কলকাতা, 29 জুলাই : জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার করা হয়েছিল । তারপরও নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তারদের নিগ্রহের ঘটনায় অভিযুক্ত ৫ জন জামিন পেয়েছে । এরপরে ৩০৭ ধারা যোগ করা হয়েছে এই মামলায় । তবে, এই ঘটনায় আর কাউকে গ্রেপ্তারের খবর পাননি জুনিয়র ডাক্তাররা । তাই, বিচার চাইতে, মিছিল করে তাঁরা লালবাজারে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন । মঙ্গলবার এই মিছিল হবে বলে জানা গেছে ।
27 জুলাই (শনিবার) ভবানী ভবনে পুলিশ-প্রশাসনের সঙ্গে বৈঠকের পরে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা জানিয়েছিলেন, বৈঠকে পুলিশ-প্রশাসনের বক্তব্যের ভিত্তিতে ৩০ জুলাই (মঙ্গলবার) পর্যন্ত অপেক্ষা করবেন তাঁরা । কারণ, রাজ্য পুলিশের DG তাঁদের জানিয়েছেন, মঙ্গলবারের মধ্যে প্রম্পট অ্যাকশন দেখতে পাওয়া যাবে । তাই, ওইদিন পর্যন্ত অপেক্ষা করে, তারপর বিচারের জন্য তাঁরা পরবর্তী পদক্ষেপের কথা ঘোষণা করবেন । যদিও, শনিবার বিকালে ভবানী ভবন থেকে বেরিয়ে এ কথা যখন বলছিলেন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা, তার আগেই জানা গেছিল মঙ্গলবার দুপুর দুটোর সময় নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে মিছিল করে লালবাজারে যাওয়া হবে । সেখানে পুলিশকে ডেপুটেশন দেওয়া হবে ।
যদিও, এই মিছিলের বিষয়ে শনিবার ভবানী ভবনের বৈঠক থেকে বেরিয়ে কোনও মন্তব্য করতে চাননি জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা । তবে, মঙ্গলবার এই মিছিল হচ্ছে বলে জানা গেছে । রবিবার জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা নিজেদের মধ্যে একটি বৈঠক করেছেন বলে সূত্রের খবর । এই বৈঠকে তাঁদের পরবর্তী পদক্ষেপের বিষয়টি চূড়ান্ত হয়েছে বলেও জানা গেছে । এদিকে, মঙ্গলবার মিছিল করে লালবাজারে যাওয়ার বিষয়ে ইতিমধ্যেই ডাক্তারদের বিভিন্ন সংগঠনের তরফে প্রচার করা হচ্ছে । মঙ্গলবারের মিছিল কি তা হলে হচ্ছে? এই বিষয়ে জুনিয়র ডাক্তারদের এক প্রতিনিধি অর্চিষ্মান ভট্টাচার্যের কাছে জানতে চাওয়া হলে, মিছিলের বিষয়টি এড়িয়ে তিনি বলেন, "আমাদের পরবর্তী পদক্ষেপের ঘোষণা করা হবে সোমবার বিকাল ৪টার সময় কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে ।"
এই মিছিলের বিষয়ে ডাক্তারদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের সেক্রেটারি, ডাক্তার কৌশিক চাকি জানিয়েছেন, জুনিয়র ডাক্তারদের প্রতি সংহতি জানিয়ে এই মিছিলের বিষয় তাঁদের পূর্ণ সমর্থন রয়েছে । ডাক্তারদের এই সংগঠনের সভাপতি, ডাক্তার অর্জুন দাশগুপ্ত বলেন, "গত দু'বছরের বেশি সময় ধরে ডাক্তারদের নিগ্রহের ২৫০টি ঘটনা হয়েছে । এই সব ঘটনায় কী করা হচ্ছে, প্রশাসনের কাছে আমরা তা জানতে চাই । আমরা RTI-এর মাধ্যমেও জানতে চেয়েছি । কিন্তু কোনও উত্তর পাইনি ।"
একইসঙ্গে তিনি জানিয়েছেন, জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে মঙ্গলবারের মিছিলকে তাঁরা সমর্থন করছেন । চিকিৎসকদের সংগঠন DOPA-র তরফে চিকিৎসক শারদ্বত মুখোপাধ্যায় বলেন, "এই মিছিলের আয়োজন করছেন নীলরতন সরকার মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা । তাঁদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে মিছিলকে আমরা সমর্থন করছি ।" মঙ্গলবার তা হলে মিছিল হচ্ছে? তিনি বলেন, "মিছিলের বিষয়ে ঘোষণা করবেন জুনিয়র ডাক্তাররা ।"
১০ জুন, নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসায় অবহেলায় এক রোগীর মৃত্যুর অভিযোগ ওঠে । এই ঘটনায় মৃত রোগীর ক্ষুব্ধ পরিজনদের কাছে আক্রান্ত হন জুনিয়র ডাক্তাররা । জুনিয়র ডাক্তার পরিবহ মুখোপাধ্যায়ের মাথায় গুরুতর আঘাত লাগে । প্রতিবাদে সামিল হন জুনিয়র ডাক্তাররা । ওইদিন রাত থেকেই কর্মবিরতি শুরু করে দেন তাঁরা । এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রতিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তাররা আন্দোলন শুরু করেন । অবশেষে ১৭ জুন নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরে কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়া হয় । এই বৈঠকের পরে রিভিও মিটিং হয়েছিল গত ২ জুলাই স্বাস্থ্য ভবনে।
এরপর, শনিবার ভবানী ভবনে পুলিশ-প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা । এই বৈঠকের শেষে জুনিয়র ডাক্তারদের তরফে জানানো হয়, নীলরতন সরকার মেডিকেল কলেজ এবং বর্ধমানের ডেন্টাল কলেজে ডাক্তারদের হেনস্থার ঘটনায় পুলিশ কী পদক্ষেপ গ্রহণ করেছে, নিরাপত্তার বিষয়ে সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করছে, এ সব বাস্তবে কতটা ইমপ্লিমেন্ট হচ্ছে । এ সব বিষয়ে এই বৈঠকে আলোচনা হয়েছে । জুনিয়র ডাক্তারদের তরফে বলা হয়, "৫ জনের জামিনের পরে এই কেসে ৩০৭ ধারা দেওয়া হয়েছে । তারপর, আর যারা অভিযুক্ত, আমরা তাদের গ্রেপ্তারের কোনও পদক্ষেপ দেখতে পাইনি । কেন পাইনি? কেন হবে না? কোথায় আটকে আছে? কেসটির স্ট্যাটাস এখন কী?"
একইসঙ্গে বলা হয়, "স্বাস্থ্য ভবনে ২ জুলাই যে মিটিং হয়েছিল, সেই মিটিং-এ ৬০টি কেসের একটি লিস্ট আমরা দিয়েছিলাম । আমরা বলেছিলাম, নীলরতন সরকার মেডিকেল কলেজের পরিবহ মুখোপাধ্যায় এবং বর্ধমানের শুভজিৎ মিদ্দার এই ঘটনা বাদে আন্দোলন চলাকালীন যে সব ঘটনা হয়েছে । এবং, এর বাইরেও যে বিভিন্ন হেনস্থার ঘটনা হয়েছিল, সে সবের বিচার চাই । DG আমাদের আশ্বস্ত করেছেন । বলেছেন, আগামী মঙ্গলবারের মধ্যে আমরা একটি প্রম্পট অ্যাকশন দেখতে পাব।" একই সঙ্গে বলা হয়, "আমাদের ফ্যাটারনিটির তরফে একটি অংশ খুব স্বাভাবিকভাবে বিচার পাওয়া নিয়ে বেশ খানিকটা নার্ভাস । আমরা এইসব ইশুতে কোনও মতেই আপস করতে রাজি নই । নিরাপত্তার বিষয়ে ভালো ভালো কাজ করছেন, সেগুলি বাস্তবায়িত হচ্ছে । দারুণ । কিন্তু, যে কেসগুলি ঘটে গেছে, তার ফাইল ক্লোজ় হয়ে যাবে, ধামাচাপা পড়ে যাবে, সেগুলি আমরা কোনও মতেই হতে দেব না । সেটা আজও আমরা এখানে পরিষ্কার করে দিয়ে গেলাম।" এই বিচার চাইতে, জুনিয়র ডাক্তাররা মঙ্গলবার লালবাজারে মিছিল করে যাবেন বলে জানা গেছে । এই মিছিলে ডাক্তারি পড়ুয়া এবং বহু সিনিয়র চিকিৎসক অংশ নিতে চলেছেন বলে জানা গেছে ।