ETV Bharat / state

Kunal Replies to Gangopadhyay: ভবিষ্যৎদ্রষ্টা বলে কুণালকে কটাক্ষ, বিচারপতি গঙ্গোপাধ্যায়কে পালটা প্রণাম জানালেন তৃণমূল মুখপাত্র

author img

By

Published : Apr 28, 2023, 5:41 PM IST

Updated : Apr 28, 2023, 10:10 PM IST

ভবিষ্যৎদ্রষ্টা বলে কুণাল ঘোষকে কটাক্ষ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ কুণাল ঘোষকে প্রণামও জানান তিনি ৷ বিচারপতিকে আবার পালটা প্রণাম জানিয়েছেন তৃণমূল মুখপাত্র ৷

Kunal Replies to Gangopadhyay ETV Bharat
অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও কুণাল ঘোষ

কলকাতা, 28 এপ্রিল: একটি বেসরকারি সংবাদ চ্যানেলে বিচারাধীন মামলা নিয়ে সাক্ষাৎকার দেওয়ায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়োগ দুর্নীতির মামলা থেকে সরিয়ে দেওয়ায় নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ এই নিয়ে তোলপাড় শুরু হয়েছে । এই অবস্থায় সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেলের কাছে, তাঁর বাংলা সাক্ষাৎকারের যে তর্জমা শীর্ষ আদালতে পাঠানো হয়েছিল তার কপি চেয়ে পাঠালেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ৷ একইসঙ্গে, এ দিন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষকেও কটাক্ষ করেছেন তিনি ৷ এজলাসে বসে তিনি বলেন, "আমি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষকে প্রণাম জানাব ৷ তাঁর ভবিষ্যৎবাণীর জন্য । তিনি এত বড় ভবিষ্যৎদ্রষ্টা তা আমার জানা ছিল না ৷"

এরই মধ্যে শুক্রবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ । কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের করা বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, "মহামান্য সুপ্রিম কোর্ট বিচারপতি গঙ্গোপাধ্যায় সম্পর্কে যে রায় দিয়েছে আমরা তাকে স্বাগত জানাচ্ছি । সুপ্রিম কোর্ট যখন সব দিক বিবেচনা করে এই রায় দিয়েছে, তখন আর নতুন করে কিছু বলার অবকাশ থাকে না । সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বিচারব্যবস্থার প্রতি, বিচারপতিদের প্রতি, সর্বস্তরের আদালতের বিচারকদের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে ।"

কুণাল ঘোষ এও বলেন, "আমরা কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও পূর্ণ সম্মান করি । কিন্তু তিনি যেভাবে বিচারপতির আসনের অপব্যবহার করে, তাঁর রাজনৈতিক উইশ লিস্টটা সামনে চাপিয়ে দিচ্ছিলেন, কোনও একটি দলের নেতা-নেত্রী সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরির একটা চেষ্টা দেখা যাচ্ছিল, আমরা শুধু তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি । এখানে মনে হয়েছে এই অনভিপ্রেত মন্তব্য করে হয় তিনি রাজ্যের বিরোধী রাজনৈতিক দলকে শক্তিশালী করছেন, তাদের অক্সিজেন দিচ্ছেন । অথবা বিরোধীদের দ্বারা প্ররোচিত হচ্ছেন । আমরা শুধু সেই অংশটার প্রতিবাদ করেছি । এবং সেটা আইনি পথে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছে । এর উপর দাঁড়িয়ে মহামান্য সুপ্রিম কোর্ট এবং মহামান্য প্রধান বিচারপতি তাঁর নির্দেশ দিয়েছেন । ফলে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা এই রায়কে স্বাগত জানিয়েছি ।"

এ দিন কুণাল ঘোষকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ব্যক্তিগতভাবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর কোনও বিরোধ নেই । তাঁর দল কোনওভাবেই বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে চাইছে না । বিচারপতির মতো কাজ করবেন, তৃণমূল কংগ্রেস তাদের ডিফেন্ড করতে যাচ্ছে না । কুণাল ঘোষকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ভবিষ্যৎ দ্রষ্টা বলা প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র বলেন, "বিচারপতি গঙ্গোপাধ্যায়কে আমার তরফ থেকে প্রণাম শুভেচ্ছা এবং শ্রদ্ধা । বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আমার কোনও ব্যক্তিগত বিরোধ নেই । বিচারপতি যাঁরা অন্যায় করেছেন তাঁদের বিরুদ্ধে যদি কোনও কড়া ব্যবস্থা নেন তাই নিয়ে আমার কোনও বক্তব্য নেই । আমি অপরাধীদের ডিফেন্ড করতে যাব না । যেহেতু তিনি চেয়ারে বসে আমার দল, দলের নেতা প্রসঙ্গে কিছু অবাঞ্ছিত মন্তব্য করেছেন, এর সঙ্গে আইনের কোনও সম্পর্ক নেই । সাধারণ একজন সৈনিক হিসাবে আমি তারই প্রতিবাদ করেছি।"

আরও পড়ুন: বিচারব্যবস্থায় পূর্ণ আস্থার কথা জানিয়ে সুপ্রিম রায়কে স্বাগত জানাল তৃণমূল

কলকাতা, 28 এপ্রিল: একটি বেসরকারি সংবাদ চ্যানেলে বিচারাধীন মামলা নিয়ে সাক্ষাৎকার দেওয়ায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়োগ দুর্নীতির মামলা থেকে সরিয়ে দেওয়ায় নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ এই নিয়ে তোলপাড় শুরু হয়েছে । এই অবস্থায় সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেলের কাছে, তাঁর বাংলা সাক্ষাৎকারের যে তর্জমা শীর্ষ আদালতে পাঠানো হয়েছিল তার কপি চেয়ে পাঠালেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ৷ একইসঙ্গে, এ দিন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষকেও কটাক্ষ করেছেন তিনি ৷ এজলাসে বসে তিনি বলেন, "আমি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষকে প্রণাম জানাব ৷ তাঁর ভবিষ্যৎবাণীর জন্য । তিনি এত বড় ভবিষ্যৎদ্রষ্টা তা আমার জানা ছিল না ৷"

এরই মধ্যে শুক্রবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ । কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের করা বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, "মহামান্য সুপ্রিম কোর্ট বিচারপতি গঙ্গোপাধ্যায় সম্পর্কে যে রায় দিয়েছে আমরা তাকে স্বাগত জানাচ্ছি । সুপ্রিম কোর্ট যখন সব দিক বিবেচনা করে এই রায় দিয়েছে, তখন আর নতুন করে কিছু বলার অবকাশ থাকে না । সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বিচারব্যবস্থার প্রতি, বিচারপতিদের প্রতি, সর্বস্তরের আদালতের বিচারকদের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে ।"

কুণাল ঘোষ এও বলেন, "আমরা কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও পূর্ণ সম্মান করি । কিন্তু তিনি যেভাবে বিচারপতির আসনের অপব্যবহার করে, তাঁর রাজনৈতিক উইশ লিস্টটা সামনে চাপিয়ে দিচ্ছিলেন, কোনও একটি দলের নেতা-নেত্রী সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরির একটা চেষ্টা দেখা যাচ্ছিল, আমরা শুধু তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি । এখানে মনে হয়েছে এই অনভিপ্রেত মন্তব্য করে হয় তিনি রাজ্যের বিরোধী রাজনৈতিক দলকে শক্তিশালী করছেন, তাদের অক্সিজেন দিচ্ছেন । অথবা বিরোধীদের দ্বারা প্ররোচিত হচ্ছেন । আমরা শুধু সেই অংশটার প্রতিবাদ করেছি । এবং সেটা আইনি পথে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছে । এর উপর দাঁড়িয়ে মহামান্য সুপ্রিম কোর্ট এবং মহামান্য প্রধান বিচারপতি তাঁর নির্দেশ দিয়েছেন । ফলে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা এই রায়কে স্বাগত জানিয়েছি ।"

এ দিন কুণাল ঘোষকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ব্যক্তিগতভাবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর কোনও বিরোধ নেই । তাঁর দল কোনওভাবেই বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে চাইছে না । বিচারপতির মতো কাজ করবেন, তৃণমূল কংগ্রেস তাদের ডিফেন্ড করতে যাচ্ছে না । কুণাল ঘোষকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ভবিষ্যৎ দ্রষ্টা বলা প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র বলেন, "বিচারপতি গঙ্গোপাধ্যায়কে আমার তরফ থেকে প্রণাম শুভেচ্ছা এবং শ্রদ্ধা । বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আমার কোনও ব্যক্তিগত বিরোধ নেই । বিচারপতি যাঁরা অন্যায় করেছেন তাঁদের বিরুদ্ধে যদি কোনও কড়া ব্যবস্থা নেন তাই নিয়ে আমার কোনও বক্তব্য নেই । আমি অপরাধীদের ডিফেন্ড করতে যাব না । যেহেতু তিনি চেয়ারে বসে আমার দল, দলের নেতা প্রসঙ্গে কিছু অবাঞ্ছিত মন্তব্য করেছেন, এর সঙ্গে আইনের কোনও সম্পর্ক নেই । সাধারণ একজন সৈনিক হিসাবে আমি তারই প্রতিবাদ করেছি।"

আরও পড়ুন: বিচারব্যবস্থায় পূর্ণ আস্থার কথা জানিয়ে সুপ্রিম রায়কে স্বাগত জানাল তৃণমূল

Last Updated : Apr 28, 2023, 10:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.