মামলা উদ্দেশ্যপ্রণোদিত ৷ বিচারপতির প্রশ্ন, ঘটনার 13 বছর পর কেবলমাত্র একটি ভাইরাল ভিডিয়ো দেখে মামলা করা হল কেন ? এতদিন কেন এ নিয়ে কোনও পদক্ষেপ করা হয়নি ? যদি সত্যিই কেউ বঞ্চিত বা প্রতারিত হয়ে থাকেন, তাহলে তিনি অবশ্যই আদালতের দ্বারস্থ হতে পারেন ৷ কিন্তু, তা না-করে একজন তৃতীয় ব্যক্তি কেন এভাবে মামলা করলেন ? বিচারপতির আশংকা, এর পিছনে কোনও অসাধু উদ্দেশ্য থাকতে পারে ! আর এই যুক্তিতেই শুভেন্দুর বিরুদ্ধে রুজু হওয়া এই মামলা খারিজ করে দিয়েছেন তিনি ৷

কলকাতা, 2 ডিসেম্বর: এবার শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (Teacher Recruitment Scam) জড়িত থাকার অভিযোগ উঠল রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে ৷ কিন্তু, তাঁর বিরুদ্ধে রুজু হওয়া মামলা খারিজ হয়ে গেল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) ৷ শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Gangopadhyay) এজলাসে একটি মামলা ওঠে ৷ সেই মামলায় দাবি করা হয়, 2009 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগে (Primary Teacher Recruitment Scam) দুর্নীতি করেছেন শুভেন্দু ৷ কিন্তু, সেই মামলার সারবত্তা নিয়েই প্রশ্ন তোলেন বিচারপতি ৷ মামলাটি সঙ্গে সঙ্গে খারিজ করে দেন তিনি ৷

আদালত সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিয়োর ভিত্তিতেই এই মামলা রুজু করেন মনোজকুমার পরামাণিক নামে এক ব্যক্তি ৷ তাঁর বক্তব্য, সোশাল মিডিয়ায় শিউলি সাহা নামে এক মহিলার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ ওই ভাইরাল ভিডিয়োয় শিউলিকে বলতে শোনা গিয়েছে, 2009 সালে সংশ্লিষ্ট নিয়োগ বোর্ডে ছিলেন শুভেন্দু অধিকারী ৷ সেই পদের অব্যবহার করেই তিনি বেআইনি নিয়োগে মদত দিয়েছিলেন বলে অভিযোগ ৷ কিন্তু, এতদিন কাঁথির দাপুটে নেতার বিরুদ্ধে মুখ খোলার সাহস পাননি তিনি ৷ শিউলির নাকি মনে হয়েছিল, সিবিআই শুভেন্দু অধিকারীকেও জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকবে ৷ কিন্তু তাঁকে ডাকা হয়নি !

আরও পড়ুন: 183 জন অযোগ্য শিক্ষকের 24 জনই মালদার! বিরোধীরা সরব হতেই অস্বস্তিতে তৃণমূল

এরই প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে মামলা রুজু করেন মনোজ ৷ কিন্তু, বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের মনে হয়, এই মামলা উদ্দেশ্যপ্রণোদিত ৷ বিচারপতির প্রশ্ন, ঘটনার 13 বছর পর কেবলমাত্র একটি ভাইরাল ভিডিয়ো দেখে মামলা করা হল কেন ? এতদিন কেন এ নিয়ে কোনও পদক্ষেপ করা হয়নি ? যদি সত্যিই কেউ বঞ্চিত বা প্রতারিত হয়ে থাকেন, তাহলে তিনি অবশ্যই আদালতের দ্বারস্থ হতে পারেন ৷ কিন্তু, তা না-করে একজন তৃতীয় ব্যক্তি কেন এভাবে মামলা করলেন ? বিচারপতির আশংকা, এর পিছনে কোনও অসাধু উদ্দেশ্য থাকতে পারে ! আর এই যুক্তিতেই শুভেন্দুর বিরুদ্ধে রুজু হওয়া এই মামলা খারিজ করে দিয়েছেন তিনি ৷

Last Updated : Dec 2, 2022, 6:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.