ETV Bharat / state

SSKM-র জুনিয়র ডাক্তারের বিরুদ্ধে হস্টেলের ঘরে মহিলাকে রাখার অভিযোগ

author img

By

Published : Oct 15, 2020, 10:05 AM IST

IPGME&R কর্তৃপক্ষকে অভিযোগ জানিয়েছে AIDSO-র IPGME&R-এর ইউনিট। অভিযোগের বিষয়ে IPGME&R কর্তৃপক্ষের বক্তব্য জানতে চেয়ে যোগাযোগের চেষ্টা করা হয় । তবে বক্তব্য পাওয়া যায়নি।

Kolkata
মেডিকেল কলেজ ও হাসপাতাল

কলকাতা, 15 অক্টোবর : SSKM হাসপাতাল তথা ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ (IPGME&R)-এর নিউ বয়েজ় হস্টেলের একটি ঘরে এবার এক মহিলাকে রাখার অভিযোগ উঠল এক জুনিয়র ডাক্তারের বিরুদ্ধে। এই ঘটনায় IPGME&R কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেছে AIDSO (অল ইন্ডিয়া ডেমোক্র‍্যাটিক স্টুডেন্টস অরগানাইজ়েশন)-র IPGME&R-এর ইউনিট। এই ছাত্র সংগঠনের অভিযোগ, কর্তৃপক্ষের গাফিলতির কারণে এই ধরনের ঘটনার সম্মুখীন হতে হল। এই ঘটনায় নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে এই ছাত্র সংগঠন।


অগাস্টে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের একটি হস্টেলে সেখানকার এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল এক চিকিৎসকের বিরুদ্ধে। একমাস পরে সেপ্টেম্বরে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের ওই একই হস্টেলে প্রকাশ্যে এক যুবককে হস্তমৈথুন করতে দেখা গিয়েছিল বলে অভিযোগ ওঠে । এবার, কলকাতার IPGME&R-এর একটি হস্টেলে এক জুনিয়র ডাক্তারের বিরুদ্ধে এক মহিলাকে রাখার অভিযোগ উঠল। এই ঘটনায় বুধবার IPGME&R কর্তৃপক্ষকে অভিযোগ জানিয়েছে AIDSO-র IPGME&R-এর ইউনিট। ওই অভিযোগে জানানো হয়েছে, এই ছাত্র সংগঠনটি জানতে পেরেছে IPGME&R-এর নিউ বয়েজ় হস্টেলের একটি ঘরে এক মহিলাকে রাখার ঘটনায় যুক্ত রয়েছেন এখানকার এক জুনিয়র ডাক্তার। IPGME&R-এর মতো একটি নামকরা প্রতিষ্ঠানে এরকম একটি ঘটনায় এই ছাত্র সংগঠন মর্মাহত। এধরনের ঘটনা এই প্রতিষ্ঠানের গর্বের জায়গা নষ্ট করে দিল। এই ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ছাত্র সংগঠনটি। এই অভিযোগের বিষয়ে কলকাতার IPGME&R কর্তৃপক্ষের বক্তব্য জানতে চেয়ে যোগাযোগের চেষ্টা করা হয় । তবে বক্তব্য পাওয়া যায়নি।


এই ছাত্র সংগঠনটি জানিয়েছে, এই হস্টেলের আবাসিকদের নিরাপত্তা, সুরক্ষা এবং তাঁদের পড়াশোনার জন্য উপযুক্ত পরিবেশ বজায় রাখার দায়িত্ব কর্তৃপক্ষের। অথচ, কর্তৃপক্ষের নজরদারির অভাবে এখানকার হস্টেলে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অবাঞ্ছিত, অনৈতিক কাজকর্ম চলতে দেখা যায়। প্রতিবাদ জানাতে গেলে হুমকির সম্মুখীন হতে হয়। এই ধরনের ঘটনা বিচ্ছিন্ন নয়। 2014 সালে এখানকার এক জুনিয়র ডাক্তারের মৃত্যুতে ড্রাগ আসক্তির কথা সামনে এসেছিল ।

কলকাতা, 15 অক্টোবর : SSKM হাসপাতাল তথা ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ (IPGME&R)-এর নিউ বয়েজ় হস্টেলের একটি ঘরে এবার এক মহিলাকে রাখার অভিযোগ উঠল এক জুনিয়র ডাক্তারের বিরুদ্ধে। এই ঘটনায় IPGME&R কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেছে AIDSO (অল ইন্ডিয়া ডেমোক্র‍্যাটিক স্টুডেন্টস অরগানাইজ়েশন)-র IPGME&R-এর ইউনিট। এই ছাত্র সংগঠনের অভিযোগ, কর্তৃপক্ষের গাফিলতির কারণে এই ধরনের ঘটনার সম্মুখীন হতে হল। এই ঘটনায় নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে এই ছাত্র সংগঠন।


অগাস্টে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের একটি হস্টেলে সেখানকার এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল এক চিকিৎসকের বিরুদ্ধে। একমাস পরে সেপ্টেম্বরে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের ওই একই হস্টেলে প্রকাশ্যে এক যুবককে হস্তমৈথুন করতে দেখা গিয়েছিল বলে অভিযোগ ওঠে । এবার, কলকাতার IPGME&R-এর একটি হস্টেলে এক জুনিয়র ডাক্তারের বিরুদ্ধে এক মহিলাকে রাখার অভিযোগ উঠল। এই ঘটনায় বুধবার IPGME&R কর্তৃপক্ষকে অভিযোগ জানিয়েছে AIDSO-র IPGME&R-এর ইউনিট। ওই অভিযোগে জানানো হয়েছে, এই ছাত্র সংগঠনটি জানতে পেরেছে IPGME&R-এর নিউ বয়েজ় হস্টেলের একটি ঘরে এক মহিলাকে রাখার ঘটনায় যুক্ত রয়েছেন এখানকার এক জুনিয়র ডাক্তার। IPGME&R-এর মতো একটি নামকরা প্রতিষ্ঠানে এরকম একটি ঘটনায় এই ছাত্র সংগঠন মর্মাহত। এধরনের ঘটনা এই প্রতিষ্ঠানের গর্বের জায়গা নষ্ট করে দিল। এই ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ছাত্র সংগঠনটি। এই অভিযোগের বিষয়ে কলকাতার IPGME&R কর্তৃপক্ষের বক্তব্য জানতে চেয়ে যোগাযোগের চেষ্টা করা হয় । তবে বক্তব্য পাওয়া যায়নি।


এই ছাত্র সংগঠনটি জানিয়েছে, এই হস্টেলের আবাসিকদের নিরাপত্তা, সুরক্ষা এবং তাঁদের পড়াশোনার জন্য উপযুক্ত পরিবেশ বজায় রাখার দায়িত্ব কর্তৃপক্ষের। অথচ, কর্তৃপক্ষের নজরদারির অভাবে এখানকার হস্টেলে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অবাঞ্ছিত, অনৈতিক কাজকর্ম চলতে দেখা যায়। প্রতিবাদ জানাতে গেলে হুমকির সম্মুখীন হতে হয়। এই ধরনের ঘটনা বিচ্ছিন্ন নয়। 2014 সালে এখানকার এক জুনিয়র ডাক্তারের মৃত্যুতে ড্রাগ আসক্তির কথা সামনে এসেছিল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.