কলকাতা, 29 ডিসেম্বর: দেশের উচ্চ শিক্ষাকে আরও উন্নত করতে এবং সর্বক্ষেত্রে জাতীয় শিক্ষা নীতির সুষ্ঠ প্রণয়নের জন্য সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (University Grants Commission) বা ইউজিসি (UGC) পাঁচটি আঞ্চলিক কমিটি গঠনের (Five Zonal Committee) নির্দেশিকা জারি করেছে ৷ তাতে পশ্চিমবঙ্গের কোনও প্রতিনিধি নেই । তাই অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিজের (Association of Indian Universities) সভাপতি হিসেবে এই রাজ্য থেকে প্রতিনিধি রাখার আবেদন জানিয়ে চিঠি দিতে চলেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সুরঞ্জন দাস (JU Vice Chancellor Suranjan Das) ।
এই নির্দেশিকাটি সামনে আসার পরই একই দাবি জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Education minister Bratya Basu) । তিনি জানান, পাঁচটি জোন নিয়ে কমিটি তৈরি করা হয়েছে, সেখানে উত্তর পূর্ব ও পূর্বাঞ্চলের কমিটিতে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির কোনও প্রতিনিধি নেই । তাই তাঁর বক্তব্য, রাজ্যকে বঞ্চনা করেছে ইউজিসি । জানা গিয়েছে, এই বিষয়ে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ-এর সভাপতি হিসেবে অধ্যাপক সুরঞ্জন দাস ইউজিসির চেয়ারম্যানকে চিঠি দিয়ে পশ্চিমবাংলা থেকে কমিটিতে প্রতিনিধি রাখার অনুরোধ জানাবেন ।
এই বিষয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থপ্রতিম রায় বলেন, "পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলি অগ্রগণ্য। সেখানে পশ্চিমবঙ্গ থেকে কাউকে না রাখার মানে হচ্ছে বাংলার শিক্ষা জগতের সঙ্গে যুক্ত সকলকে অপমান করা । এখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতো বিদ্বান ব্যক্তি থাকা সত্বেও তাঁকে রাখা হয়নি ।"
আরও পড়ুন: উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ভারতের প্রাচীন শাস্ত্র ! ইউজিসির নয়া খসড়ায় বিতর্কের ঝড় শিক্ষামহলে
প্রসঙ্গত, এই পাঁচটি জোনাল বা আঞ্চলিক কমিটিতে দেশের একাধিক কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি ও ডিমড বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে গঠন করা হচ্ছে । দেশের বিশ্ববিদ্যালয়গুলি যাতে আরও ভালোভাবে কাজ করতে পারে ৷ জাতীয় শিক্ষা নীতিকে সঠিকভাবে প্রয়োগ করা হয় ৷ তাই এই বিষয়গুলিকে নিশ্চিত করতেই কমিটিগুলি রোড ম্যাপ তৈরি করবে ।
আরও পড়ুন: ইউজিসির আঞ্চলিক কমিটিতে ব্রাত্য বাংলার প্রতিনিধিরা ! সরব রাজ্যের শিক্ষামন্ত্রী
উল্লেখ্য, ইউজিসির পাঁচটি আঞ্চলিক কমিটি গঠনের বিরুদ্ধে সরব হন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । কেন্দ্রীয় এই সংস্থার বিরুদ্ধে কার্যত পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন তিনি । বুধবার এনিয়ে একটি টুইট করেন ব্রাত্য । তাতে তিনি লেখেন, ইউজিসি পাঁচটি আঞ্চলিক কমিটি গঠন করেছে । সেই কমিটিতে কেন্দ্র ও বিভিন্ন রাজ্য সরকার পরিচালিত বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি একাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয়েরও উপাচার্যরা রয়েছেন। এই পাঁচটি আঞ্চলিক কমিটি দেশজুড়ে শিক্ষার মান উন্নয়নে ভবিষ্যতের কর্মপন্থার দিশা নির্দেশ করবে। অথচ লক্ষ্যণীয় বিষয় হল, এই পাঁচটি কমিটির কোনওটিতেই পশ্চিমবঙ্গের 40টি বিশ্ববিদ্যালয়ের একজনও প্রতিনিধিকে জায়গা দেওয়া হয়নি । যদিও পূর্বাঞ্চলের জন্য আলাদা করে কমিটি গঠন করেছে ইউজিসি । সেই কমিটির সদস্য সংখ্যা সাত । কিন্তু, তাঁদের মধ্যে একজনও বাংলার নন । এবার এনিয়ে সরব হতে চলেছেন যাদবপুরের উপাচার্যও ।