ETV Bharat / state

Justice Gangopadhyay Criticises CM Poem: মুখ্যমন্ত্রীর কবিতা নিয়ে কটাক্ষ বিচারপতির, পালটা তোপ তৃণমূলের - মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা

খিদিরপুরের গ্রন্থাগারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা (Mamata Banerjee Poem) নিয়ে তাঁর নাম না করে কটাক্ষ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Gangopadhyay Criticises CM Poem)৷ তাঁর মন্তব্যের পালটা (Justice Abhijit Gangopadhyay) জবাব দিল তৃণমূল ৷

Justice Abhijit Gangopadhyay and Mamata banerjee ETV bharat
মুখ্যমন্ত্রী ও বিচারপতি গঙ্গোপাধ্যায়
author img

By

Published : Jan 26, 2023, 2:28 PM IST

কলকাতা, 26 জানুয়ারি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা (Mamata Banerjee Poem) নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Gangopadhyay Criticises CM Poem) কটাক্ষ ঘিরে চড়ছে রাজনৈতিক উত্তাপ । গতকাল সরকারি সাহায্যপ্রাপ্ত গ্রান্থাগারের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়ে নাম না করে মুখ্যমন্ত্রীর কবিতা নিয়ে কটাক্ষ করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)। তারই জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস ৷

বুধবার বক্তব্য রাখতে উঠে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, "কবিতার প্রথম লাইন এপাং ওপাং ঝপাং, আমরা সবাই ড্যাং ড্যাং। এই যদি কবিতার বই হয়, কেউ পড়বে ? আমার মনে হয় কেউ পড়বে না ।" যদিও এই বক্তব্য রাখার সময় তিনি একবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করেননি । কিন্তু কবিতার লাইন থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে বিচারপতির নিশানায় আসলে কে রয়েছেন !

প্রসঙ্গত, বুধবার খিদিরপুরে মাইকেল মধুসূদন লাইব্রেরির একটি অনুষ্ঠানে গিয়েছিলেন বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় । যা নিয়ে রাজনৈতিক মহলে রীতিমতো বিতর্ক শুরু হয়েছে । যতদূর জানা গিয়েছে, এই সরকার পোষিত গ্রন্থাগারে গিয়ে সেখানকার বইয়ের সিলেকশন নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন এই বিচারপতি । তিনি বলেন, "আমাকে মার্জনা করবেন এইসব শব্দ ব্যবহারের জন্য । যে এত অখাদ্য পুস্তক বিভিন্ন লাইব্রেরিতে সরবরাহ করা হচ্ছে যে সেগুলো কোনও মনুষ্য শাবক, মনুষ্য সন্তান পড়তে চাইবে না । একেবারে পরিকল্পিতভাবে কিছু অখাদ্য পুস্তক সেখানে সরবরাহ করা হয়, কিনতে বাধ্য করা হয় । সেটা মানুষ পড়তে চায় না । এই বই কিনলে তবেই সাহায্য পাওয়া যায়, না হলে পাওয়া যায় না । এই ধরনের বই সরবরাহ হলে, উইপোকা ছাড়া কারও সুবিধা হবে না ।"

আরও পড়ুন: কলকাতা বইমেলায় প্রকাশিত হচ্ছে মুখ্যমন্ত্রীর কবিতাবিতানের ইংরেজি সংস্করণ

বিচারপতির এহেন মন্তব্য প্রকাশ্যে আসার পর এই নিয়ে তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া দেখা গিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্দরে । নিজের ফেসবুক পেজে বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশে পালটা কটাক্ষ ছুড়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য । দেবাংশু লেখেন, "To, গাঙ্গুলি সাহেব, 'আমরা সবাই ড্যাং ড্যাং..' এটা উনি আপনার মতো ব্যক্তিদের কথাই বলছেন স্যার । 'ড্যাং ড্যাং' হল এক প্রকার ফুটেজ খেকো প্রাণী, যারা সর্বদা আত্মরতিতে মগ্ন থাকে । যারা সর্বদাই নিজেকে প্রতিষ্ঠানের থেকে বড় মনে করেন, এ রূপ লোকজন আয়নার সামনে দাঁড়িয়ে 'কভি খুশি কভি গম'- এর পু (করিনা কাপুর) চরিত্রটির মতো প্রায়শই বলেন, 'Tumhe koi haak Nehi banta tum itna khubsurat dikho..'৷ আপনাদের আত্মরতিপূর্ণ ডোবায় ঝাঁপ দেওয়ার বর্ণনা করতে গিয়েই কবিতার সূচনায় কবি বলেছেন, "এপাং ওপাং ঝপাং.."।

একইসঙ্গে এই ঘটনায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে পক্ষপাতীত্বের অভিযোগ তুলেছে তৃণমূল । এ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বলেছেন, "এটাই প্রমাণ হচ্ছে যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কাজ করেন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে । এজলাসে বসে তৃণমূলের মুখপাত্রের সমালোচনা, দলের লাইসেন্স বাতিল-সহ নানা বিষয়ে কথা বলেন তিনি । মমতা বন্দ্যোপাধ্যায়ের শিল্পসত্বার প্রতি তাঁর সমালোচনা আসলে পক্ষপাতিত্বের উদাহরণ ।"

কলকাতা, 26 জানুয়ারি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা (Mamata Banerjee Poem) নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Gangopadhyay Criticises CM Poem) কটাক্ষ ঘিরে চড়ছে রাজনৈতিক উত্তাপ । গতকাল সরকারি সাহায্যপ্রাপ্ত গ্রান্থাগারের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়ে নাম না করে মুখ্যমন্ত্রীর কবিতা নিয়ে কটাক্ষ করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)। তারই জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস ৷

বুধবার বক্তব্য রাখতে উঠে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, "কবিতার প্রথম লাইন এপাং ওপাং ঝপাং, আমরা সবাই ড্যাং ড্যাং। এই যদি কবিতার বই হয়, কেউ পড়বে ? আমার মনে হয় কেউ পড়বে না ।" যদিও এই বক্তব্য রাখার সময় তিনি একবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করেননি । কিন্তু কবিতার লাইন থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে বিচারপতির নিশানায় আসলে কে রয়েছেন !

প্রসঙ্গত, বুধবার খিদিরপুরে মাইকেল মধুসূদন লাইব্রেরির একটি অনুষ্ঠানে গিয়েছিলেন বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় । যা নিয়ে রাজনৈতিক মহলে রীতিমতো বিতর্ক শুরু হয়েছে । যতদূর জানা গিয়েছে, এই সরকার পোষিত গ্রন্থাগারে গিয়ে সেখানকার বইয়ের সিলেকশন নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন এই বিচারপতি । তিনি বলেন, "আমাকে মার্জনা করবেন এইসব শব্দ ব্যবহারের জন্য । যে এত অখাদ্য পুস্তক বিভিন্ন লাইব্রেরিতে সরবরাহ করা হচ্ছে যে সেগুলো কোনও মনুষ্য শাবক, মনুষ্য সন্তান পড়তে চাইবে না । একেবারে পরিকল্পিতভাবে কিছু অখাদ্য পুস্তক সেখানে সরবরাহ করা হয়, কিনতে বাধ্য করা হয় । সেটা মানুষ পড়তে চায় না । এই বই কিনলে তবেই সাহায্য পাওয়া যায়, না হলে পাওয়া যায় না । এই ধরনের বই সরবরাহ হলে, উইপোকা ছাড়া কারও সুবিধা হবে না ।"

আরও পড়ুন: কলকাতা বইমেলায় প্রকাশিত হচ্ছে মুখ্যমন্ত্রীর কবিতাবিতানের ইংরেজি সংস্করণ

বিচারপতির এহেন মন্তব্য প্রকাশ্যে আসার পর এই নিয়ে তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া দেখা গিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্দরে । নিজের ফেসবুক পেজে বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশে পালটা কটাক্ষ ছুড়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য । দেবাংশু লেখেন, "To, গাঙ্গুলি সাহেব, 'আমরা সবাই ড্যাং ড্যাং..' এটা উনি আপনার মতো ব্যক্তিদের কথাই বলছেন স্যার । 'ড্যাং ড্যাং' হল এক প্রকার ফুটেজ খেকো প্রাণী, যারা সর্বদা আত্মরতিতে মগ্ন থাকে । যারা সর্বদাই নিজেকে প্রতিষ্ঠানের থেকে বড় মনে করেন, এ রূপ লোকজন আয়নার সামনে দাঁড়িয়ে 'কভি খুশি কভি গম'- এর পু (করিনা কাপুর) চরিত্রটির মতো প্রায়শই বলেন, 'Tumhe koi haak Nehi banta tum itna khubsurat dikho..'৷ আপনাদের আত্মরতিপূর্ণ ডোবায় ঝাঁপ দেওয়ার বর্ণনা করতে গিয়েই কবিতার সূচনায় কবি বলেছেন, "এপাং ওপাং ঝপাং.."।

একইসঙ্গে এই ঘটনায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে পক্ষপাতীত্বের অভিযোগ তুলেছে তৃণমূল । এ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বলেছেন, "এটাই প্রমাণ হচ্ছে যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কাজ করেন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে । এজলাসে বসে তৃণমূলের মুখপাত্রের সমালোচনা, দলের লাইসেন্স বাতিল-সহ নানা বিষয়ে কথা বলেন তিনি । মমতা বন্দ্যোপাধ্যায়ের শিল্পসত্বার প্রতি তাঁর সমালোচনা আসলে পক্ষপাতিত্বের উদাহরণ ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.