কলকাতা, 11 জানুয়ারি: দেহদানের আন্দোলনে আর দেখা মিলছে না তরুণ প্রজন্মের । এমন সুর শোনা গেল আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya) ও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গলায় ৷ সে নিয়ে ক্ষোভও প্রকাশ করলেন তাঁরা ৷ দেহদানের এই আন্দোলনে যোগ দিচ্ছেন বিচারপতি নিজেও (Justice Abhijit Gangopadhyay Plaged for Organ donation) ৷
10 জানুয়ারি, মেডিক্যাল শিক্ষা দিবস হিসেবে পালিত হয় ৷ এদিন গণদর্পণের একটি অনুষ্ঠান আয়োজন করা হয় ৷ সেখানে উপস্থিত ছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য-সহ অন্যরা ৷ মঙ্গলবারের এই অনুষ্ঠানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 'মৃত্যুই শেষ কথা নয়' গ্রন্থটি প্রকাশ করেন ৷ বইটির লেখক গণদর্পণের অন্যতম সম্পাদক ।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "আজকের অনুষ্ঠানে দেখছি যাঁরা এসেছেন, তাঁরা সকলেরই বয়স পঞ্চাশের বেশি ৷ তরুণ প্রজন্ম যদি এই আন্দোলনে যোগ দেয় তাহলে খুশি হব ৷ আমি নিজে এই আন্দোলনের পাশে আছি ৷ দেহদানের সংখ্যা বাড়লে, অনেকে সুস্থ হতে পারবেন ৷ আমার চারপাশে যে সব বিচারপতিরা রয়েছেন, আমি তাঁদেরও এই বিষয়ে এগিয়ে আসতে বলব ৷ আজ আমি ব্যক্তিগত কারণে দেহদান করছি না ৷ তবে শীঘ্রই করব ৷" তরুণ প্রজন্মকে দেহদানের বিষয়ে এগিয়ে আসতে অনুরোধ জানিয়েছেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যও ৷
আরও পড়ুন: ফের কঠোর বিচারপতি গঙ্গোপাধ্যায় , চাকরি খোয়ালেন 200 জন
এই অনুষ্ঠানে বিচারপতির ও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে পাশাপাশি বসতে দেখা যায় ৷ বর্তমানে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে একাধিক মামলা চলছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ৷ যেখানে চাকরিপ্রার্থীদের হয়ে লড়ছেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ৷ আইনজীবী হলেও তিনি বামদলের প্রবীণ নেতা এবং কলকাতার প্রাক্তন মেয়র ৷
দু'জনকে এক মঞ্চে পাশাপাশি বসতে দেখে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে পারে ৷ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যে শাসক শিবির একাধিকবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করেছে ৷ তবে অনুষ্ঠান শেষে রাজনৈতিক জল্পনা উড়িয়ে দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ সাংবাদিকদের তিনি বলেন, "পৃথিবীর সব মানুষ রাজনৈতিক ব্যক্তিত্ব । ফলে বিকাশরঞ্জন ভট্টাচার্য আমার পাশে বসায় আলাদা কোনও অর্থ আমি দেখছি না ৷ আমি আজ গণদর্পণের অনুষ্ঠানে এসেছিলাম । কাকতলীয়ভাবে তিনি এই গণদর্পণের সহ-সভাপতি ৷ তাই তিনি এই অনুষ্ঠানে আসতেই পারেন ৷ এর অন্য অর্থ খুঁজে বার করার কোনও মানে নেই ৷" রাজ্যের শাসকদল বিভিন্ন সময়ে তাঁকে কটাক্ষ করেছে, এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, "শাসক দলের অনেকেই আমাকে বলেছেন, তাঁরা আমায় ভালোবাসেন ৷"
আরও পড়ুন: 'ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব', 2016-র পুরো প্যানেল বাতিলের হুঁশিয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের