ETV Bharat / state

2016 Recruitment Corruption: 2016 সালের নিয়োগ নিয়ে ফের বড় নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের - বিচারপতি গঙ্গোপাধ্যায়

2016 সালের নিয়োগ নিয়ে ফের বড় নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ নিয়োগ তালিকার 'কাট অফ' মার্কসের তথ্য ও জেলা ভিত্তিক নিয়োগ তথ্য চেয়ে পাঠিয়েছেন তিনি ৷

2016 Recruitment Corruption
বিচারপতি গঙ্গোপাধ্যায়
author img

By

Published : May 3, 2023, 3:21 PM IST

Updated : May 3, 2023, 3:36 PM IST

কলকাতা, 3 মে: প্রাথমিকে 2016 সালের নিয়োগ নিয়ে আবারও বড় নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । প্রতি জেলা ভিত্তিক নিয়োগ তথ্য তলব করেছেন তিনি । নিয়োগ তালিকার 'কাট অফ' মার্কসের তথ্যও চেয়ে পাঠিয়েছেন তিনি । অর্থাৎ প্যানেলে অন্তর্ভুক্ত শেষ প্রার্থীর প্রাপ্ত নম্বরও জানতে চেয়েছেন বিচারপতি ।

প্রতি জেলায় জাতিগত, ক্যাটাগরি ভিত্তিক, মিডিয়াম অনুযায়ী সর্বশেষ নিয়োগপ্রাপকদের নম্বর কত, তাও জানতে চেয়েছে আদালত । 2 সপ্তাহের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে এই সব তথ্য জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । 2 সপ্তাহ পর ফের এই মামলার শুনানি হবে ।

উল্লেখ্য, 2016 সালেরই প্রাথমিকে নিয়োগ নিয়ে আর একটি মামলায় মামলাকারী বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে দাবি করেছেন যে, 42 হাজার চাকরি প্রাপকের নিয়োগ অবৈধ । অভিযোগ করা হয়েছে যে, কাট অফ মার্কস ও সংরক্ষণের নিয়ম মানা হয়নি ৷ এছাড়াও একাধিক অভিযোগ এনেছেন মামলাকারী ।

মামলাকারীদের আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি জানিয়েছেন যে, আজ রুপালি সাহা, রাজশ্রী মুখোপাধ্যায়, সুদীপ্ত ঘোষ, সায়ক হালদার, আমিরুল ইসলাম-সহ আরও প্রায় 400 জনের করা পাঁচটি মামলার শুনানি হয়েছে ৷ বিগত কয়েক বছরে 2016 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউ হয়েছিল দু'বার । 2021 সালে এবং তারও বছর পাঁচেক আগে, 2016 সালে হয় ইন্টারভিউ ।

নিয়োগ দুর্নীতি নিয়ে যে শোরগোল চলছে, তা মূলত 2016-য় নেওয়া ইন্টারভিউয়ের ভিত্তিতে চাকরি পাওয়া প্রার্থীদের নিয়েই । বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই নিয়োগ প্রক্রিয়ারই বিশদ তথ্য প্রকাশ করতে বলেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদকে । একইসঙ্গে তাঁর নির্দেশ, আগামী 2 সপ্তাহের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে রিপোর্ট দিতে হবে । 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় বিস্তারিত রিপোর্ট প্রকাশ করতে বলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।

আরও পড়ুন: বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের থেকে নিয়োগ দুর্নীতির 2টি মামলা গেল বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে

কলকাতা, 3 মে: প্রাথমিকে 2016 সালের নিয়োগ নিয়ে আবারও বড় নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । প্রতি জেলা ভিত্তিক নিয়োগ তথ্য তলব করেছেন তিনি । নিয়োগ তালিকার 'কাট অফ' মার্কসের তথ্যও চেয়ে পাঠিয়েছেন তিনি । অর্থাৎ প্যানেলে অন্তর্ভুক্ত শেষ প্রার্থীর প্রাপ্ত নম্বরও জানতে চেয়েছেন বিচারপতি ।

প্রতি জেলায় জাতিগত, ক্যাটাগরি ভিত্তিক, মিডিয়াম অনুযায়ী সর্বশেষ নিয়োগপ্রাপকদের নম্বর কত, তাও জানতে চেয়েছে আদালত । 2 সপ্তাহের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে এই সব তথ্য জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । 2 সপ্তাহ পর ফের এই মামলার শুনানি হবে ।

উল্লেখ্য, 2016 সালেরই প্রাথমিকে নিয়োগ নিয়ে আর একটি মামলায় মামলাকারী বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে দাবি করেছেন যে, 42 হাজার চাকরি প্রাপকের নিয়োগ অবৈধ । অভিযোগ করা হয়েছে যে, কাট অফ মার্কস ও সংরক্ষণের নিয়ম মানা হয়নি ৷ এছাড়াও একাধিক অভিযোগ এনেছেন মামলাকারী ।

মামলাকারীদের আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি জানিয়েছেন যে, আজ রুপালি সাহা, রাজশ্রী মুখোপাধ্যায়, সুদীপ্ত ঘোষ, সায়ক হালদার, আমিরুল ইসলাম-সহ আরও প্রায় 400 জনের করা পাঁচটি মামলার শুনানি হয়েছে ৷ বিগত কয়েক বছরে 2016 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউ হয়েছিল দু'বার । 2021 সালে এবং তারও বছর পাঁচেক আগে, 2016 সালে হয় ইন্টারভিউ ।

নিয়োগ দুর্নীতি নিয়ে যে শোরগোল চলছে, তা মূলত 2016-য় নেওয়া ইন্টারভিউয়ের ভিত্তিতে চাকরি পাওয়া প্রার্থীদের নিয়েই । বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই নিয়োগ প্রক্রিয়ারই বিশদ তথ্য প্রকাশ করতে বলেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদকে । একইসঙ্গে তাঁর নির্দেশ, আগামী 2 সপ্তাহের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে রিপোর্ট দিতে হবে । 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় বিস্তারিত রিপোর্ট প্রকাশ করতে বলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।

আরও পড়ুন: বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের থেকে নিয়োগ দুর্নীতির 2টি মামলা গেল বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে

Last Updated : May 3, 2023, 3:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.